ফুটবল অ্যাকাডেমি গড়তে চলেছে রাজ্য
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
আবাসিক ফুটবল অ্যাকাডেমি গড়ছে রাজ্য ক্রীড়া পর্ষদ। বাংলা নববর্ষের প্রথম দিন যুবভারতীতে উদ্বোধন হবে অ্যাকাডেমির। কোচ হিসাবে থাকছেন গৌতম সরকার। সহকারী কোচ নিমাই গোস্বামী। টেকনিক্যাল অ্যাডভাইসার হিসাবে চার নামী ফুটবলারকে রাখা হয়েছে কমিটিতে। এঁরা হলেন সমরেশ চৌধুরী, প্রসূন বন্দ্যোপাধ্যায়, সুধীর কর্মকার এবং শ্যাম থাপা। ক্রীড়ামন্ত্রী মদন মিত্র শনিবার জানান, কোচ এবং টেকনিক্যাল কমিটিই ফুটবলার বাছবে। অনূর্ধ্ব ১৩ এবং ১৫ ফুটবলারদের স্পোর্টস কাউন্সিলে নাম নথিভুক্ত করতে হবে ৯ এপ্রিলের মধ্যে। ক্রীড়ামন্ত্রী বলেন, “৩০ থেকে ৫০ জন ফুটবলার বেছে নিয়ে তাদের নিয়ে টিম তৈরি হবে। থাকা-খাওয়া ছাড়াও প্রত্যেককে মাসিক ভাতা দেওয়া হবে। অ্যাকাডেমির ছেলেরা ছ’মাস বাদে খেলবে আই এফ এ-র টুর্নামেন্টে।” |
|
|
|
|
অ্যাকাডেমির চাবি যাঁদের হাতে: গৌতম-সুধীর-শ্যাম-সমরেশ |
|
এ দিন-ই অ্যাকাডেমি নিয়ে টেকনিক্যাল কমিটির সদস্যদের সঙ্গে আলোচনায় বসেছিলেন ক্রীড়ামন্ত্রী। আলোচনা সেরে বেরিয়ে যাওয়ার সময় কমিটির অন্যতম সদস্য সমরেশ চৌধুরী বলছিলেন, “রাজ্য সরকারের বড় উদ্যোগ। শুনলাম আমাদের মুখ্যমন্ত্রী এই অ্যাকাডেমি গড়তে প্রচণ্ড আগ্রহী। আমরা চাই টি এফ এ-র মতো এখান থেকেও ভাল ফুটবলার বের হোক।” তবে জানা গিয়েছে, শুধুমাত্র বাংলার প্রতিশ্রুতিমান ছেলেদেরই এখানে নেওয়া হবে। টি এফ এ-র মতো অন্য রাজ্যের ফুটবলারদের নেওয়া হবে না।
|
রেকর্ডের দিকে ম্যাঞ্চেস্টার
সংবাদসংস্থা • লন্ডন |
গত মরসুমে লিগের শেষ ম্যাচে ইংলিশ প্রিমিয়ার লিগ হাতছাড়া হয়েছিল যে মাঠে, তার পরে এই প্রথম সান্ডারল্যান্ডের মাঠে খেলতে গেল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। এবং সান্ডারল্যান্ডকে ১-০ হারিয়ে নিজেদের কুড়ি নম্বর খেতাবের দিকেই শুধু এগিয়ে গেল না, সবচেয়ে বেশি পয়েন্ট নিয়ে লিগ জেতার রেকর্ডও এখন তাদের ধরাছোঁয়ার মধ্যে। ২০০৪-’০৫ মরসুমে ৯৫ পয়েন্ট নিয়ে লিগ জিতে রেকর্ড করে চেলসি। স্যর অ্যালেক্স ফার্গুসনের টিম এখন ৭৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে। এ দিন ২৪ মিনিটে আত্মঘাতী গোল করে ম্যাঞ্চেস্টারকে এগিয়ে দেন সান্ডারল্যান্ডের ব্র্যাম্বল। ইপিএলের অন্য ম্যাচে এ দিন বড় ব্যবধানে জিতল ম্যাঞ্চেস্টার সিটি ও আর্সেনাল। নিউকাসলকে ৪-০ হারাল লিগ টেবিলে দুইয়ে থাকা সিটি। রিডিংয়ের বিরুদ্ধে ৪-১ জিতল আর্সেনাল। অন্য দিকে, সাউদাম্পটনের কাছে ১-২ হেরে চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা পাওয়া অনিশ্চিত হয়ে গেল চেলসির।
|
বারাসতে তপন রায়চৌধুরী স্মৃতি চ্যালেঞ্জ ফুটবল শুরু রবিবার। টুর্নামেন্ট চলবে ৭ এপ্রিল পর্যন্ত। |