ভোটের মুখেই জেলায় ভিলেজ পুলিশ নিয়োগ |
কলকাতার ‘গ্রিন পুলিশ’-এর ধাঁচে এ বার পঞ্চায়েত নির্বাচনের মুখে রাজ্যের বাকি জেলাগুলির জন্য এক লক্ষ ৩০ হাজার ‘ভিলেজ পুলিশ’ নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ওই প্রস্তাব অনুমোদিত হয়। এ ছাড়া শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এলাকার জন্য আরও এক হাজার ‘গ্রিন পুলিশ’ মোতায়েনের প্রস্তাব অনুমোদিত হয় ওই বৈঠকে। ‘ভিলেজ পুলিশ’ নিয়োগের ও তাঁদের প্রশিক্ষণ দেওয়ার কাজ করবেন সংশ্লিষ্ট জেলার পুলিশ-কর্তৃপক্ষ। জেলার পুলিশ সুপার ঠিক করবেন, কোথাও কত ভিলেজ পুলিশকে কোন কাজে লাগানো হবে। বিভিন্ন পুলিশ কমিশনারেটেও তাঁদের নিয়োগ করা যাবে। কাজে এলে তাঁরা দৈনিক ১৪১ টাকা ৮১ পয়সা হারে পারিশ্রমিক পাবেন। যে-দিন কাজ থাকবে না, সে-দিন পারিশ্রমিক মিলবে না। |
গ্রামে জল দিতে বাড়তি খরচ |
২০১২-’১৩ অর্থবর্ষে গ্রামাঞ্চলে জল সরবরাহের কাজে কেন্দ্রীয় বরাদ্দের ৪৮৯ কোটি ১২ লক্ষ টাকা খরচ করতে পেরেছে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দফতর। গত আর্থিক বছরের তুলনায় এটা ১৪৭ কোটি টাকা বেশি বলে দাবি করেছেন পঞ্চায়েত ও জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তাঁর দাবি, ১০০ দিনের কাজের প্রকল্পেও রাজ্য সরকার গত বছরের তুলনায় এক হাজার কোটি টাকা বেশি খরচ করেছে। ২০১২-’১৩ আর্থিক বছরে রাজ্যে ওই প্রকল্পে খরচ হয়েছে প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা। |
তফসিলি জাতি, উপজাতি এবং ওবিসি-র জন্য যে-সব সরকারি উন্নয়নমূলক প্রকল্প রয়েছে, জেলা ধরে ধরে সেগুলির কাজের অগ্রগতি পর্যালোচনা করতে ‘অম্বেডকর উৎকর্ষ কেন্দ্র’ স্থাপন করবে রাজ্য সরকার। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। প্রথমে কলকাতা এবং উত্তর ২৪ পরগনায় বনগাঁয় দু’টি উৎকর্ষ কেন্দ্র খোলা হবে। |