এখনও অচলাবস্থা কাটেনি বেস্কোয়
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বারুইপুরের বেস্কো (ফাউন্ড্রি ডিভিশন) কারখানায় অচলাবস্থা কাটল না। রবিবার আইএনটিটিইউসি নেতাদের সঙ্গে বৈঠকে সংস্থার কর্তারা জানিয়ে দেন, গোলমালে অভিযুক্ত ঠিকা-কর্মীদের না-সরালে ও স্বাভাবিক উৎপাদনের ব্যাপারে নিশ্চয়তা না-পেলে কারখানা চালু করবেন না তাঁরা। ঠিকা-কর্মীদের একাংশের বিক্ষোভকে কেন্দ্র করে অচলাবস্থা তৈরি হওয়ায় গত ১১ মার্চ থেকে কারখানায় সাসপেনশন অফ ওয়ার্ক ঘোষণা করেছেন সংস্থা কর্তৃপক্ষ। তাঁদের অভিযোগ, গোলমালের পিছনে মদত রয়েছে তৃণমূল সমর্থিত আইএনটিটিইউসি-র স্থানীয় নেতাদের একাংশের। সম্প্রতি শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গেও বৈঠক করেন সংস্থার কর্তারা। কারখানার কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনও এ নিয়ে স্থানীয় বিধায়ক বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ দাবি করে তাঁকে চিঠি দিয়েছেন। আইএনটিটিইউসি-র জেলা সভাপতি শুভশিস চক্রবর্তীর দাবি, মূল সমস্যা ক্যান্টিন এবং ন্যূনতম মজুরি সংক্রান্ত। যদিও সংস্থার কর্তা দেবপ্রিয় মিত্রের দাবি, মজুরির বিষয়টি নিয়ে মামলা চলছে। তিনি জানান, অভিযুক্ত কর্মী-নেতাদের নামের তালিকা তাঁরা জেলার নেতাদের কাছে শীঘ্রই জমা দেবেন। তবে তাঁদের দু’জনেরই দাবি, এ দিনের আলোচনা অনেকটাই ইতিবাচক হয়েছে। তাঁরা জানান, শীঘ্রই ফের বৈঠক হবে। রফাসূত্র মেলার ব্যাপারেও আশাবাদী তাঁরা।
|
বিশ্ব জুড়ে ব্যবহারের জ্যাক্সটার সিম কার্ড
সংবাদসংস্থা • মুম্বই |
বিশ্ব জুড়ে ব্যবহার করা যাবে একটি মাত্র সিম কার্ড। যা ভারতের বাজারে এনেছে সাবির ভাটিয়ার সংস্থা জ্যাক্সটার। নিয়মিত যাঁদের বিদেশে যেতে হয়, মূলত তাঁদের জন্যই এই ‘জ্যাক্সটার সিম কার্ড’ এনেছে সংস্থা। সংস্থার দাবি, এতে সাধারণ সিম কার্ডের তুলনায় ৮৫% কম খরচ পড়বে। এটি পাওয়া যাবে ৬০০ টাকায়।
|
রাজন ভারতী মিত্তল ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স ইন্ডিয়া-র প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছেন। তিনি ভারতী এন্টারপ্রাইজেসের ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর। এল কৃষ্ণকুমার আজ থেকে আগামী পাঁচ বছরের জন্য টাটা গ্লোবাল বেভারেজেসের এগজিকিউটিভ ডিরেক্টর হিসেবে দায়িত্বভার গ্রহণ করছেন। |