টুকরো খবর
নারায়ণগড়ে আক্রান্ত তৃণমূলকর্মী
বাড়ি ফেরার পথে আক্রান্ত হলেন এক তৃণমূল কর্মী। বুধবার ঘটনাটি ঘটে নারায়ণগড়ের পাকুড়সিনিতে। গুরুতর জখম অবস্থায় পুলক ভট্টাচার্য নামে ওই তৃণমূল কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতেরা সিপিএম কর্মী-সমর্থক বলে পরিচিত। দলীয় সূত্রে খবর, পুলকবাবু তৃণমূল অঞ্চল কমিটির সহ-সভাপতি পদে রয়েছেন। বাড়ি পাকুড়সিনিতে। বুধবার সকালে নারায়ণগড় বাজারে এসেছিলেন। বাজার থেকে বাড়ি ফেরার পথে তাঁর উপর হামলা হয় বলে অভিযোগ। ওই তৃণমূল কর্মী যখন মোটর সাইকেলে করে বাড়ি ফিরছিলেন, তখন স্থানীয় আদিবাসী পাড়ার সামনে কয়েকজন তাঁকে লক্ষ করে ইট ছোড়ে। জখম হন পুলকবাবু। মাথায় আঘাত লাগে। পরে পুরো বিষয়টি পুলিশের কাছে লিখিত ভাবে জানানো হয়। তদন্ত শুরু করে পুলিশ। তৃণমূলের অভিযোগ, এটি পরিকল্পিত হামলা। দলের নারায়ণগড় ব্লক সভাপতি মিহির চন্দের বক্তব্য, “বাজার থেকে বাড়ি ফেরার পথে হামলা হয়েছে। ঘটনার সঙ্গে সিপিএম কর্মী-সমর্থকেরাই জড়িত।” অভিযোগ উড়িয়ে সিপিএমের বেলদা জোনাল কমিটির সম্পাদক ভাস্কর দত্তের দাবি, “এখন আমরাই আক্রান্ত। রাজ্যের সর্বত্র তৃণমূল হামলা করছে। আমাদের কর্মী-সমর্থকেরা মার খাচ্ছেন। নারায়ণগড় তার ব্যতিক্রম নয়।” পুলিশ যে ৫ জনকে গ্রেফতার করেছে? জোনাল সম্পাদকের কথায়, “প্রকৃত ঘটনা হল এক সময় যাঁরা তৃণমূলের সঙ্গে ছিলেন, তাঁরা আর ওদের সঙ্গে থাকছেন না। এরফলে গোলমাল বাধছে। বুধবারের ঘটনা সেই গোলমাল থেকেই।”

শহর মাতল রঙের উৎসবে
দোল ও বসন্ত উৎসব উপলক্ষে বুধবার নানা অনুষ্ঠান হয়ে গেল মেদিনীপুরে। আবির খেলায় মাতেন ছোট-বড় সকলেই। পাড়ায় পাড়ায় চলে রং খেলা। সঙ্গে হইহুল্লোড়। দিনভরই ছিল উৎসবের আমেজ। বুধবার সকালে মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হল চত্বরে এক অনুষ্ঠান হয়। ‘মেদিনীপুর বসন্ত উৎসব’ কমিটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের এ বার ছিল ৩১ তম বর্ষ। নাচ-গানের সঙ্গে কবিতা পাঠও হয়। চলে আবির খেলা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমাশাসক (সদর) অমিতাভ দত্ত। ছিলেন শহরের বিশিষ্ট মানুষেরা। উদ্যোক্তাদের পক্ষে অলোকবরণ মাইতি বলেন, “এই উৎসব সকলের। দেখতে দেখতে ৩০ বছর পেরিয়ে গেল। এখন ভাবতেই কেমন লাগে। উৎসব সুষ্ঠু ভাবে শেষ হয়েছে। সকলে সহযোগিতা করেছেন। আশা করব, আগামী বছরও এই সহযোগিতা মিলবে।” তাঁর কথায়, “বসন্ত উৎসবের আনন্দই আলাদা। এই দিনটার জন্য সকলে সারা বছর অপেক্ষা করে থাকি।” মেদিনীপুরের এক কেবল সংস্থার উদ্যোগেও বুধবার সন্ধ্যায় রবীন্দ্র নিলয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শহরের বিশিষ্ট মানুষেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সংস্থার কর্ণধার অরুণ চৌধুরীর কথায়, “দোল উৎসব আমাদের সকলের প্রাণের উৎসব। আমরা প্রতি বছরই এই অনুষ্ঠানের আয়োজন করি।”

দোলে বচসা, ছুরির ঘায়ে জখম দু’জন
দোলের দিন বন্ধুদের মধ্যে বচসা বেধেছিল। সেখান থেকে মারামারির ঘটনা ঘটল পশ্চিম মেদিনীপুরের বেলদায়। গোলমালের সময় একজন অন্য দু’জনকে ছুরি দিয়ে আঘাত করে। জখম দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনায় জড়িত থাকার অভিযোগে অজয় বারিক নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি অভিযুক্তদের খোঁজ চলছে। জেলা পুলিশ সুপার সুনীল চৌধুরীর বক্তব্য, “বেলদায় একটি ঘটনা ঘটেছে। তদন্ত চলছে।” বুধবার দুপুরে ঘটনাটি ঘটে বেলদার সুভাষপল্লিতে। দোল খেলছিলেন কয়েকজন বন্ধু। ছিলেন শম্ভু পড়্যা, স্বদেশ দাস, অজয় বারিক, সঞ্জয় বারিক, রিন্টু ময়রারা। রং মাখামাখির পর এক জায়গায় বসে আড্ডা চলছিল। তখনই দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। বচসা বাধে। শেষ পর্যন্ত মারামারি শুরু হয়ে যায়। অভিযোগ, রিন্টু ছুরি দিয়ে আঘাত করে শম্ভু এবং স্বদেশকে। জখম অবস্থায় ওই দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এলাকায় পুলিশি টহল শুরু হয়। পরে অজয়কে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজে বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। উত্তেজনা নেই। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে।

শো-কজের মুখে সিপিআই কাউন্সিলর
দলীয় কাউন্সিলর তৈমুর আলি খানকে শো-কজ করতে চলেছেন সিপিআই নেতৃত্ব। আজ, শুক্রবার ওই কাউন্সলিরের কাছে শো-কজের চিঠি পাঠানো হবে বলে দলীয় সূত্রে খবর। কেন তাঁর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হবে না, চিঠিতে তাই জানতে চাইছেন নেতৃত্ব। প্রসঙ্গত খড়্গপুরের তিন সিপিআই কাউন্সিলর চলতি মাসের গোড়ায় মহকুমাশাসককে চিঠি দিয়ে তৃণমূলের পুরপ্রধানকে সমর্থনের ইচ্ছাপ্রকাশ করেন। দু’দিন আগে দু’জন কাউন্সিলর সেই চিঠি প্রত্যাহার করে নিলেও তৈমুর করেননি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বলেন, “আমাকে শো-কজের চিঠি পাঠানো হবে বলে শুনেছি। চিঠি পেলে তখন তার উত্তর দেব।”

ডিএসওর বিক্ষোভ
প্রাথমিকের টেট পরীক্ষা সম্পর্কিত কিছু দাবিতে ডিএসও বৃহস্পতিবার জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখায়। পরে অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) রজতকুমার সাইনিকে স্মারকলিপি দেয় তারা। নেতৃত্বে ছিলেন কুমারেশ দে, শিউলি মান্না। এই ছাত্র সংগঠনের বক্তব্য, আগামী রবিবার টেট পরীক্ষা। অথচ বহু স্কুলের সঠিক ঠিকানা দেওয়া হয়নি। ফলে পরীক্ষার্থীরা সমস্যায় পড়ছেন। বিশৃঙ্খলা এড়াতে যুদ্ধকালীন তৎপরতায় পরীক্ষা কেন্দ্রগুলোর সঠিক ঠিকানা প্রকাশ করার দাবি জানিয়েছে ডিএসও।

ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক
মহিলাকে ধর্ষণের দায়ে খড়্গপুর রেল হাসপাতালের এক কর্মীকে গ্রেফতার করল জিআরপি। ধৃতের নাম মধু বাঙালি রেল শহরের নিউ ট্রাফিক এলাকার বাসিন্দা। কাজের প্রলোভন দেখিয়ে বুধবার রাতে অভিযুক্ত ওই মহিলাকে রেল স্টেশনের কিছু দূরে ডেকে তাঁকে ঠাণ্ডা পানীয় খাওয়ান। বৃহস্পতিবার সকালে জ্ঞান ফেরে। দুপুরে তিনি অভিযোগ জানান। তাঁর অভিযোগের ভিত্তিতে জিআরপি ওই ব্যক্তিকে গ্রেফতার করে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.