বাঘে নিয়ে গেল মৎস্যজীবীকে |
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং |
সুন্দরবনের খালে মাছ ধরতে যাওয়া এক মৎস্যজীবীকে টেনে নিয়ে গেল বাঘে। বুধবার বিকেলে নেতিধোপানি জঙ্গলের কাছে তেঁতুলতলা খালের ঘটনা। নিখোঁজ মৎস্যজীবীর নাম বলাই বৈরাগী (৩৫)। তাঁর বাড়ি বাসন্তীর ঝড়খালির তিন নম্বর গ্রামে। বন দফতর ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে ওই গ্রাম থেকে বলাই-সহ ৩ জনের এখটি দল নৌকা নিয়ে সুন্দরবনের নদী-খালে মাছ ধরতে যায়। বিকালে নৌকায় বসে মৎস্যজীবীরা কাঁকড়া ধরছিলেন। সেই সময়েই পাশের জঙ্গল থেকে বাঘ বেরিয়ে এসে তাঁকে টেনে নিয়ে যায় বলে তাঁর সঙ্গীরা বন দফতরকে জানিয়েছে। রাতভর তল্লাশির পরে বৃহস্পতিবারও ওই জঙ্গল ও আশপাশের এলাকায় তল্লাশি চালান বনকর্মীরা। বলাইয়ের সন্ধান মেলেনি। ডিএফও লিপিকা রায় বলেন, “খতিয়ে দেখা হচ্ছে। ওই মৎস্যজীবীর বৈধ কাগজ ছিল কিনা, দেখছি।”
|
নিজস্ব সংবাদদাতা • শামুকতলা |
ট্রাকে করে ডুয়ার্স থেকে মূল্যবান কাঠ ভূটানে পাচারের সময় পুলিশ গাড়ি-সহ চার জনকে গ্রেফতার করেছে। বুধবার ডুয়ার্সের জয়গাঁ থানার আতাপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, ৫ লক্ষ টাকার সেগুন কাঠ উদ্ধার করা হয়েছে। ধৃত চার জনের নাম তাপস বর্মন, পলি লামা, বিনোদ গুরুং এবং যিশু দাস। প্রত্যেকের বাড়ি জয়গাঁ এলাকায়।
|
অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে সার্কাসের এক হাতির। মঙ্গলবার সন্ধ্যায় মুর্শিদাবাদের ইসলামপুর থেকে চাপড়ায় নিয়ে যাওয়ার পরেই হাতিটি মারা যায়। |