স্টেফিকে হারালেন সেরেনা
নিজস্ব প্রতিবেদন |
বালুকাবেলায়
কি বিসকেনের ক্র্যান্ডন পার্ক বিচে সেরেনা। মায়ামিতে খেতাব জেতার পর। ছবি: এএফপি |
মায়ামির সোনি ওপেন খেতাব সব থেকে বেশি বার জেতার রেকর্ডটা স্টেফি গ্রাফের কাছ থেকে কেড়ে নিলেন সেরেনা উইলিয়ামস! গতকাল ফাইনালে মারিয়া শারাপোভাকে তিন সেটের যুদ্ধে হারানোর আগে পর্যন্ত স্টেফি আর সেরেনার, দু’জনেরই পাঁচটি করে মায়ামি ওপেন ট্রফি ছিল। কিন্তু টেনিসের রুশ গ্ল্যামার রানিকে ৪-৬, ৬-৩, ৬-০ হারানোর পর সেরেনার ট্রফির সংখ্যাটা বেড়ে হয় ছয়। রেকর্ডটা ভাঙতে পেরে সেরেনা নিজেও দারুণ খুশি। বলেছেন, “উফ! অবশেষে আমার নামের পাশে কোনও একটা রেকর্ড বসল! আসলে বহু চেষ্টা করেও আমি মার্গারেট কোর্ট বা স্টেফির মতো চ্যাম্পিয়নদের কিছুতেই যেন ছুঁতে পারছি না। তাই এই রেকর্ডটা গড়ে আমি সত্যিই ভীষণ খুশি!” মায়ামিতে সব থেকে বেশি, ৫৯ ম্যাচ জেতার রেকর্ডটাও ছিল স্টেফির নামে। ৬১টা ম্যাচ জিতে সেই রেকর্ডও কেড়ে নিলেন সেরেনা।
|
ওয়ান ডে টিমে ব্রাত্য ইউনিস |
পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইউনিস খানের ওয়ান ডে কেরিয়ার প্রায় শেষ। ৩৫ বছর বয়সি ইউনিসকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সম্ভাব্য ৩০ জনে রাখেননি নির্বাচকরা। ডিসেম্বরে ভারত সফরে একটি হাফ সেঞ্চুরি ছাড়া ওয়ান ডে ফরম্যাটে গত ১২ মাসে আহামরি পারফরম্যান্স নেই ইউনিসের। দক্ষিণ আফ্রিকা সিরিজেও তিনি হতাশ করেন। ইউনিস ছাড়াও চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়েছেন অলরাউন্ডার আব্দুল রজ্জাক এবং উইকেটকিপার সরফরাজ আহমেদ।
|
সৈয়দ মুস্তাক আলি চ্যাম্পিয়ন গুজরাত |
আইপিএল সিক্স শুরুর দামামার মধ্যেই ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলি ট্রফি জিতল গুজরাত। রবিবার ফাইনালে পার্থিব পটেলের টিম ৬ উইকেটে হারায় পঞ্জাবকে। ইনদওরের হোলকার স্টেডিয়ামে পঞ্জাব টস জিতে গুজরাতের সামনে জয়ের জন্য ১২৩ রানের লক্ষ্য রাখে। ১৩ বল বাকি থাকতেই চার উইকেট হারিয়ে ১২৮ রান তুলে চ্যাম্পিয়ন পার্থিবরা। |