টুকরো খবর
দোলের সকালে যুবককে পিটিয়ে খুন
বুধবার রাতে কৃষ্ণনগরে পিটিয়ে খুন করা হয়েছে এক যুবককে। নাম বিজয় হালদার (২৬)। ওই খুনে জড়িত থাকার অভিযোগে পুলিশ ভাতজাংলা পঞ্চায়েতের সিপিএম সদস্য গৌতম বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করেছে। এটা বিরোধীদের চক্রান্ত বলে দাবি সিপিএমের। দলের কৃষ্ণনগর জোনাল কমিটির সম্পাদক অদ্বৈত বিশ্বাস বলেন, “ভোটের আগে বিরোধীদের চক্রান্তে গৌতমবাবুকে গ্রেফতার করেছে পুলিশ।” পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বিজয়ের বাড়ি শান্তিপুরের বৈষ্ণবপাড়ায়। বছর দুয়েক আগে কৃষ্ণনগরের পালপাড়ায় বিয়ে করে কৃষ্ণনগরের ঘোড়াপট্টিতে বাড়ি ভাড়া করে থাকতেন। অভিযোগ, বাড়ির মালিক সুগান শিকদার বিজয়ের স্ত্রীকে উত্ত্যক্ত করত। বিজয় তার প্রতিবাদ করায় বাড়ির মালিকের সঙ্গে গণ্ডগোলও হয়। এর পরেই বিজয় পাশের পাড়া মতিসুন্দরী পাড়ায় চলে যান। বিজয়ের স্ত্রী চুমকিদেবী বলেন, “বাড়ির মালিক আমাকে উত্ত্যক্ত করত। তার জন্য গণ্ডগোল হয়। সে কারণেই আমার স্বামীকে এ ভাবে খুন হতে হবে, ভাবতে পারিনি।” কৃষ্ণনগর থানার আইসি অলোকরঞ্জন মুন্সী বলেন, “বাড়ির মালিকের উত্ত্যক্ত হওয়ার ঘটনার জেরে গণ্ডগোল হয়। তার জেরেই ওই খুন বলে থানায় অভিযোগ দায়ের হয়েছে।”

দোলে বিবাদে মৃত্যু
রঙ খেলা নিয়ে দুই পাড়ার গণ্ডগোলের জেরে এক ব্যক্তির মৃত্যু হল। নাম সুবল দাস (৪৫)। বাড়ি গয়েশপুরের ১৭ নম্বর ওয়ার্ডে। ওই ঘটনায় জখম ৪ জন কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে চিকিত্‌সাধীন। পুলিশ জানায়, বুধবার দোলের দিন দুপুরে গয়েশপুরের ১৭ নম্বর ওয়ার্ডে ভূপেন লোধ কলোনীর বাসিন্দাদের রঙ মাখাতে আসে পাশ্ববর্তী আনন্দপল্লির কয়েকজন। জোর করে রঙ দিতে গেলে গণ্ডগোলের সূত্রপাত। হাতাহাতি শুরু হলে চম্পট দেয় তারা। খানিক পর দলবল জুটিয়ে লাঠিসোটা নিয়ে চড়াও হয় কলোনীর বাসিন্দাদের উপর। বাঁশ দিয়ে সুবলবাবুর মাথায় আঘাত করা হয়। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। মৃতের ভাইপো বিজয় দাস বলেন, “দিন পাঁচেক আগে এক কিশোরী মারা যায়। ওরা তার দাদাকে রঙ মাখাতে গেলে প্রতিবাদ করা হয়। তা থেকেই গণ্ডগোলের শুরু হয়। বাঁশের ঘায়ে মারা যান কাকা।”

দুর্ঘটনায় মৃত ২
দুটি পৃথক পথ দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হল। জখম আরও দুই। বুধবার ঘটনা দ’ুটি ঘটেছে বড়ঞা ও খড়গ্রাম থানা এলাকায়। মৃত যুবকদ্বয় হলেন অনন্ত দাস (২০) ও জসিমুদ্দিন শেখ (২০)। পাঁচথুপি এলাকার এক আত্মীয়ের বাড়ি থেকে ফতেপুরে নিজের বাড়িতে সাইকেলে করে ফিরছিলেন অনন্তবাবু। বড়ঞার ডাকবাংলো বাজার এলাকায় একটি ট্রাক ধাক্কা দেয় তাঁকে। বড়ঞা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মারা যান তিনি। অন্য দিকে মোটর বাইকে করে কুলি থেকে খড়গ্রামের দিকে যাচ্ছিলেন জসিমুদ্দিন শেখ সহ আরও দু’জন। খড়গ্রামের হলদিয়া-ফারাক্কা বাদশাহী সড়কের উপর কাপাসডাঙা মোড়ের কাছে এক ট্রাক্টর মোটর বাইকটিকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় জসিমুদ্দিনবাবুর। বাকি দুই বাইক আরোহী গুরুতর জখম অবস্থায় কান্দি হাসপাতালে চিকিত্‌সাধীন।

ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ধৃত
দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হল এক প্রতিবেশী কিশোরকে। ধৃতের নাম সাদ্দাম হোসেন। বাড়ি নাকাশিপাড়া থানার সলি গ্রামে। বুধবার রাতে শিশুটির মা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। শিশুটির পরিবারের লোকের অভিযোগ, বুধবার বিকালে শিশুটি খেলা করছিল বাড়ির পাশের একটি মাঠে। ওই সময় প্রতিবেশী কিশোর শিশুটিকে পাশের খেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। শিশুটি বাড়ি গিয়ে অসুস্থ হয়ে পড়ে। সে তার মাকে ঘটনার কথা খুলে বলে। প্রথমে তাকে বেথুয়াডহরি গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে সেখান থেকে নদিয়া জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ধর্ষণের ঘটনা জানাজানি হয়ে গেলে গ্রামের লোকজন অভিযু্ক্ত সাদ্দাম হোসেনকে ধরে পুলিশের হাতে তুলে দেয়।

বাইকে সংঘর্ষে মৃত্যু ৪ যুবকের
দু’টি মেটরবাইকের মুখোমুখি সংঘর্ষে ৪ জনের মৃত্যু হয়েছে। মৃত উত্‌পল ঘোষ (২৪) ও কালীপদ ঘোষ (২৫) চাপড়ার গোংরাপাড়ার বাসিন্দা। অন্য দু’জন হাটখোলার মণিরুল শেখ (২৪), সাইফুল শেখ (২৪)। বুধবার দুপুরে ঘটনাটি চাপড়ার রাজাপুর ইটভাটায়। পুলিশ জানিয়েছে, তীব্র গতিতে মোটরবাইক চালিয়ে চাপড়ার দিকে যাচ্ছিল উত্‌পল ও কালীপদ। উল্টো দিক থেকেও প্রচণ্ড গতিতে বাইক চালিয়ে আসছিল মণিরুলেরা। নিয়ন্ত্রণ হারিয়ে দু’টি মোটরবাইকে মুখোমুখি ধাক্কা লাগলে ঘটনাস্থলেই উত্‌পল ও কালীপদ মারা যায়। চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানে মণিরুল শেখ ও সাইফুল শেখ মারা যায়।

মাদক-সহ ধৃত চার
হেরোইন সমেত চার জনকে গ্রেফতার করল পুলিশ। রবিবার রাতে সালার স্টেশন বাজার সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, ধৃতদের নাম আলমগীর শেখ, বিফল শেখ, নূর হোসেন, ও ঝন্টু শেখ। আলমগীর ও বিফল বহরমপুরের উদয়চাঁদপুরের বাসিন্দা এবং বাকি দু’জন বর্ধমানের কেতুগ্রামের বাসিন্দা। তাদের কাছ থেকে প্রায় এক কেজি তিনশো গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। ধৃতদের জেরা করে পুলিশ আলমগীরের বাড়িতে তল্লাশি চালিয়ে তিনটি নাইন এমএম পিস্তল ও পাঁচটি গুলি উদ্ধার করেছে।

জওয়ান গ্রেফতার
চাপড়ার পারুলপাড়ার নাবালিকাকে বিয়ের নাম করে নিয়ে যাওয়ার অভিযোগে সীমান্তরক্ষী বাহিনীর এক জওয়ানকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নম কৃষ্ণেন্দু ঘোষ। বাড়ি ভাণ্ডারখোলায়। পুলিশ জানায়, ধৃত জওয়ান ১৬ নম্বর ব্যাটেলিয়নে উত্তর দিনাজপুরে কমর্রত। বাড়ির লোকের অভিযোগের ভিত্তিতে মায়াপুরের একটি হোটেল থেকে নাবালিকাকে উদ্ধারের পাশাপাশি ওই জওয়ানকেও পুলিশ গ্রেফতার করেছে।

ছাত্রী অপহরণ • ধৃত
কৃষ্ণগঞ্জের পুঁটিখালি গ্রামের এক নাবালিকা ছাত্রীকে অপহরণের অভিযোগে এক মাধ্যমিক পরীক্ষার্থীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম রাজেন বিশ্বাস। বাড়ি পাশের কুমারপুর গ্রামে। নাবালিকার বাড়ির লোকের অভিযোগ, তিন দিন আগে নাবালিকা ছাত্রীকে নিয়ে পালিয়ে যায় চন্দননগর হাইস্কুলের এ বারের মাধ্যমিক পরীক্ষার্থী রাজেন বিশ্বাস। বৃহস্পতিবার দুপুরে সে ওই নাবালিকাকে সঙ্গে নিয়ে থানায় আত্মসর্মপন করে। তখন তাকে পুলিশ গ্রেফতার করে।

নদীতে নিখোঁজ ২
স্নান করতে নেমে ভাগীরথীর জলে তলিয়ে গেল এক যুবক। নাম সুমন্ত দাঁ (২৭)। বাড়ি নাকাশিপাড়া থানার খিদিরপুর-নিচুবাজার এলাকায়। দোল খেলার পর বন্ধুদের সঙ্গে সুমন্ত পাটিুলঘাটে স্নান করতে নেমে তলিয়ে যায়। নদীতে তল্লাশি চলছে। অন্য দিকে, ভাগীরথীতে তলিয়ে গেলেন এক যুবক। নাম সুশান্ত সরকার (২৫)। বাড়ি শান্তিপুরের রাজপুতপাড়ায়। দোল খেলার পর বৃহস্পতিবার গুপ্তিপাড়ার ঘাটে স্নান করতে নেমে তলিয়ে যায় ওই যুবক।

জাল নোট সহ ধৃত
জাল নোট সহ ৩ জনকে গ্রেফতার করল পুলিশ। বুধবার বেলডাঙা স্টেশন সংলগ্ন এলাকা থেকে পুলিশ মাজেদ খান, মিন্টু খান ও টফি মণ্ডলকে পাকড়াও করে। ধৃতেরা হরিহরপাড়া ও নওদা অঞ্চলের বাসিন্দা। অন্য দিকে মঙ্গলবার হরিহরপাড়া এলাকা থেকে মালদহের বাসিন্দা প্রশান্ত মণ্ডল ওরফে ত্রীনাথ নামে এক লক্ষ টাকার জাল নোট সহ গ্রেফতার করেছে পুলিশ।

জলে ডুবে মৃত্যু
দোলের দিন গঙ্গায় স্নান করতে নেমে দিল্লীর এক কিশোরের মৃত্যু হয়েছে। নাম মানব মালহোত্রা (১৬)। পুলিশ জানায়, পরিবারের সঙ্গে ওই কিশোর দোলে নবদ্বীপে আসে। বুধবার সকালে স্নান করতে প্রভুপাদঘাটে নামে নামলে তলিয়ে যায় ওই কিশোর। বিকেলে দেহ উদ্ধার হয়।

মাদক-সহ ধৃত
হেরোইন সমেত চার জনকে গ্রেফতার করল পুলিশ। রবিবার রাতে সালার স্টেশন বাজার সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, ধৃতদের নাম আলমগীর শেখ, বিফল শেখ, নূর হোসেন, ও ঝন্টু শেখ।

দোলে ঝামেলা
রং খেলাকে কেন্দ্র করে শান্তিপুরের গোস্বামীপাড়া, কারিগরপাড়া ও মুন্সেফপুর এলাকার মারপিটের ঘটনা ঘটেছে। এতে মোট ৫ জন জখম হন। তাঁদের মধ্যে দু’জনকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

দেহ উদ্ধার
বাড়ির অদূরে প্রায় ৫০০ মিটার দূরে এক ব্যক্তির দেহ মিলল। পুলিশ জানায়, মৃতের নাম অসিত ঘোষ (৩৮)। বাড়ি রঘুনাথগঞ্জের নিস্তা গ্রামে। মৃতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

লুঠপাট
অবসরপ্রাপ্ত এক রেলকর্মীর বাড়িতে হানা দিয়ে কয়েক হাজার টাকা লুঠ করে চম্পট দেয় দুষ্কৃতীরা। পুলিশ জানায়, বুধবার রাতে ধানতলায় ঘটনাটি ঘটে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.