নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
টাকা তছরুপের অভিযোগে এক বেসরকারি অর্থলগ্নি সংস্থার দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার তাকে ইসলামপুর আদালতে তোলা হলে বিচারপতি তিন দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন। মঙ্গলবার রাতে উত্তর দিনাজপুরের করণদিঘির টুঙ্গিদিঘি থেকে পুলিশ তাকে ধরে। পুলিশ জানিয়েছে, উত্তর দিনাজপুরের চাকুলিয়ার শকুন্তলা এলাকার ওই ব্যক্তির বিরুদ্ধে কোম্পানি তথা ওই বিমা সংস্থার ৮০ লক্ষেরও অধিক টাকা তছরুপের অভিযোগ রয়েছে। সংস্থার শিলিগুড়ি আঞ্চলিক দফতরের পরিচালক নীলমণি সিংহ বলেন, “তিন জনের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ হয়েছে।” পুলিশ জানায়, ওই ঘটনায় জড়িত অভিযোগে আরও দু’জনকে খুঁজছে পুলিশ। তাদের একজন ধৃতের স্ত্রী। অপরজন সংস্থারই কর্মী। ধৃত ব্যক্তি সংস্থায় করণদিঘির টুঙ্গিদিঘি শাখার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ছিলেন। এলাকার গ্রাহকদের থেকে সংগৃহীত টাকা সরাসরি কোম্পানির বিমা খাতে যে পদ্ধতিতে জমা করার কথা তা না মেনে আত্মসাৎ করেছেন বলে অভিযোগ। এমনকী হিসাব চাইলেও তথ্য তিনি দিতে পারেননি।
|
অস্বাভাবিক মৃত্যু বিএসএফ জওয়ানের |
নিজস্ব সংবাদদাতা • হলদিবাড়ি |
অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক বিএসএফ জওয়ানের। বুধবার ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার দক্ষিণ বেরুবাড়ি এলাকায়। পুলিশ জানায়, মৃত বিএসএফ জওয়ানের নাম নিতিন দেশমুখ (২৭)। তাঁর বাড়ি মহারাষ্ট্রের সাঁতরা জেলার কাঁথাসারি গ্রামে। তিনি কর্তব্যরত অবস্থায় নিজের সার্ভিস রাইফেল দিয়ে গলায় গুলি চালিয়ে আত্মঘাতী হন বলে তদন্তে জানা গিয়েছে। তিনি দক্ষিণ বেরুবাড়ির সীমান্ত সংলগ্ন সাতকুড়া ক্যাম্পে কর্মরত ছিলেনয় গত বুধবার বিকালে ক্যাম্পেই তাঁর ডিউটি ছিল। বিকালে ক্যাম্পের অন্য জওয়ানেরা ভলিবল খেলছিলেন, সেই সময় তিনি গলায় গুলি চালান। তাঁকে জলপাইগুড়ি সদর হাসপাতালে নিয়ে আসলে সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। গত মঙ্গলবারই তিনি ছুটি থেকে কাজে যোগ দেন। জলপাইগুড়ির পুলিশ সুপার অমিত জাভালগি বলেন, “দেহের ময়নাতদন্তের করা হচ্ছে। কী কারণে তিনি আত্মঘাতী হয়েছেন তা তদন্ত করে দেখা হচ্ছে।”
|
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
ট্রেন ঢোকার সময় লেভেল ক্রসিংয়ের গেট বন্ধ না করার অভিযোগে আলিপুরদুয়ার-বামনহাট প্যাসেঞ্জার ট্রেন আটকে বিক্ষোভ দেখালেন ক্ষুব্ধ বাসিন্দারা। বৃহস্পতিবার কোচবিহার কোতোয়ালি থানার দেওয়ানহাট স্টেশন লাগোয়া এলাকার ঘটনা। রেল ও স্থানীয় বাসিন্দারা জানান, বামনহাট থেকে আলিপুরদুয়ারগামী ট্রেনটি দেওয়ানহাট স্টেশনে ঢোকার আগে কোচবিহার-দিনহাটার রাস্তার ওই লেভেল ক্রসিংয়ের গেট বন্ধ করা হয়নি। ট্রেনের চালক কোনওমতে ট্রেন দাঁড় করিয়ে দুর্ঘটনা এড়ান। ট্রেনটিকে দেওয়ানহাট স্টেশনে নিয়ে দাঁড় করান। এরপরেই এলাকার বাসিন্দারা দায়িত্বপ্রাপ্ত কর্মীর বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে স্টেশনে ট্রেনটিকে আটকে বিক্ষোভ শুরু করেন। এতে দেওয়ানহাট স্টেশনে ট্রেনটি বেলা ১১ টা থেকে সওয়া এক ঘন্টা দাঁড়িয়ে থাকে। রেলের তরফে তদন্তের আশ্বাস দেওয়া হলে ট্রেনটি ফের রওনা হয়। উত্তর পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ারের ডিভিশন্যাল ম্যানেজার বীরেন্দ্র কুমার বলেন, “নিরাপত্তা নিয়ে কোনও গড়িমসি বরদাস্ত করা হবে না। গেটম্যানকে সাসপেন্ড করে তদন্ত শুরু হয়েছে।”
|
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
কীটনাশকে এক মহিলার মৃত্যু হয়েছে। বুধবার রাতে ইসলামপুরের গোয়ালগছ এলাকার ঘটনা। মৃত মহিলার নাম আসারি বেগম (৩০)। পুলিশ জানিয়েছে, ওই মহিলা কীটনাশক খেয়েছিলেন। গুরুতর অবস্থায় তাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে গভীর রাতে তার মৃত্যু হয়। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, ওই মহিলা মানসিক অবসাদেই আত্মহত্যা করেছে বলে মনে হচ্ছে। ঘটনার তদন্ত চলছে।
|
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
এক বাংলাদেশী যুবকের দেহ উদ্ধার করলেন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানেরা। বুধবার ইসলামপুরের দিঙ্গাপানায় সীমান্তের জিরো পয়েন্ট থেকে ওই যুবকের দেহ উদ্ধার করে পুলিশ। মৃতের নাম নৃপেন কুমার সিংহ (৩৮)। বাড়ি বংলাদেশের ঠাকুরগাঁও এলাকাতে। ইসলামপুরের এসডিপিও সুবিমল পাল বলেন, “ওই যুবক মানসিক ভারসাম্যহীন বলে জানা গিয়েছে। কী ভাবে তার মৃত্যু হল তদন্ত করে দেখা হচ্ছে।” |