দুর্ঘটনায় জখম ১৫
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
নবদ্বীপ থেকে কৃষ্ণনগরগামী একটি মালবাহী গাড়ির ধাক্কায় ১৫ জন জখম হলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত ৮টা নাগাদ বিষ্ণুপুর-কৃষ্ণনগর রাজ্য সড়কের উপর ওই গাড়িটি বিষ্ণুপুরের কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ধাক্কা মারতে মারতে এগিয়ে যায়। জাহাঙ্গীরপুরের কাছে এসে গাড়িটি উল্টে যায়। বাসিন্দারা গাড়িটিকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পাঁচ জন পথচারীকে আশঙ্কাজনক অবস্থায় শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দশ জন বিষ্ণুপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটেছে। গাড়িটি আটক করা হলেও চালক পলাতক।
|
বরাদ্দ দশ মিনিট
নিজস্ব সংবাদদাতা • ডোমকল |
পরীক্ষা ছিল দুপুর ১টা থেকে ২টো। মুর্শিদাবাদের ইসলামপুরে এসেরপাড়া হাইস্কুলে ১টা ৫০ নাগাদ পৌঁছন বেশ কিছু পরীক্ষার্থী। তাঁদের প্রশ্নপত্র দেওয়া হয়। কিন্তু দশ মিনিটের মাথায় ঘড়ির কাঁটা ২টো ছুঁতেই উত্তরপত্র নিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। প্রতিবাদে স্কুলের সামনে ধর্নায় বসেন ওই পরীক্ষার্থীরা। কিন্তু ফের পরীক্ষা নেওয়ার ব্যাপারে কোনও আশ্বাস মেলেনি। শেষে সন্ধ্যায় ৬টার সময়ে বাড়ি ফিরে যান তাঁরা।
|
এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল পুলিশ। নাম নিতাই হাজরা (৫৫)। তিনি বহরমপুর থানা এলাকার বাসিন্দা। শনিবার রাতে কান্দির পুরন্দরপুর-রায়বাটী রাস্তার ধারে ওই ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। |