স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার দায়ে তাজন শেখ নামে এক ব্যক্তিকে সাত বছর সশ্রম কারাদন্ডের নির্দেশ দিলেন কৃষ্ণনগর জেলা আদালতের অতিরিক্ত জেলা জজ (দ্বিতীয় আদালত) সিদ্ধার্থ রায়চৌধুরী। সোমবার তিনি এই নির্দেশ দেন। আদালত সূত্রের খবর, ২০০৬ সালে তেহট্রের বড় নলদা গ্রামের বাসিন্দা হাসিনা বিবির সঙ্গে বিয়ে হয় কালীগঞ্জের হাজরাপোতা গ্রামের তাজন শেখের। বিয়ের পর থেকেই স্ত্রীর উপর নির্যাতন চালাত তাজন। যন্ত্রণা সহ্য করতে না পেরে ২০১১ সালে ২৫ ডিসেম্বর আত্মঘাতী হন হাসিনা বিবি (২০)। ওই দিনই মৃতার বাবা জামাইয়ের বিরুদ্ধে পুলিশে নালিশ জানান। ওই ঘটনায় আদালত এ দিন তাজন শেখের কারাদন্ডের নির্দেশ দেয়।
|
পুলিশ পাবলিক রিলেশন কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে জয়ী হল হরিহরপাড়া। ফল ১-০। রবিবার বিকেলে বেলডাঙা বড়ুয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে খেলে বেলডাহা থানা একাদশ ও হরিহরপাড়া থানা একাদশ। জয়ী দলের হাতে পদক তুলে দেন জেলা পুলিশ সুপার হুমায়ন কবীর। বেলডাঙার সম্রাট ঘোষ টুর্নামেন্টের সেরা নির্বাচিত হন। পুলিশ জানিয়েছে, ৬ এপ্রিল জেলা পর্যায়ের খেলা হবে কান্দিতে।
|
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। নাম সুভদ্রা সূত্রধর (৫০)। বাড়ি কৃষ্ণনগরের গোবরপোতা গ্রামে। পুলিশ জানায়, রবিবার রাতে পাশের গ্রাম থেকে কীর্তন শুনে প্রতিবেশী এক ব্যক্তির বাইকে চেপে বাড়ি ফিরছিলেন ওই মহিলা। গোবরাপোতা বাজার সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি একটি ছোটো গাড়িকে ধাক্কা মারে। গুরুতর জখম সুভদ্রাদেবীকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসা চলাকালীন সেখানেই তাঁর মৃত্যু হয়।
|
লরি চাপা পড়ে লক্ষীন্দর বিশ্বাস (৬৮) নামে এক প্রৌঢ়ার মৃত্যু হয়েছে। তিনি চাপড়ার বড় আন্দুলিয়া গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, সোমবার বেলা এগারোটা নাগাদ বাজার করে বাড়ি ফিরছিলেন। সেই সময় বড় আন্দুলিয়া বাজার সংলগ্ন এলাকায় কৃষ্ণনগরগামী ইট ভর্তি একটি লরির ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় ওই বৃদ্ধের।
|
লরির ধাক্কায় মৃত্যু হয়েছে এক বাইক আরোহীর। নাম ফিরদৌসি বিবি (৩৫)। বাড়ি রঘুনাথগঞ্জের বড়জুমলায়। পুলিশ জানায়, সোমবার দুপুরে আতাবুল শেখ তাঁর বৌ-ছেলেকে নিয়ে লালগোলায় যাচ্ছিলেন। গ্রাম পেরিয়ে পিচ রাস্তার ধরতেই একটি লরি বাইকটিকে ধাক্কা মারতেই মৃত্যু হয় ওই মহিলার।
|
পশ্চিমবঙ্গ আদালত কর্মচারী সমিতির পঞ্চম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল নদিয়ার রানাঘাট নজরুল মঞ্চে। শনিবার দুই দিনব্যপী এই সম্মেলনের উদ্বোধন করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি মুরারীপ্রসাদ শ্রীবাস্তব। বেতন বৈষম্য দূর করা, কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা সহ বিভিন্ন বিষয় নিয়ে সম্মেলনে আলোচনা হয়।
|
গম ঝাড়াই মেশিনে জড়িয়ে দয়াল দাস (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে সুতির ফতেপুর গ্রামের ঘটনা।
|
লরির ধাক্কায় রঘুনাথগঞ্জের গোপালনগরের অপূর্ব দাসের (৩৩) মৃত্যু হয়েছে। সোমবার সকালে উমরপুরের ঘটনা। |