বাসে পকেটমারি
নিজস্ব সংবাদদাতা |
চলন্ত বাসে পঞ্চাশ হাজার টাকা পকেটমারি হয়েছে বলে পুলিশে অভিযোগ দায়ের করেছেন এক ব্যবসায়ী। শনিবার, বড়বাজারের কলাকার স্ট্রিটের কাছে। পুলিশ জানায়, লিলুয়ার বাসিন্দা ওই ব্যবসায়ীর নাম বাবলি দাস। তিনি পুলিশকে জানিয়েছেন, এ দিন বড়বাজার আসার জন্য হাওড়া থেকে ৪৪ নম্বর রুটের একটি বাসে ওঠেন তিনি। তাঁর পকেটে পঞ্চাশ হাজার টাকা ছিল। ওই ব্যবসায়ীর দাবি, কলাকার স্ট্রিটের কাছে তিনি টাকা খোয়া যাওয়ার বিষয়টি বুঝতে পারেন। বড়বাজার থানায় অভিযোগ দায়ের করেন তিনি। |
টালিনালা থেকে শনিবার এক যুবকের পচগলা দেহ মিলল। পুলিশ জানায়, এ দিন দুপুরে কুমোরপাড়ার লোকজন মৃতদেহটি ভাসতে দেখে নিউ আলিপুর থানায় খবর দেন। যুবকের পরনে ছিল জিন্স এবং টি-শার্ট। ওই যুবকের মুখে রং মাখা ছিল। যা দেখে পুলিশের অনুমান, দোলের দিন অথবা তার পরে ওই যুবক মারা গিয়েছেন। গঙ্গায় ভাসতে ভাসতে জোয়ারের সময়ে দেহটি সম্ভবত টালিনালায় ঢুকে যায়। মৃতদেহটি ময়না-তদন্তে পাঠানো হয়েছে। |
প্রাথমিকে শিক্ষক নিয়োগের পরীক্ষার (টেট) জন্য আজ, রবিবার সকাল এগারোটা থেকেই মিলবে মেট্রো পরিষেবা। পনেরো মিনিট অন্তর চলবে ট্রেন। মেট্রোর ডেপুটি জেনারেল ম্যানেজার প্রত্যুষ ঘোষ জানান, প্রতি রবিবার দুপুর দু’টো থেকে মেট্রো চালানো হয়। পরীক্ষার্থীদের সুবিধার জন্য এই সপ্তাহে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। |
‘মনন ইন্ডিয়া ফাউন্ডেশন’ নামে একটি সংগঠন গড়ে কলকাতার কালিকাপুরে বৃদ্ধাবাস খুলতে চলেছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আপাতত সেখানে ২৫ জন বৃদ্ধবৃদ্ধাকে আশ্রয় দেওয়া হবে। শনিবার বর্ধমান সার্কিট হাউসে প্রসেনজিৎ জানান, মা রত্নাদেবীর নামে জেলায়-জেলায়
বৃদ্ধাবাস ‘ভালবাসার বাসা’ খুলবেন তিনি। পরে বৃদ্ধাবাসের সাহায্যকল্পে সংস্কৃতি লোকমঞ্চে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগও দেন। |