টুকরো খবর
শ্লীলতাহানির প্রতিবাদ, হাঁসুয়ার কোপ যুবককে
বোন ও বোনের বান্ধবীকে জোর করে রং দিয়ে শ্লীলতাহানির চেষ্টার প্রতিবাদ করায় এক যুবককে হাঁসুয়া দিয়ে কোপানোর অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর শহরের ১৮ নম্বর ওয়ার্ডের নিয়তিপাড়া এলাকার ঘটনা। পুলিশ জানায়, জখম যুবকের নাম গোপাল মালো। তাঁকে প্রথমে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সেখান থেকে শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, “অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের জন্য আইসিকে বলা হয়েছে।” ঘটনার রাতে গোপালবাবুর মা জলি দেবী এলাকার ১২ জনের বিরুদ্ধে তাঁর মেয়ে, মেয়ের বান্ধবীর শ্লীলতাহানির চেষ্টা এবং ছেলের উপরে অস্ত্র নিয়ে হামলার অভিযোগ দায়ের করেন। তিনি বলেন, “দোলের পরের দিন এলাকার কিছু যুবক মদ্যপ অবস্থায় রাস্তায় মেয়েদের ধরে জোর করে রং দিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে। প্রতিবাদ জানালে ছেলের উপরে হামলা চলে।” তাঁর অভিযোগ, হামলাকারীরা তৃণমূলের সমর্থক। যদিও স্থানীয় তৃণমূল নেতা অঞ্জন চক্রবর্তী অভিযোগ অস্বীকার করে বলেন, “মদ খেয়ে প্রতিবেশী দু’পক্ষের মধ্যে গোলমাল হয়। এর মধ্যে রাজনীতি নেই। দু’পক্ষই থানায় অভিযোগ করেছে।” গঙ্গারামপুর থানার পুলিশ জানায়, মদ খেয়ে দু’পক্ষের মারামারিতে দু’জন জখম হয়। এক জনকে শিলিগুড়িতে অন্য জনকে গঙ্গারামপুর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দুই তরফের অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে।

দলে ভর্ৎসনা নেতাকে
পঞ্চায়েত নির্বাচনে বিরোধী দলের প্রার্থীকে সামাজিক বয়কটের ডাক দিয়ে দলেই ভর্ৎসনার মুখে পড়লেন তৃণমূলের প্রদেশ সাধারণ সম্পাদক আবদুল জলিল আহমেদ। শনিবার কোচবিহারের তুফানগঞ্জ-১ ব্লক কমিটির সম্মেলন উপলক্ষে চিলাখানা-২ পঞ্চায়েত লাগোয়া মাঠে আয়োজিত সভায় বক্তব্য রাখেন ওই নেতা। তিনি বলেন, “আমাদের উপর অনেক অত্যাচার হয়েছে। সিপিএমের ওই অত্যাচারের কথা ভোলা যায় না, তবু আমরা ওদের পাহারা দিয়ে রেখেছি। কিন্তু তাই বলে কেউ যেন ভোটে দাঁড়াতে না চান। যারা প্রার্থী হবেন তাদের সামাজিক বয়কট করা হবে। আমরা বিনা প্রতিদ্বন্দ্বীতায় জিততে চাই।” এর পরেই দলীয় কর্মীদের উদ্দেশে তিনি বলেন, “যদি কেউ বিনা প্রতিদ্বন্দ্বীতায় জেতেন তা হলে বকশিস দেওয়া হবে।” আবদুল জলিল আহমেদের ওই বক্তব্যে কর্মীদের একাংশের মধ্যে হাততালির রোল উঠলেও উপস্থিত মন্ত্রী-সহ দলের অন্য নেতারা চরম অস্বস্তিতে। পরিস্থিতির জেরে সংবাদমাধ্যমের কাছে ওই মন্তব্যের জন্য আবদুল জলিল আহমেদকে ভর্ৎসনা করেন বনমন্ত্রী হিতেন বর্মন, কৃষি প্রতিমন্ত্রী বেচারাম মান্না, তৃণমূল জেলা সভাপতি তথা পরিষদীয় সচিব রবীন্দ্রনাথ ঘোষ। বনমন্ত্রী বলেন, “গণতান্ত্রিক কাঠামোয় এই ধরণের বক্তব্য রাখা ঠিক নয়।” ওই বক্তব্য সমর্থন করেন কি না জানতে চাওয়া হলে রাজ্যের কৃষি প্রতিমন্ত্রী বলেন, “সিপিএমের লাগামহীন অত্যাচার প্রসঙ্গে আবেগতাড়িত হয়ে উনি এমন মন্তব্য করেছেন।” রবীন্দ্রনাথবাবু বলেন, “ওই বক্তব্য দলের নয়। ব্যক্তিগত ভাবে অত্যাচারিত হয়েছেন। আবেগ থেকেই উনি এমনটা বলেছেন।” সিপিএমের কোচবিহার জেলা সম্পাদকমন্ডলীর সদস্য অনন্ত রায় বলেন, “কোচবিহার-সহ গোটা রাজ্যে গণতন্ত্র বিপন্ন হয়ে পড়েছে তা ওই ফতোয়ায় ফের স্পষ্ট।”

জমি হাতানোর চেষ্টা, গ্রেফতার
ভাইপোকে মৃত দেখিয়ে সম্পত্তি হাতানোর ঘটনায় কাকাকে মদত দেওয়ার অভিযোগ উঠল পঞ্চায়েতের সিপিএম সমর্থিত নির্দল প্রধান এবং উপপ্রধানের বিরুদ্ধে। শনিবার অভিযুক্ত কাকা নীলকান্ত সরকারকে পুলিশ গ্রেফতার করেছে। আলিপুরদুয়ারের অতিরিক্ত পুলিশ সুপার আকাশ মেঘারিয়া বলেন, “একজনকে গ্রেফতার করা হয়েছে। ওই ঘটনায় আলিপুরদুয়ার-১ ব্লকের পোরোরপাড় পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে ধৃতকে মদত দেওয়ার অভিযোগ উঠেছে। তাঁদের খোঁজ চলছে।” পুলিশের দাবি, অভিযুক্ত প্রধান ও উপপ্রধানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যদিও পোরোরপাড় এলাকার বাড়িতে বসে এ দিন অভিযুক্ত পঞ্চায়েত প্রধান রঞ্জন রায় বলেন, “উপপ্রধানের সুপারিশের ভিত্তিতে শংসাপত্র দিয়েছি। স্থানীয় পঞ্চায়েত কর্মীদের বিষয়টি খতিয়ে দেখে সুপারিশ করার নিয়ম। এ ক্ষেত্রে আমার কিছু করার নেই।”

চিলৌনিতে সভা করল তৃণমূল
যে এলাকাকে গোর্খা জনমুক্তি মোর্চা নিজেদের শক্ত ঘাঁটি বলে দাবি করে, সেই ডুয়ার্সের চিলৌনিতে সভা করল তৃণমূল। শনিবার সদ্য তৃণমূলে আসা কালচিনির নির্দল বিধায়ক উইলসন চম্পামারির নেতৃত্বে ওই এলাকায় সভা হয়। বিধায়ক বলেন, “যতদূর জানি, সোমবার তরাই-ডুয়ার্স উন্নয়ন পর্ষদ গঠনের কতা সরকারি ভাবে ঘোষণা হতে পারে। ওই পর্ষদকে সামনে রেখে দু’টি এলাকার উন্নয়ন করব।” প্রসঙ্গত, ওই চিলৌনি এলাকাকে জিটিএ-এর আওতায় আনার পক্ষে মত দিয়েছিল অবসরপ্রাপ্ত বিচারপতি শ্যামল সেনের নেতৃত্বাধীন কমিটি। ওই সভায় উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি চন্দন ভৌমিক সহ মোর্চা থেকে তৃণমূলে আসা পদম লামা, রাজু সাইরাও উপস্থিত ছিলেন। এ দিকে, এ দিনই রাঁচিতে রওনা হয়েছে মোর্চা নেতা রোশন গিরির নেতৃত্বে এক প্রতিনিধি দল। উদ্দেশ্য, আসন্ন পঞ্চায়েত ভোটে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সঙ্গে সমঝোতা করা।

কনস্টেবলকে মারধরের নালিশ
তল্লাশি চালানোর জেরে আবগারি দফতরের এক কনস্টেবলকে রড দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে এক বেআইনি মদ ব্যবসায়ীর বিরুদ্ধে। শুক্রবার রাতে ইংরেজবাজার থানার মালদহের কৃষ্ণকালীতলার ঘটনা। গুরুতর জখম কনস্টেবলের নাম রণজিৎ সরকার। তাঁকে প্রথমে মালদহ মেডিক্যাল কলেজ ও পরে কলকাতায় পাঠানো হয়েছে। ওই ঘটনায় অভিযুক্ত নাড়ু চৌধুরী ও তাঁর শাগরেদরা পলাতক বলে পুলিশের দাবি। আবগারি দফতরের সুপার তুহিনময় ছাটুইয়ের অভিযোগ, “শুক্রবার মালদহের মালঞ্চপল্লি রেলগেটের সামনে তল্লাশি হয়। নাড়ু চৌধুরীর বাড়ি থেকে প্রচুর জাল মদ উদ্ধার হয়। রাতে নাড়ু এবং কয়েকজন ওই কনস্টেবলকে পিটিয়ে মারার চেষ্টা করে।” এ দিকে, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে না পারায় আবগারি দফতরে ক্ষোভ দেখা দিয়েছে। মালদহের পুলিশ সুপার কল্যাণ মুখোপাধ্যায় বলেন, “মামলা রুজু হয়েছে। অভিযুক্তদের ধরতে তল্লাশি চলছে।”

বিপদ মোকাবিলায় ন্যাফের প্রশিক্ষণ
কেউ মার্চ মাস শেষের হিসেবে ব্যস্ত। কেউ সারা বছর ফাইলেই ব্যস্ত থাকেন। আবার কারও ঘাড়ে রয়েছে প্রশাসনিক দায়ভার। কিন্তু তার মধ্যেই রয়েছে অন্য রকম কিছু করার নেশা। তাই কাজের ফাঁকে বিপদ মোকাবিলা করার প্রশিক্ষণ নিয়ে রাখলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ইউজিসি কাউন্সিলের সদস্যরা। হিমালয়ান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের (ন্যাফ) সহযোগিতায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় চত্বরে শনিবার অনুষ্ঠিত হল আপৎকালীন অবস্থায় বাঁচার প্রশিক্ষণ। দড়িতে ঝুলে, দেওয়ালে চড়ে নিলেন নানা রকম প্রশিক্ষণ। সারা বছর সিঁড়ি দিয়ে উঠতেই যাদের হাঁফ ধরে যায় এদিন তারাই অনায়াসে অ্যাডেভঞ্চারের নেশায় ভর করে টপকে গেলেন খাড়া দেওয়াল। ইউজিসির অ্যাকাডেমিক স্টাফদের সহ নির্দেশক বিকাশ পাল বলেন, “তাই বিপদে পড়লে নিজে বাঁচার পাশাপাশি অন্যকেও বাঁচানোর একটা উপায় খুঁজে পাওয়া যাবে।”

সুষ্ঠু পরিষেবা মিলছে না
পানীয় জল সরবরাহ থেকে সাফাই বিভিন্ন ক্ষেত্রেই সুষ্ঠু পুর পরিষেবা মিলছে না বলে অভিযোগ তুললেন বিরোধীরা। শনিবার এ ব্যাপারে বিভিন্ন অভিযোগ নিয়ে শিলিগুড়ি পুরসভার মেয়রের দ্বারস্থ হন বাম কাউন্সিলররা। বিরোধী দলনেতা মুন্সি নুরুল ইসলামের অভিযোগ, সময় মতো পানীয় জল সরবরাহ হচ্ছে না। ওয়ার্ডগুলিতে, মশার উপদ্রব। সন্ধ্যে হলে বসার উপায় থাকে না। সময়মত পরিষ্কার করা হচ্ছে না শহরের জঞ্জাল। মেয়র গঙ্গোত্রী দত্ত সমস্যা খতিয়ে দেখার আশ্বাস দেন। পুর পরিষেবার কাজে যাতে ব্যহত না হয় সে জন্য পুর কমিশনারের হস্তক্ষেপ দাবি করেন তৃণমূলের কাউন্সিলররা। তাঁরা জানান, বোর্ড মিটিং-এ পাশ হওয়া কাজগুলি যেন আটকে না থাকে। কমিশনারকে তা জানানো হয়েছে বলে দাবি তৃণমূল কাউন্সিলর কৃষ্ণ পালের।

ভেঙে পড়ল বহুতলের অংশ
নির্মীয়মাণ একটি বহুতলের দোতলার কার্নিসের অংশ ভেঙে পড়ল। শনিবার শিলিগুড়ি পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডে প্রীতিলতা রোডে ঘটনাটি ঘটেছে। মাস দুয়েক আগেই পাশের একটি বহুতলের তিন তলা এবং দোতলার বারান্দার অংশ ভেঙে পড়েছিল। সেই সময় ডেপুটি মেয়র রঞ্জন শীলশর্মা গিয়ে নির্মাণ কাজ আটকে দেন। এ দিন অপর একটি নির্মীয়মাণ বাড়ির দোতলার জানলার কার্নিস ভেঙে পড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এলাকার বাসিন্দাদের কয়েকজন। তাঁরা জানান, তিন মাসের মধ্যেই পাঁচ তলা ওই বহুতলের ছাদ একের পর এক ঢালাই হয়েছে। এ ধরনের বহুতলের নির্মাণ কাজ ঠিক মতো হচ্ছে কি না পুরসভার তরফে নজরদারি করা দরকার। না হলে ভবিষ্যতে বড় ধরনের বিপদ হতে পারে। মেয়র গঙ্গোত্রী দত্ত বলেন, “বিষয়টি গুরুত্ব দিয়ে তা দেখা হচ্ছে। কী ভাবে ওই অংশ ভেঙে পড়ল তা খতিয়ে দেখা হবে।”

বধূহত্যা, ধৃত
স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগে স্বামীকে গ্রেফতার করল স্বামী। শনিবার সকালে শিলিগুড়ির সেবক মোড়ের কাছে একটি নার্সিংহোমে তাঁর মৃত্যু হয়। পুলিশ জানায়, গুড্ডি সিংহ (২২)। ধৃতের নাম কনক দাস। তাদের বাড়ি দেশবন্ধুপাড়ায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ছয় মাস আগে গুড্ডির সঙ্গে কনকের বিয়ে হয়। দাবি মেনে পাত্রপক্ষকে কর দেওয়া হয় বলেও মৃতার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তার পরেও গুড্ডির উপরে অত্যচার করা হত। গত ২৩ মার্চ নিজের বাড়িতেই অগ্নিদগ্ধ হন গুড্ডি। এর পরেই তাঁকে সেবক রোডের ওই নার্সিংহোমে ভর্তি করানো হয়। এদিন তাঁর মৃত্যুর পর গুড্ডির বাবা মোহন সিংহ শিলিগুড়ি থানায় অভিযোগ দায়ের করেন। কনকবাবুকে গ্রেফতার করা হয়। ধৃত অভিযোগ অস্বীকার করেছেন।

টাওয়ার ভেঙে মৃত ৪
ভিন রাজ্যে কাজে গিয়ে টাওয়ার ভেঙে পড়ে মারা গেলেন মালদহের চারজন দিনমজুর। শনিবার তাঁদের কফিনবন্দি দেহ পৌঁছতে শোকের ছায়া নেমে আসে মিল্কি ও সংলগ্ন এলাকায়। পুলিশ জানায়, মৃতদের নাম রিন্টু শেখ (২৮), ইজরাইল মোমিন (২২), মোক্তার মোমিন (২১) এবং শরিফুল শেখ (২৬)। তিনমাস আগে ইংরেজবাজারের মিল্কি, শোভানগর, নঘরিয়ার অন্তত ৩০ জন দিনমজুর টাওয়ার তৈরির কাজে হরিয়ানার গুরগাঁওয়ে গিয়েছিলেন। বৃহস্পতিবার দুপুরে টাওয়ার ভেঙে পড়ে তাঁদের মধ্যে চার জনের মৃত্যু হয়।

দুই বালকের মৃত্যু
গর্তে নেমে মাছ ধরতে গিয়ে মাটি চাপা পড়ে দুই বালকের মৃত্যু হয়েছে। ঘটনাটি শনিবার উত্তর দিনাজপুরের হেমতাবাদের শেখপুরার। মৃতদের নাম উত্তম (১২) ও রাজীব বর্মন (১৩)। উত্তম স্থানীয় ভরতপুর হাইস্কুলের পঞ্চম শ্রেণি এবং রাজীব ষষ্ঠ শ্রেণির ছাত্র। প্রথমে গ্রামবাসীরা কোদাল দিয়ে মাটি তুলে দুই বালককে উদ্ধারের চেষ্টা করেন। পরে একটি ঠিকাদার সংস্থার জেসিপি মেশিনের সাহায্যে দেহ দু’টি উদ্ধার করা হয়।

ব্যবসার জলে কর
ব্যবসার স্বার্থে পুরসভার জল ব্যবহারের উপর কর বসাল জলপাইগুড়ি পুরসভা। শনিবার পুরসভায় আগামী আর্থিক বছরের বাজেট পেশ করেন পুর চেয়ারম্যান মোহন বসু। তিনি বলেন, “শহরে কমার্শিয়াল হাউসিং চালু হয়েছে। বহুতল বাড়ি এবং মার্কেট কমপ্লেক্সের জন্যে পুরসভাকে অতিরিক্ত পরিষেবা দিতে হচ্ছে। সবদিক ভেবে জলকর বৃদ্ধি করে পরিষেবা কর ধার্য করা হয়েছে। কেবলমাত্র বাণিজ্যিক ভাবে যারা পুরসভার জল ব্যাবহার করছে তাদের ক্ষেত্রে এই কর প্রযোজ্য।”

ফি-বৃদ্ধি, অভিযোগ
মাটিগাড়ার একটি ইংরেজি মাধ্যম স্কুলের ফি বৃদ্ধি নিয়ে মহকুমাশাসকের কাছে অভিযোগ জানাল অভিভাবক মঞ্চ। শনিবার মহকুমাশাসকের বাংলোর অফিসে গিয়ে অভিযোগপত্র দেন তারা। শহরের বাইরে আছেন মহকুমাশাসক। তাঁর দফতর থেকে জানানো হয়েছে, ফিরলে বিষয়টি তাঁকে জানানো হবে।

উচ্ছেদ অভিযান
নেপাল যাওয়ার রাস্তায় যানজট কমাতে উচ্ছেদ অভিযান চালাল পুলিশ। শনিবার সকাল থেকে পানিট্যাঙ্কিতে ওই অভিযান চলে। দার্জিলিং ট্রাফিক পুলিশ জানায়, যে সব দোকানের অংশ রাস্তায় চলে এসেছিল সেগুলি ভেঙে দেওয়া হয়েছে।

ভস্মীভূত ৭০টি বাড়ি
আগুনে পুড়ে ছাই হয়েছে ৭০টি বাড়ি। শুক্রবার রাতে ইসলামপুর থানার গোবিন্দপুর পঞ্চায়েতের রাজুবস্তি গোয়াবাড়ি এলাকায় আগুন লাগে। দমকলের দু’টি ইঞ্জিন প্রায় তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। জ্বলতে থাকা জঞ্জালের স্তুপ থেকে ওই আগুন ছড়িয়েছে বলে দমকলকর্মীদের সন্দেহ। ইসলামপুরের মহকুমাশাসক সমনজিৎ সেনগুপ্ত বলেন, “ঘটনাস্থলে ত্রাণসামগ্রী পাঠানো হয়েছে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.