মন্দিরে চুরি
নিজস্ব সংবাদদাতা • হাসনাবাদ |
ফের মন্দিরে চুরির ঘটনা ঘটল হাসনাবাদের শুলকুনি গ্রামে। শনিবার রাতে ওই চুরি হয়। রবিবার সকালে দেখা যায় মিন্দের দরজা ভাঙা। বিগ্রহের সমস্ত অলঙ্কার উধাও। মন্দির কর্তৃপক্ষের দাবি, টাকা-অলঙ্কার মিলিয়ে দুষ্কৃতীরা প্রায় ৭০ হাজার টাকা লুঠ করেছে। নিয়মিত টহলদারি সত্ত্বেও চুরির ঘটনা ঘটায় উদ্বিগ্ন পুলিশ।
|
প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা কেন্দ্র প্রস্তুত ছিল। ছিলেন পরিদর্শকেরাও। কিন্তু এলেন না কোনও পরীক্ষার্থী। ঘটনাটি হাওড়ার শ্যামপুরের গোবিন্দপুর নিত্যলাল স্মৃতি উচ্চ বালিকা বিদ্যালয়ের। স্কুল ও জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সূত্রে জানা গিয়েছে, ওই স্কুলে ৫০০ জনের পরীক্ষা দেওয়ার কথা ছিল। কিন্তু স্কুলে পাঠানো রোল নম্বরগুলি ছিল অস্তিত্বহীন। কারণ ব্যাঙ্ক থেকে সংশ্লিষ্ট নম্বরের ফর্মগুলি বিক্রিই হয়নি। একই সমস্যা হয় বাগনান হাইস্কুলে। সেখানে অবশ্য ৫০০ জন পরীক্ষার্থীর মধ্যে ৫০ জন এসেছিলেন। তিন জন অনুপস্থিত। বাকি রোল নম্বরগুলি অস্তিত্বহীন বলে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ সূত্রে জানা গিয়েছে। শ্যামপুর-২ বিডিও সুদীপ্ত সাঁতরা বলেন, “পরীক্ষার খাতা এবং প্রশ্নপত্র নিয়ে আমরা বেলা ২টো পর্যন্ত অপেক্ষা করেছি। কোনও পরীক্ষার্থী কেন এলেন না, বলতে পারব না।” যদিও রাজ্যের প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান মানিক ভট্টাচার্যের দাবি, “ব্যাঙ্কগুলি জমা পড়া আবেদনপত্রের ঠিক হিসেব না দেওয়াতেই এই সমস্যা।”
|
ফুরফুরা ও সীতাপুর দরবার শরিফের পীর আবুল ফারাহ সিদ্দিকী শনিবার গভীর রাতে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। সোমবার দুপুরে ফুরফুরা শরিফ সংলগ্ন সীতাপুর দরবার শরিফে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। |