ইঁদুরকুলের কাশির আওয়াজ শুনলেন চিনের বিজ্ঞানীরা
সংবাদসংস্থা • নিউ ইয়র্ক |
সাপের হাঁচি বেদেয় চেনে। কিন্তু ইঁদুরের কাশি? আর কেউ না চিনলেও এখন অবশ্য তাকে চেনে চিনের গুয়াংঝৌ মেডিক্যাল কলেজের বিজ্ঞানীরা। সম্প্রতি ‘প্লস ওয়ান’ জার্নালে প্রকাশিত হয়েছে তাঁদের গবেষণাপত্র। একটা দু’টো নয়, এক সঙ্গে চল্লিশটি ইঁদুরকে প্রথমে এমন একটি পদার্থ দেন তাঁরা, যা গলায় গেলে মানুষও কাশতে শুরু করে। এর পরই শুরু হয় পরীক্ষা। ইঁদুরের ক্ষীণ আওয়াজ শুনতে বিশেষ ধরনের মাইক্রোফোন ব্যবহার করেন বিজ্ঞানীরা। একই সঙ্গে ইঁদুরগুলির শারীরিক পরিবর্তনের উপর নজর রাখার জন্য আর এক ধরনের যন্ত্রও ব্যবহার করা হয়। বিজ্ঞানীরা শোনেন, কাশি, হাঁচির আওয়াজ করছে ইঁদুরবাহিনী। এমনকী, কাশির সময় যে ধরনের শারীরিক পরিবর্তন দেখা যায়, নজরে এসেছে সে পরিবর্তনও। সব মিলিয়ে তাদের ধারণা, মানুষের মতো কাশে ইঁদুরও। এমনকী কাফ সিরাপে তাদেরও কাশি কমছে। এখন তাই আশা, ভবিষ্যতে মানুষের কাশি কমাতে বিভিন্ন ধরনের কাফ সিরাপের পরীক্ষামূলক ট্রায়ালে নির্দ্বিধায় ব্যবহার করা যেতে ইঁদুরকুলকে।
|
দিল্লির চিড়িয়াখানায় সাদা বাঘ। রবিবার। ছবি: পিটিআই
|
উদ্ধার সিংহের দেহ
সংবাদসংস্থা • ভদোদরা |
লড়াই করতে গিয়ে জখম হয়ে মারা গেল ৯ বছরের একটি সিংহ। বনদফতর সূত্রে খবর, শুক্রবার গির জঙ্গল থেকে উদ্ধার হয় ওই সিংহটির দেহ। জঙ্গলেই অন্যান্য সিংহদের সঙ্গে মারপিঠ করতে গিয়ে ভেঙে যায় ওই সিংহটির পাঁজর। আঘাত লাগে ঘাড়েও। যন্ত্রণায় ছটফট করতে করতে মারা যায় সিংহটি। ময়নাতদন্তেও তা প্রমাণিত হয়।
|
বাড়ি তৈরির কাজে গর্ত করা হয়েছিল। শনিবার এখানেই পড়ে যায় গরুটি।
দমকল কর্মীরা এসে উদ্ধার করে। কাটোয়া সার্কাস ময়দানে তোলা নিজস্ব চিত্র। |