কলকাতা বিশ্ববিদ্যালয় আয়োজিত আন্তঃ কলেজ কবাডি প্রতিযোগিতায় ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন হল শ্রীরামপুর কলেজ। মেয়েদের বিভাগে জয়ী সোনারপুর মহাবিদ্যালয়। সোম এবং মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের মাঠে ওই প্রতিযোগিতায় মোট ১০টি কলেজ যোগদান করে। ছাত্রীদের বিভাগে সেমিফাইনালে ধ্রুবচাঁদ হালদার কলেজকে হারায় কোন্নগরের নবগ্রাম হীরালাল পাল কলেজ। সোনারপুরের কলেজটি সরাসরি ফাইনাল খেলার সুযোগ পেয়েছিল। ফাইনালে তাদের সঙ্গে দাঁড়াতেই পারেননি নবগ্রামের মেয়েরা। সোনারপুরের (৫১) কাছে নবগ্রামের কলেজটি (৬) হারে ৪৫ পয়েন্টের বিশাল ব্যবধানে। পুরুষ বিভাগে প্রথম সেমিফাইনালে সুশীল কর কলেজকে হারায় শ্রীরামপুর কলেজ। দ্বিতীয় সেমিফাইনালে ধ্রুবচাঁদ হালদার কলেজ হারায় শ্যামপুর সিদ্ধেশ্বরী কলেজকে। ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই হয়। শেষে শ্রীরামপুর কলেজ ২ পয়েন্টে জেতে। ওই কলেজ ২৫ পয়েন্ট পায়। ধ্রুবচাঁদ হালদার কলেজের ছেলেরা পায় ২৩ পয়েন্ট। |
দু’টি নতুন এজলাসের উদ্বোধন হল শ্রীরামপুর মহকুমা আদালতে। সোমবার সকালে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জজ শঙ্কর কুমার প্রসাদ, হুগলি জেলা কনজিউমার ফোরামের সভাপতি নারায়ণচন্দ্র চক্রবর্তী। এ ছাড়াও উপস্থিত ছিলেন ওই আদালতের একাধিক বিচারপতি। এই দু’টি এজলাসের দাবি দীর্ঘদিনের বলে জানিয়েছেন আদালতের প্রবীণ আইনজীবীরা। উদ্বোধন হওয়া দু’টি কোর্টের একটি হল অতিরিক্ত জেলা দায়রা আদালত। |
এজলাসের উদ্বোধন। —নিজস্ব চিত্র। |
বালি ও বেলুড়ে সোমবার দু’টি অগ্নিকাণ্ড হয়েছে। প্রথমটি বালির মহাদেব জুটমিলের ছাঁট পাটের স্তূপে ও ব্রয়লার ঘরে ও দ্বিতীয়টি বেলুড় গুহ রোডের একটি ছাঁট লোহার কারখানায়। দু’টিতেই দমকলের তিনটি ইঞ্জিন গিয়েছে। শর্ট সার্কিট থেকেই আগুন বলে অনুমান দমকলের। |