অবৈধ ভাবে দু’টি গাছের ডালপালা কাটা হয়েছে, এই অভিযোগ তুলে এবং ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার সকালে প্রায় তিন ঘণ্টা বাদুড়িয়ার যদুরহাটি গ্রামের নতুনহাট এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসী। বাদুড়িয়া-বেড়াচাঁপা রোডে অবরোধে সামিল হন কয়েক জন সিপিএম এবং তৃণমূল নেতা। পুলিশ ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিলে অবরোধ ওঠে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি ওই রাস্তার পাশের দু’টি কৃষ্ণচূড়া গাছ কাটা হচ্ছে দেখে স্থানীয় বাসিন্দারা বাধা দেন। অবৈধ ভাবে গাছ কাটার অভিযোগ তুলে তাঁরা পুলিশ, পঞ্চায়েত প্রধান, বিডিও এবং বন দফতরের দ্বারস্থ হন। কিন্তু তাতেও কোনও কাজ হয়নি, এই অভিযোগ তুলে এ দিন বেলা ১০টা থেকে শুরু হয় অবরোধ। |
অবরোধে সামিল ক্ষুব্ধ বাসিন্দারা। ছবি: নির্মল বসু। |
বিক্ষোভকারীদের অভিযোগ, যদুরহাটি দক্ষিণ পঞ্চায়েতের প্রধান কংগ্রেসের কাজি আব্দুল রশিদের প্রচ্ছন্ন মদতেই চার জন অবৈধ ভাবে ওই দু’টি গাছের ডালপালা কেটে ফেলে। অভিযোগ উড়িয়ে দিয়ে প্রধানের দাবি, সামান্য বিষয় নিয়ে তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে রাজনীতি করছে সিপিএম। তিনি বলেন, “শিশুদের একটি স্কুল গড়ার জন্য এক ব্যক্তির দানের জমির পাশে থাকা গাছ কাটার অনুমতি পঞ্চায়েতের পক্ষ থেকে প্রথমে দেওয়া হয়েছিল ঠিকই। কিন্তু পরে দেখা যায়, গাছ দু’টি রয়েছে পূর্ত দফতরের জমিতে। তখন বিষয়টি বিডিওকে জানিয়ে গাছ কাটা বন্ধ করে দেওয়া হয়।” বাদুড়িয়ার বিডিও তারক মণ্ডল বলেন, “অভিযোগ পাওয়ার পরে গাছ দু’টি কাটা বন্ধ করা হয়েছে। ঘটনাটি পুলিশ, বন দফতর-সহ সংশ্লিষ্ট দফতরগুলিতে জানানো হয়েছে।”
বিক্ষোভে সামিল ডিওয়াইএফ-এর বাদুড়িয়া-১ লোকাল কমিটির সম্পাদক আসিফ আলি শাহাজি বা তৃণমূল নেতা সেলিমুদ্দিন তরফদারেরাও। |