শহর জুড়ে ব্যাপক বিদ্যুৎ বিপর্যয়ের জেরে রবিবার সন্ধ্যা সাতটা থেকে একাধিক জায়গায় জি টি রোড-সহ বিভিন্ন রাস্তা অবরোধ করতে শুরু করেন বাসিন্দারা। রাত ১০টা পর্যন্তও অবরোধ ওঠেনি। পরিস্থিতি সামাল দিতে এডিসিপি (সেন্ট্রাল) সুরেশকুমারের নেতৃত্বে পুলিশের বিশালবাহিনী ঘটনাস্থলে নামে। সন্ধ্যা সাতটা নাগাদ চেলিডাঙা সংলগ্ন জিটি রোডে প্রথম অবরোধ শুরু হয়। তার পরে এস পি গড়াই রোড, মুর্গাশোল সংলগ্ন জি টি রোডে অবরোধ হয়। ব্যাপক যানজটে যান চলাচল বিপর্যস্ত হয়। রাত ১০টার পরে শহরের কিছু অংশে বিদ্যুৎ এসেছে বলে খবর। রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানির আসানসোল ডিভিশনাল কার্যালয় সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেলে ব্যাপক ঝড়ে শহরের বিভিন্ন এলাকায় বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়েছে। বিদ্যুৎ পরিবাহী তারে গাছ ভেঙে পড়ে বিদ্যুৎ বিপর্যয় হয়েছে। রবিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হলেও ফের বিপর্যয় শুরু হয়।
|
১০৯ তম বার্ষিক পুনর্মিলন উৎসব আয়োজিত হল শনিবার রানিগঞ্জে। হরশঙ্কর ভট্টাচার্য ইন্সটিটিউট অব টেকনোলজি অ্যান্ড মাইনিংয়ের এই পুনর্মিলন উৎসবে কমনীয় দাশগুপ্ত ভবনে প্রদীপ জ্বালিয়ে উৎসবের সূচনা করেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনার অজয় নন্দ। তিনি বলেন, “ভারতবর্ষের প্রাচীন এই কলেজের প্রাসঙ্গিকতা এবং প্রয়োজনীয়তা অপরিসীম। এই কলেজের আরও উন্নতি কামনা করি।” সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে পরিবেশিত হয় নৃত্য, গান, আবৃত্তি এবং নাটক। কলেজের তিনটি বিভাগের সেরা তিনজনকে সংবর্ধনা দেওয়া হয়।
|
পঞ্চায়েত রাজ সম্মেলন আয়োজিত হল রবিবার জামুড়িয়ার শ্যামলা গ্রাম পঞ্চায়েতের খোট্টাডিহি গ্রামে। জামুড়িয়া ব্লক ২ তৃণমূল কমিটির এই সভায় দলের জেলা সভাপতি অপূর্ব মুখোপাধ্যায়, দলের সংখ্যালঘু সেলের জেলা সভাপতি আবু কনেন-সহ অনেকে বক্তব্য রাখেন। অপূর্ববাবু দলের কর্মীদের জানান, দলের ব্লক সভাপতি তাপস চক্রবর্তী জানান, সম্মেলনে ১০০০ প্রতিনিধি যোগ দিয়েছিলেন। তিনি জানান, কীভাবে স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থী দাঁড় করিয়ে বিরোধীশূন্য পঞ্চায়েত গঠন করা যায়, সেটাই তাঁদের লক্ষ্য। এ দিনই জামুড়িয়ার বোরিংডাঙ্গা গাঁধী ভবনে কংগ্রেসের জামুড়িয়া ব্লক ১ কমিটির পঞ্চায়েত রাজ সম্মেলন হয়। দলের ব্লক সভাপতি আব্দুল বারিক জানান, তাঁদের ব্লকের অধীন জামুড়িয়ায় দু’টি গ্রাম পঞ্চায়েত। সেগুলি হল চুরুলিয়া এবং মদনতোড় গ্রাম পঞ্চায়েতের শাসক দল ও বিরোধী দল সিপিএমের ‘সন্ত্রাস’কে উপেক্ষা করে প্রার্থী দাঁড় করানোই তাঁদের কাছে চ্যালেঞ্জ।
|
কয়লা চুরি আটকাতে যে চারটি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছিল মাস খানেক আগে, শুক্রবার তার একটি নিয়ে পালাল দুষ্কৃতীরা। জেকে নগর কোলিয়ারির নর্থব্রুক সেন্ট্রাল সাইডিংয়ের ঘটনা। কর্মরত দু’জন নিরাপত্তারক্ষীকে সাসপেন্ড করা হয়েছে। |