ফ্ল্যাট ভাঙচুরে অভিযুক্ত বিশ্বভারতী আধিকারিক |
বাড়িতে এবং লাগোয়া দোকানে ঢুকে ভাঙচুর চালনোর অভিযোগ উঠল বিশ্বভারতীর এক উপকর্মসচিবের বিরুদ্ধে। এই মর্মে বোলপুর থানায় বুধবার রাতে লিখিত অভিযোগ জানিয়েছেন ওই বাড়ির মালিক। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বোলপুরের ভূবনডাঙা লাগোয়া গুরুপল্লির একটি বহুতলে থাকেন পেশায় ঠিকাদার অশোক ঘোষ রায়। অভিযোগ কোন কারণ ছাড়াই ওই বহুতলের বাসিন্দা তথা বিশ্বভারতীর উপকর্মসচিব (প্রশাসন) সঞ্জয় ঘোষ সদলবলে গিয়ে অশোকবাবুর ঘরে এবং লাগোয়া দোকানে ভাঙচুর করেন। বাধা দিতে গিয়ে জখম হন তাঁর আত্মীয়েরা। এই মর্মে অশোকবাবু রাতে বোলপুর থানায় অভিযোগ করেছেন। এ দিন অবশ্য ওই বহুতলে গিয়ে সাঞ্জয়বাবুকে পাওয়া যাইনি। তাঁর মোবাইল ফোনেও যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। কাউন্সিলর মহম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, “উভয় পক্ষের সঙ্গে কথা বলার পরে কী হয়েছে বলা যাবে।” এসডিপিও (বোলপুর) প্রশান্ত চৌধুরী বলেন, “খোঁজ নিয়ে দেখছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেব।”
|
ঘরবাড়ি বানানোর জন্য বেআইনি ভাবে নয়ানজুলিতে পাঁচিল দেওয়া হচ্ছে। এই অভিযোগ উঠেছে ইলামবাজার থানা এলাকার ঘুড়িষা পঞ্চায়েতে। ব্যবস্থা নেওয়ার দাবিতে বৃহস্পতিবার পঞ্চায়েত প্রধান, বিডিও এবং থানায় লিখিত ভাবে জানান তিনটি মৌজার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা বাবুলাল হাঁসদা, বদিলাল হাঁসদা, বুধন হেমব্রদের অভিযোগ, “এলাকার কিছু অসাধু ব্যক্তি মাঝিপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন নয়ানজুলি দখল করে অস্থায়ী কাঠামো-সহ পাঁচিল তুলতে শুরু করেছেন। বিষয়টি দিন কয়েক আগে পঞ্চায়েত প্রধানের নজরে আনা হয়েছে।” তাঁদের দাবি, “ওই নয়ানজুলিতে নির্মাণ কাজ হলে, শতাধিক বাসিন্দার ঘরবাড়িতে জল ঢুকবে। তা ছাড়াও, শ্রীপুর লাগোয়া অন্য দুই মৌজা তিনোর ও ইছাপুরের বাসিন্দাদেরও একই সমস্যার কারণে স্থানচ্যুত হতে হবে।” ওই আশঙ্কায় তিন মৌজার বাসিন্দারা লিখিত জানান। পঞ্চায়েত প্রধান সনাতন টুডু বলেন, “অভিযোগ পেয়ে ওই বেআইনি দখলদারদের চিঠি পাঠিয়েছিলাম। ওরা শোনেনি। আইনি ব্যাবস্থা নিতে সংশ্লিষ্ট ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের সঙ্গে কথা বলে পুলিশ প্রশাসনের সহায়তা নিয়ে সমস্যার সমাধান করব।”
|
পথ দুর্ঘটনায় মৃত্যু দু’জনের |
পৃথক দুর্ঘটনায় মৃত্যু হল দু’জনের। মৃতেরা হলেন ময়ূরেশ্বর থানার বড়তুড়ি গ্রামের সাকিনা বিবি (৬৬), মাড়গ্রামের সাবিরুদ্দিন শেখ (২৭)। দু’টি দুর্ঘটনায়ই বুধবার দুপুরে ঘটেছে। ওই দিন গরুর গাড়িতে চাপা পড়ে গুরুতর জখম অবস্থায় ওই বৃদ্ধাকে রামপুরহাট হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। পরে সেখানেই তাঁর মৃত্যু হয়। অন্য দিকে, রামপুরহাট-দুমকা রোডে, রামপুরহাটের বারমেশিয়া মোড়ের কাছে যন্ত্রচালিত ভ্যান উল্টে যায়। জখম অবস্থায় ওই যুবককে রামপুরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁর মৃত্যু হয়।
|
জলে ডুবে মৃত্যু হল এক শিশুর। মৃতের নাম ছোট্টু লেট (২)। বুধবার দুপুরে ঘটনাটি ঘটে রামপুরহাট থানার আখিড়া গ্রামে। |