টুকরো খবর
পরিচয়ের নথি রাখতে প্রযুক্তি
হোটেলের আবাসিকদের পরিচয় ‘কম্পিউটরাইজড’ করতে ‘সফট্ওয়্যার’ চালু করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেট। সোমবার সন্ধ্যায় কমিশনারেটের কনফারেন্স হলে একটি অনুষ্ঠানের মধ্যে ওই সফটওয়ার চালু করেন পুলিশ কমিশনার আনন্দ কুমার। সেখানে পুলিশ আধিকারিকদের পাশাপাশি শহরের হোটেল মালিকরা উপস্থিত ছিলেন। শিলিগুড়ির পুলিশ কমিশনার আনন্দ কুমার বলেন, “সমস্ত হোটেল ও লজের নথি কম্পিউটারাইজড করার জন্য সফট্ওয়্যার চালু করা হল। বিদেশী ও ভারতীয় আবাসিকদের জন্য আলাদা ফর্ম থাকে। এই প্রক্রিয়ার কাজ সম্পূর্ণ হলে হোটেলে থেকে কেউ কোনও অপরাধমূলক কাজ করলে তা দ্রুত চিহ্নিত করা সম্ভব হবে।” কিছু ছোট হোটেল ও লজের মালিক বিষয়টি ব্যয়সাপেক্ষ বলে অভিযোগ করেছেন। তাঁরা যাতে কম খরচে ওই কাজ করতে পারেন তা দেখছেন পুলিশ কর্তারা।

বর্ষপূর্তি অনুষ্ঠান
দু’বছরে প্রায় ১৫ কোটি টাকার মাদক দ্রব্য এবং আগ্নেয়াস্ত্র আটক করেছে এসএসবি’র শিলিগুড়ি ফ্রন্টিয়ার। সোমবার রাণীডাঙা ক্যম্পাসে ফ্রন্টিয়ারের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন হয়। সেখানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি ফ্রন্টিয়ারের আইজি নবীন পায়েং। তিনি জানান, গত দুই বছরে ৯ কোটি ৫০ লক্ষ টাকার মাদক দ্রব্য এবং ৫ কোটি ৪৯ লক্ষ টাকার আগ্নেয়াস্ত্র আটক করা হয়। এ ছাড়া ১ কোটি ৪৯ লক্ষ টাকার বনজ সামগ্রী আটক করা হয়। এ ছাড়া ফ্রন্টিয়ারের পক্ষে নানা সমাজসেবামূলক কাজ কর হয় বলে তিনি জানান।

আগ্নেয়াস্ত্র-সহ ধৃত
পাইপগান সহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে নিউ জলপাইগুড়ি ফাঁড়ির সাউথ কলোনি থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, ধৃতের নাম সিরাজ শেখ। তার বাড়ি মুর্শিদাবাদের বহরমপুরে। ধৃতের কাছ থেকে পাইপগানের পাশাপাশি দুটি গুলি উদ্ধার করা হয়েছে। কি কারণে ওই যুবক রাতে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা করছিল তা তদন্ত করে দেখছে পুলিশ।

বন্ধ হল পাসপোর্ট জমা দেওয়ার কেন্দ্র
বন্ধ হল শিলিগুড়ি পাসপোর্ট ফর্ম জমা দেওয়ার কেন্দ্র। সোমবার শিলিগুড়ি জংশনের ওই কেন্দ্র বন্ধ হওয়ায় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তৃণমূল যুব কংগ্রেস ও বৃহত্তর শিলিগুড়ি নাগরিক মঞ্চের তরফে আন্দোলনের হুমকি দেওয়া হয়েছে। এ দিকে পুলিশের তরফে শিলিগুড়িতে পাসপোর্ট সেবা কেন্দ্র চালুর প্রস্তাব দেওয়া হয়েছে। ওই কেন্দ্র চালু হলে পাসপোর্ট সংক্রান্ত যাবতীয় কাজ করা যাবে। রিজিওনাল পাসপোর্ট অফিস সূত্রের খবর, বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছেন আধিকারিকরা।

জলকষ্টে অবরোধ

জলকষ্টের প্রতিবাদে পথ অবরোধ ভুটান সীমান্তের চামুর্চিতে।—নিজস্ব চিত্র।
জল কষ্টে বাসিন্দারা রাস্তা অবরোধ ও দোকানপাট বন্ধ করে বিক্ষোভ দেখালেন। সোমবার বানারহাটের ভুটান সীমান্তের চামুচির্র্ গ্রামে। সামচি থেকে বানারহাটে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.