টুকরো খবর
বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার দাবিতে অবরোধ
বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার দাবিতে সোমবার বিকেলে বেশ কিছুক্ষণ ইসমাইল রোড অবরোধ করলেন এলাকার বাসিন্দারা। তাঁদের অভিযোগ, প্রায় ৭২ ঘণ্টা ধরে ইসমাইল এলাকায় অস্বাভাবিক লোডশেডিং হচ্ছে, কোথাও আবার বিদ্যুৎ সরবরাহ একেবারেই বন্ধ। বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর পুলিশ গিয়ে অবরোধ তোলে। এ দিকে, আসানসোল শহর-সহ আশপাশের অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি স্বাভাবিক রাখার জন্য সোমবার আসানসোলে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন আসানসোলের অতিরিক্ত জেলাশাসক অন্তরা আচার্য। মহকুমার সর্বস্তরের আধিকারিকদের নিয়ে আয়োজিত এই বৈঠকের শেষে অতিরিক্ত জেলাশাসক জানান, শহরের ৯০ শতাংশ এলাকাতেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রয়েছে। যেসব এলাকায় কিছুটা সমস্যা রয়েছে, সেটুকু দ্রুত ঠিক করে নেওয়ার জন্য বিদ্যুৎ কর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন। বিদ্যুৎ পরিষেবা পুরোপুরি স্বাভাবিক রাখতে ডিভিসি ও ডিপিএসসি কর্তৃপক্ষের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রেখে সহায়তা নেওয়া হচ্ছে বলে জানান অন্তরাদেবী। তিনি আরও জানান, শনিবার বিকেলে আচমকা ঝড়ের তাণ্ডবে বার্নপুরের রিভারসাইড এলাকায় কয়েকটি বিদ্যুৎ পরিবাহী টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে এই বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে।

পরিস্রুত জলের দাবি জামুড়িয়ায়
নিয়মিত পরিস্রুত পানীয় জলের দাবিতে বিক্ষোভ দেখালেন জামুড়িয়ার বাইপাস মুসলিম মহল্লার বাসিন্দারা। সোমবার জামুড়িয়া বাইপাসে ঘন্টা দুয়েক রাস্তা অবরোধও করেন তাঁরা। পরে জামুড়িয়া পুরসভার বাস্তুকার উজ্জ্বল চট্টোপাধ্যায় ঘটনাস্থলে এসে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। বাসিন্দাদের অভিযোগ, জনস্বাস্থ্য কারিগরি দফতরের নলকূপে জল অনিয়মিত। তার উপর মাঝেমাঝেই নলকূপ বিকল হয়ে পড়ে। গরম পড়তেই জলের সঙ্কট তীব্র হতে শুরু করেছে বলে জানান তাঁরা। ইস্ট কেন্দা খনি আবাসন এলাকায় পাম্পহাউস থেকে সাত দিন আগে মোটর চুরি করেছিল দুষ্কৃতীরা। তার জেরে বেশ কয়েক দিন ধরেই জল সরবরাহ বন্ধ সেখানে। আবাসিকদের অভিযোগ, এখানে চুরি রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে। দুষ্কৃতীরা ধরা না পড়ায় তা আরও বাড়ছে বলেও অভিযোগ তাঁদের। কোলিয়ারি কর্তৃপক্ষ জানান, দ্রুত বিকল্প ব্যবস্থা করার চেষ্টা চলছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।

তৃণমূলে যোগ প্রাক্তন প্রধানের
কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন সালানপুর ব্লকের এথরা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সুভাষ পুইতুণ্ডি। সোমবার সকালে তৃণমূলের সালানপুর ও বারাবনি ব্লক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগ দেন তিনি। সুভাষবাবু জানান, যথাযোগ্য সম্মান না পাওয়াতেই তিনি পুরনো দল ছেড়েছেন। তবে সালানপুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তথা প্রদেশ কংগ্রেস সদস্য শ্যামল মজুমদারের দাবি, বেশ কিছুদিন ধরেই সুভাষবাবুর সঙ্গে দলের নেতা-কর্মীদের বিরোধ বেধেছিল। এ জন্য দল তাঁকে সতর্কও করেছিল। সালানপুর ব্লকের তৃণমূল নেতা পাপ্পু উপাধ্যায় জানান, তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় আগামী পঞ্চায়েত নির্বাচনে সালানপুরে তৃণমূল ভাল ফল করবে।

আবেদনপত্র নিয়ে বিক্ষোভ
হোম গার্ডের চাকরির আবেদনপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে সোমবার আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দফতরে বিক্ষোভ দেখালেন একদল যুবক। তাঁরা কিছুক্ষণ জিটি রোডও অবরোধ করেন। পুলিশ এসে জোর করে তাঁদের হটিয়ে দিয়ে অবরোধ তোলে। বিক্ষোভকারীদের অভিযোগ, ১ এপ্রিল হোমগার্ডের চাকরির আবেদনপত্র জমা দেওয়ার দিন ধার্য থাকলেও তাঁদের আবেদনপত্র জমা নেওয়া হয়নি। এ বিষয়ে আসানসোল-দুর্গাপুর কমিশনারেট সূত্রে জানা গিয়েছে, ডিজি হোমগার্ডের তরফে একটি বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবেদনপত্র গ্রহণের শেষ দিন ৩১ মার্চ। এর পরে আর কোনও আবেদনপত্র জমা নেওয়া হবে না। এর পরেও ওই যুবকেরা কীভাবে আবেদনপত্র এনেছেন, তা জানেন না কমিশনারেটের আধিকারিকেরা।

বন্ধ জল সরবরাহ
পাম্পহাউস থেকে সাত দিন আগে মোটর চুরি করেছিল দুষ্কৃতীরা। তার পর থেকেই জল সরবরাহ বন্ধ ইস্ট কেন্দা খনি আবাসন এলাকায়। আবাসিকদের অভিযোগ, দুষ্কৃতীরা ধরা না পড়ায় দিন দিন চুরির ঘটনা বাড়ছে এলাকায়। কোলিয়ারি কর্তৃপক্ষ জানান, দ্রুত বিকল্প ব্যবস্থা করার চেষ্টা চলছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।

শুরু গ্রামীণ যাত্রা প্রতিযোগিতা
জামগ্রাম গণসংস্কৃতি মঞ্চ আয়োজিত গ্রামীণ যাত্রা প্রতিযোগিতা শুরু হল সোমবার। চলবে শনিবার পর্যন্ত। নিয়ামতপুর, সালানপুর, জামুড়িয়া, অন্ডাল ও দুর্গাপুর থেকে পাঁচটি দল প্রতিযোগিতায় যোগ নিচ্ছে। প্রথম দিন মঞ্চস্থ হয়েছে ‘অচল পয়সা’ নাটকটি।

চিত্তরঞ্জনে অনুষ্ঠান
অন্ডালের চিত্তরঞ্জন ইন্সটিটিউশনে রবিবার একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করল কৃষ্ণশীস পত্রিকা। ছিলেন আকাশবাণীর নাট্যবিভাগের নির্দেশক আশিস গিরি, চিত্রকর শ্যামল জানা। এলাকার শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করেন। আয়োজক সংস্থার পক্ষে কুণালকান্তি গঙ্গোপাধ্যায় জানান, এলাকার শিল্পসংস্কৃতি মনস্কদের একত্রিত করতেই এই আয়োজন।

কর্মী সম্মেলন
সিপিএমের অজয় জোনাল কমিটির উদ্যোগে পঞ্চায়েত কর্মী সভা হল জামুড়িয়ার নজরুল শতবার্ষিকী ভবনে। ছিলেন দলের জেলা সম্পাদক অমল হালদার, আসানসোলের সাংসদ বংশগোপাল চৌধুরী, পাণ্ডবেশ্বরের বিধায়ক গৌরাঙ্গ চট্টোপাধ্যায় প্রমুখ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.