নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
আগ্নেয়াস্ত্র দেখিয়ে ও বোমাবাজি করে শিলিগুড়ি মহকুমার বিধাননগর থেকে ৫ লক্ষ টাকা ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন জনকে উত্তর দিনাজপুরের চোপড়া থেকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার ওই দুষ্কৃতীদের গ্রেফতার করা হয়েছে বলে জানান দার্জিলিঙের পুলিশ সুপার কুনাল অগ্রবাল। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম আলিউল্লাহ আলম, মহম্মদ এবং ফসিলাৎ। এদের মধ্যে আলিউল্লাহর বাড়ি চোপড়ার ধনিয়া বস্তিতে, আব্বাসের বাড়ি দিগাপনা এবং ফসিলাতের বাড়ি গুয়াবাড়িতে। সকলেই ওই ডাকাতির মামলায় জড়িত বলে পুলিশের সন্দেহ। ধৃতদের হেফজাত থেকে নগদ ৪৫ হাজার টাকা, একটি পাইপগান ও একটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। পুলিশি জেরার মুখ এরা অপরাধ স্বীকার করেছে বলে পুলিশ সূত্রের খবর। ধৃতদের বিরুদ্ধে আগেও কয়েকটি চুরির মামলা রয়েছে উত্তর দিনাজপুর পুলিশের খাতায়। দার্জিলিঙের পুলিশ সুপার বলেন, “ধৃতদের শুক্রবার শিলিগুড়ি আদালতে পেশ করা হবে”। গত ২২ মার্চ, শুক্রবার রাত সাড়ে ন’টা নাগাদ কয়েকজন দুষ্কৃতী বিধাননগরের ডাঙ্গাপাড়া এলাকার একটি পেট্রল পাম্প ও একটি মদের ঠেকে ঢুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ৫ লক্ষ টাকা লুঠ করে। নগদ অর্থের পাশপাশি দুষ্কৃতীরা কিছু গয়নাও লুঠ করে বলে পুলিশের কাছে অভিযোগ জমা পড়ে। দুই জায়গায় কয়েকজন কর্মীকে মারধরও করে ওই সশস্ত্র দুষ্কৃতীর দল। এরপর এলাকার লোকজন ছুটে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। তবে পালানোর আগে দুষ্কৃতীরা বোমাবাজি করে বলে অভিযোগ। ওই ঘটনায় জড়িত বাকি দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে বলে পুলিশ জানিয়েছে।
|
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
শাশুড়িকে মারধরের অভিযোগ উঠল তাঁর পুত্রবধূর বিরুদ্ধে। বুধবার রাত সাড়ে ১০ টা নাগাদ শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি ফাঁড়ির শক্তিগড় এলাকয় ঘটনাটি ঘটেছে । অভিযুক্ত বধূর স্বামী শৈবাল ঘোষ পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত বধূও তার উপরে নির্যাতনের অভিযোগ এনেছেন। শিলিগুড়ির অতিরিক্ত ডিসি আভারু রবীন্দ্রনাথ বলেন,“অভিযোগ পেয়ে মামলা দায়ের করা হয়েছে”। পুলিশ জানায়, প্রায় তিনমাস ধরে অভিযুক্ত বধূ স্বামীর সঙ্গে থাকেন না বলে অভিযোগ। ওই রাতে অভিযুক্ত বধূ শৈবালবাবুর বাড়িতে গিয়ে তার মাকে মারধর করেন বলেও অভিযোগ। হইচই শুনে প্রতিবেশীরা গিয়ে বধূকে আটকে পুলিশের হাতে তুলে দেন।
|
নিজস্ব সংবাদদাতা • ময়নাগুড়ি |
আত্মীয়ের বাড়ি থেকে রং খেলে ফেরার সময় গাড়ি নয়ানজুলিতে উল্টে এক মহিলার মৃত্যু হয়েছে। নাম রীনা দত্ত (৪০)। বৃহস্পতিবার বিকেলে ময়নাগুড়ি-মেখলিগঞ্জ সার্ক রোডের বটেশ্বর এলাকার ঘটনা। ময়নাগুড়ি দমকলকর্মীরা ১২ জনকে উদ্ধার করেন। তাঁদের মধ্যে তিন জন আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি। বাকিদের জলপাইগুড়ি সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
|
নিজস্ব সংবাদদাতা • মালবাজার |
পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল এক বাইক চালকের। ওই ঘটনায় আহত হয়েছেন আরও এক যুবক। বুধবার মালবাজারে ৩১নং জাতীয় সড়কে চাঁদমারির ঘটনা। মৃতের নাম অমর গুপ্তা (৩৫)। বাড়ি শিলিগুড়ি লাগোয়া কদমতলায়। ওদলাবাড়িতে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। বাইকের পেছনে ছিলেন এক জন। একটি পিকআপ ভ্যান পিছন থেকে বাইকটিতে ধাক্কা দেওয়ায় ছিটকে পড়েন দু’জন। অন্য দিকে, বুধবার দক্ষিণ বেরুবাড়ির সেনপাড়া এলাকায় ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় পবিত্র দাস নামে এক বৃদ্ধের (৫১)।
|
নিজস্ব সংবাদদাতা • শামুকতলা |
বাইক এবং ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। গুরুতর জখম হয়েছেন একজন। বৃহস্পতিবার দুপুরে মাদারিহাট থানার ৩১-সি জাতীয় সড়কের মুজনাই সেতুর উপর ঘটনাটি ঘটেছে। জখম যুবককে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে। পুলিশ জানায়, মৃতের নাম সাগর মল্লিক (২২)। জখম যুবকের নাম সুবীর রায়। দু’জনের বাড়ি মাদারিহাটের অশ্বিনী নগরে।
|
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
ট্রাকের সঙ্গে ধাক্কায় মৃত্যু হল এক বাইক আরোহীর। আরও একজনকে গুরুতর জখম অবস্থায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এনজেপি ফাঁড়ির ফুলবাড়ি ব্যারেজ লাগোয়া রাস্তায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায় মৃত যুবকের নাম বিশ্বজিৎ রায় (২৫)। ওই দুই যুবক ফুলবাড়ির দিক থেকে ফাঁসিদেওয়ার দিকে যাচ্ছিলেন। ফুলবাড়ি ব্যারেজের কাছে একটি বিনোদন পার্কের কাছে সামনে থেকে আসা একটি ট্রাককে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারলে রাস্তার উপরেই দু’জন ছিটকে পড়েন। দুজনেরই বাড়ি খড়িবাড়ির বলাইঝোরা কালিবাড়ি এলাকায়।
|
মহিলা অগ্নিদগ্ধ, স্বামী ধৃত |
এক মহিলা অগ্নিদগ্ধ হওয়ার ঘটনায় পুলিশ তাঁর স্বামীকে গ্রেফতার করেছে। ধৃতের নাম নন্দন চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার আলিপুরদুয়ারের অরবিন্দনগরের ঘটনা। পুলিশ জানায়, মহিলার নাম স্বাগতা চট্টোপাধ্যায়। গত মঙ্গলবার ওই মহিলা গায়ে আগুন দেয়। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে তাঁর মৃত্যু হয়। স্বাগতাদেবীর বোন থানায় জামাইবাবুর বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ জানান।
|
অসমগামী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে দুই যাত্রী গুরুতর জখম হয়েছেন। বৃহস্পতিবার সকালে শামুকতলা থানার ৩১ সি জাতীয় সড়কের চেপানি এলাকায় ঘটনাটি ঘটেছে। দু’জন আলিপুরদুয়ার হাসপাতালে ভর্তি। |