টুকরো খবর
এমপিপি-র স্বীকৃতি বাতিল
উত্তর-পূর্বের অন্যতম পুরনো আঞ্চলিক দল ও দু’দফায় মণিপুরে ক্ষমতায় আসা মণিপুর পিপ্ল্স পার্টি-র (এমপিপি) স্বীকৃতি বাতিল করে দিল নির্বাচন কমিশন। আঞ্চলিক রাজনৈতিক দল হিসেবে স্বীকৃত হওয়ার জন্য যে শর্তগুলি মানা আবশ্যিক, সেগুলি পূরণ করতে না পারায় নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত। ১৯৬৮ সালের ২৬ ডিসেম্বর এমপিপির জন্ম। ১৯৭৮ সালে প্রথম বার এমপিপি রাজ্যে সরকার গড়ে। এরপর, ১৯৯০ সালে আর কে রণবীরের নেতৃত্বে দ্বিতীয়বার সরকার গড়ে এমপিপি। কিন্তু ২০০৯ সালের লোকসভা নির্বাচন ও ২০১২ সালের বিধানসভা নির্বাচনের সময় নির্বাচন কমিশনের নিয়মবিধি না মানায় দলের কাছে একাধিক কারণ দর্শাবার নোটিশ পাঠায় কমিশন। এমপিপির তরফে তার কোনও জবাব দেওয়া হয়নি। সেই কারণে গত ২০ মার্চ নির্বাচন কমিশন এমপিপি-র স্বীকৃতি প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। সেই নোটিশ রাজ্য নির্বাচন কমিশনের হাতে এসে পৌঁছেছে। ঘটনার জন্য প্রাক্তন বিধায়ক তথা এমপিপি-র প্রাক্তন সভাপতি ওক্রাম জয় দলের বর্তমান নেতৃত্বকেই কাঠগড়ায় তুলেছে। বর্তমান বিধানসভায় এমপিপি-র একজনও সদস্য নেই। দলের তরফে বলা হয়েছে, ওঠা-নামা রাজনীতির অঙ্গ। এমপিপি ফের ঘুরে দাঁড়াবে।

গরু-ভেড়ার মতো ভোট দেন ভারতীয়রা: কাটজু
গরু-ভেড়ার মতো দল বেঁধে ভোট দেন ভারতের বেশির ভাগ মানুষ। ধর্ম, জাতের ভিত্তিতে ভোট হয় এ দেশে। তাই ভোট দিতে মোটেই আগ্রহী নন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান মার্কণ্ডেয় কাটজু। তাঁর মতে, ভারত পুরোপুরি গণতন্ত্র হয়ে উঠতে পারেনি। কারণ, জাঠ, মুসলিম, যাদব সম্প্রদায়ের নামে এ দেশে ভোট হয়। গরু-ভেড়ার মতো ভোট দিতে আগ্রহী নন কাটজু। সম্প্রতি মুম্বই বিস্ফোরণ মামলায় সঞ্জয় দত্তের জন্য রাষ্ট্রপতির কাছে ক্ষমাভিক্ষার আর্জি জানিয়েছেন কাটজু। তিনি জানান, প্রয়োজনে অন্য মামলায় অভিযুক্ত সইফ আলি খানের মতো সেলিব্রিটিদের জন্যও ক্ষমাভিক্ষার আর্জি জানাতে তাঁর আপত্তি নেই। তবে তার আগে ওই মামলাগুলি তাঁকে খতিয়ে দেখতে হবে।

যুদ্ধের হুমকি
দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুদ্ধে নামার হুমকি দিল উত্তর কোরিয়া। তবে বিষয়টিকে গুরুত্ব দিতে রাজি নয় দক্ষিণ কোরিয়া। তাদের মতে, উত্তেজনার পারদ আরও চড়ানোর চেষ্টা করছেন উত্তর কোরিয়ার একনায়ক কিম জং-উন। আমেরিকা-সহ পশ্চিমী দুনিয়ারও তাই মত। প্রকৃতপক্ষে ১৯৫০-এর দশকে কোরীয় যুদ্ধের পরে কখনওই সঠিক অর্থে শান্তি চুক্তি হয়নি। তাই দুই কোরিয়ার মধ্যে যুদ্ধও শেষ হয়নি। কেবল সংঘর্ষ বিরতি হয়নি। তবে নিশ্চিত হারের কথা মাথায় রেখেই উত্তর কোরিয়া যুদ্ধে নামবে না বলেই ধারণা অনেকের। দক্ষিণ কোরিয়ার সঙ্গে হাত মিলিয়ে একটি শিল্পাঞ্চল চালায় উত্তর কোরিয়া। সেই শিল্পাঞ্চলও বন্ধ করার হুমকি দিয়েছে তারা। তবে বন্ধুরাষ্ট্র দক্ষিণ কোরিয়া ও জাপানের কথা ভেবে উত্তর কোরিয়ার হুমকিকে উড়িয়ে দিতেও পারছে না আমেরিকা।

মোদীর প্রতি রাজ্যের অসৌজন্যের অভিযোগ
গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি রাজ্য সরকার অসৌজন্য দেখিয়েছে বলে অভিযোগ তুলল রাজ্য বিজেপি। ৯ এপ্রিল প্রস্তাবিত কলকাতা সফরে বণিকসভার সঙ্গে বৈঠকে এবং একটি দলীয় কর্মসূচিতে থাকার কথা মোদীর। বিজেপি-র রাজ্য সভাপতি রাহুল সিংহ শনিবার অভিযোগ করেন, মোদীর রাজনৈতিক সভার জন্য তাঁরা নেতাজি ইন্ডোর স্টেডিয়াম ভাড়া করার চেষ্টা করেছিলেন। কিন্তু রাজ্য সরকারের বাধায় তাঁরা তা করতে পারেননি। রাহুলবাবু জানান, ২০ মার্চ রাজ্যের ক্রীড়া দফতর এবং স্টেডিয়াম কর্মীরা তাঁদের জানান, ৯ এপ্রিল অন্য কারও বুকিং না থাকায় তাঁরা স্টেডিয়াম ভাড়া করতে পারবেন। অথচ, পরের দিন তাঁদের বলা হয়, একটি বেসরকারি সংস্থার বুকিং থাকায় বিজেপি-কে ওই দিন স্টেডিয়াম ভাড়া দেওয়া যাবে না। রাহুলবাবু বলেন, “এর পর মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে অনুরোধ করি, যাতে বেসরকারি সংস্থাটিকে অন্য দিন ওই স্টেডিয়াম ভাড়া দেওয়া হয়। কিন্তু মুখ্যমন্ত্রীর দফতর থেকে আমাদের দফতরে ফোন করে বলা হয়েছে, তা অসম্ভব।” রাহুলবাবু বলেন, “বাংলার যে সৌজন্যের রীতি আছে, রাজ্য সরকার তা ভুলে গিয়েছে।” অগত্যা তাই মহাজাতি সদনে মোদীর সভা হবে বলেও রাহুলবাবু জানান।

বিদুৎস্পৃষ্ট গৃহবধূ
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক গৃহবধূর। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে জামশেদপুরের বারিডিহিতে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম গীতারাণী কুন্ড। তাঁর স্বামী টাটা স্টিলের কর্মী। টাটা স্টিলের কোয়াটার্সেই তিনি থাকতেন। এ দিন সকালে তিনি স্নান করতে বাথরুমে যান। কোনও ভাবে জলের পাইপ লাইনের সঙ্গে বিদ্যুৎ সংযোগ হয়। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

মিলল ফেরানো পদক
ফিরিয়ে দেওয়া সম্মান অবশেষে গ্রহণ করলেন ২০০১ সালে সংসদ হানায় নিহত আট নিরাপত্তা রক্ষীর পরিবার। ২০০৬ সালে এই মরণোত্তর সম্মান তাঁদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়। আফজল গুরুর ফাঁসির দেরি হওয়ার প্রতিবাদে সেই পদক ফিরিয়ে দেন তাঁরা। গত মাসে আফজল গুরুর ফাঁসির পর শনিবার রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় নিহত নিরাপত্তা রক্ষীদের পরিবারের হাতে ফের সেই পদক তুলে দেন। এই অনুষ্ঠানে রাজীব গাঁধী এবং পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিয়ন্ত সিংহের হত্যাকারীদের ক্ষমা ভিক্ষা নিয়ে দ্রুত সিদ্ধান্ত ঘোষণা করার আবেদনও জানানো হয় রাষ্ট্রপতিকে।

জেলে লিয়াকত
ধৃত সন্দেহভাজন হিজবুল মুজাহিদিন জঙ্গি সৈয়দ লিয়াকত শাহকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল দিল্লির এক আদালত। লিয়াকত থাকবে তিহাড় জেলে। শনিবার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনোজ কুমার এই নির্দেশ দিয়েছেন। চলতি মাসেই দিল্লি পুলিশ গ্রেফতার করে লিয়াকতকে। পুলিশের দাবি, দোলের দিন রাজধানীতে বড়সড় হামলার ছক কষেছিল জঙ্গিরা।

নিগ্রহ তরুণীকে
প্রেমিকের সঙ্গে পালিয়ে বিয়ে করার অপরাধে প্রকাশ্যে অপদস্থ হতে হল ১৮ বছরের এক তরুণীকে। চুল কেটে গ্রামে ঘোরানো হল তাঁকে। তরুণীকে পালাতে সাহায্য করার অভিযোগে প্রহৃত হলেন তাঁর কাকাও। ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে চিখলার গ্রাম পঞ্চায়েতের ১৬ জন সদস্যের দিকে। অভিযুক্তদের বিরুদ্ধে বেতুল থানায় অভিযোগ দায়ের করেছে স্থানীয় পুলিশ। এখনও পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।

রাজা ভাইয়ার আত্মীয়কে জেরা
পুলিশ অফিসার জিয়া-উল হকের হত্যা মামলায় উত্তরপ্রদেশের প্রাক্তন মন্ত্রী রাজা ভাইয়ার ঘনিষ্ঠ আত্মীয় অক্ষয়প্রতাপ সিংহকে জেরা করল সিবিআই। ২ মার্চ বালিপুর গ্রামে নিহত হন জিয়া-উল হক-সহ তিন ব্যক্তি। হকের স্ত্রীর দাবি, রাজা ভাইয়া ওই ঘটনায় জড়িত। কয়েক দিনের মধ্যেই রাজা ভাইয়াকে জেরা করা হতে পারে বলে সিবিআই সূত্রে খবর।

আত্মঘাতী কর্তা
বিষ খেয়ে আত্মহত্যা করলেন ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেডের (ভেল) প্রাক্তন ডেপুটি জেনারেল ম্যানেজার এম পি অগ্রবাল। ভোপালের ঘটনা। পুলিশ জানিয়েছে, অগ্রবালের আত্মীয়েরা তাঁর সম্পত্তি দখলের চেষ্টা করছিলেন। তাই অবসাদগ্রস্ত হয়ে আত্মঘাতী হয়েছেন তিনি। একটি সুইসাইড নোটে এ কথা জানিয়ে গিয়েছেন অগ্রবাল।

চেনা কঠিন
সিসিটিভির ছবি অস্পষ্ট হওয়ায় সাব ইনস্পেক্টর সচিন সূর্যবংশীর উপর কোন কোন বিধায়ক চড়াও হয়েছিলেন তা বোঝা যাচ্ছে না, জানালেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী আর আর পাটিল। অভিযোগ, ১৯ মার্চ মহারাষ্ট্র বিধানসভা চত্বরে সূর্যবংশীকে কয়েক জন বিধায়ক মারধর করেন। এই ঘটনায় দুই বিধায়ককে গ্রেফতার করেছে পুলিশ। এখন তাঁরা জামিনে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.