বৃদ্ধের অপমৃত্যু
নিজস্ব সংবাদদাতা |
এক বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। রবিবার, রিজেন্ট পার্ক থানা এলাকায়। মৃতের নাম গৌতম বসু (৬০)। পুলিশ জানায়, একাই থাকতেন গৌতমবাবু। এ দিন দুপুরে তিনি খেতে বসেছিলেন। কিছুক্ষণ পরে তাঁর এক পরিচিত গিয়ে দেখেন, গৌতমবাবু অচৈতন্য হয়ে পড়ে আছেন। হাসপাতালে তাঁকে মৃত ঘোষণা করা হয়। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। এক পুলিশকর্তা জানান, গত বছর ওই বাড়িতেই একটি খুনের ঘটনা ঘটেছিল। গৌতমবাবু সেই ঘটনার অভিযোগকারী। |
তালা ভেঙে ফ্ল্যাটে ঢুকে কল চুরি করে পালাল এক দুষ্কৃতী। অভিযোগ, কয়েক হাজার টাকাও উধাও হয়েছে। রবিবার সকালে, পাটুলি থানার বৈষ্ণবঘাটা লেনের ঘটনা। পুলিশ জানায়, ফ্ল্যাটের বাসিন্দা অসিত সিংহ বাজারে গিয়েছিলেন। ফিরে দেখেন, সদর দরজার তালা ভাঙা। ফ্ল্যাটটি জলে ভরে আছে। ঘরের দু’টি আলমারি খোলা। অসিতবাবু পুলিশকে জানান, আলমারি থেকে ১৭ হাজার টাকা এবং কাঁসার কিছু বাসন চুরি গিয়েছে। সব ক’টি কলও খুলে নিয়ে গিয়েছে দুষ্কৃতী। |
বাসন্তী সড়কে কেন এত দুর্ঘটনা, পরিদর্শনে সিপি |
দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী হাইওয়ে পরিদর্শন করলেন কলকাতা পুলিশ কমিশনার সুরজিৎ পুরকায়স্থ। পরপর দূর্ঘটনা ঘটছে কেন, সেই বিষয়ে খোঁজ নেন তিনি। পুলিশি সূত্রের খবর, দোলের দিন কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকার কাঁটাতলায় বাসন্তী হাইওয়েতে দুর্ঘটনায় মারা যান কলকাতা পুরসভার ডেপুটি মেয়র ফরজনা আলমের স্বামী আব্দুল মোমিন। ডেপুটি মেয়রের অভিযোগের ভিত্তিতে খুনের মামলা দায়ের করে পুলিশ। শনিবার সকালে প্রগতি ময়দান থানার কয়লা ডিপো এলাকায় বাসন্তী হাইওয়ে থেকে একটি গাড়ি খালে পড়ে যাওয়ায় দু’জনের মৃত্যু হয়। পুলিশ কমিশনার দু’টি দুর্ঘটনাস্থলই পরিদর্শন করেন। পরে কথা বলেন তদন্তকারীদের সঙ্গে। ডেপুটি মেয়রের বাড়িতেও যান। |
প্রথম বার শহরে আসছেন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস। আজ, সোমবার রাতে তাঁর দিল্লি থেকে কলকাতায় আসার কথা। আগামিকাল, মঙ্গলবার সায়েন্স সিটিতে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে তাঁর সাম্প্রতিক অভিযান নিয়ে বক্তৃতা করবেন সুনীতা। পরে ছাত্রছাত্রীদের প্রশ্নের মুখোমুখিও হবেন তিনি। সায়েন্স সিটির এক মুখপাত্র জানান, মঙ্গলবার রাতেই সুনীতা মুম্বই পাড়ি দেবেন। সেখানে নেহরু সায়েন্স সেন্টারে তাঁর একটি বক্তৃতা রয়েছে। |
এক মহিলার শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হল এক ব্যক্তি। রবিবার দুপুরে ঘটনাটি ঘটে পার্ক স্ট্রিটের একটি দোকানের সামনে। ধৃতের নাম মহম্মদ মুনির। সে মত্ত অবস্থায় ছিল বলে জানায় পুলিশ। |