নিজস্ব সংবাদদাতা • বুদবুদ |
গণ্ডগোলের জেরে মারামারিতে বুদবুদে আহত হলেন ছ’জন। বৃহস্পতিবার কোটা মোড়ের কাছে ঘটনাটি ঘটেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুর ২টো নাগাদ কোটা মোড়ের বাসিন্দা রামনাথ বড়াই পানাগড় থেকে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। কোটা মোড়ের কাছে আসতেই কয়েক জন যুবক তাঁর সাইকেলটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। রামনাথবাবু বাধা দিতে গেলে তাঁকে বেধড়ক মারধর করা হয়। তাঁর ভাই শিবাজি বড়াই কয়েক জনকে নিয়ে বাধা দিতে এলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। তাতে দু’পক্ষেরই বেশ কয়েক জন আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বুদবুদ থানার পুলিশ। তাঁরা দু’পক্ষকে সরিয়ে দেয়। আহতদের প্রথমে মানকর গ্রামীণ হাসপাতালে, পরে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানায়, সন্ধ্যা পর্যন্ত কোনও লিখিত অভিযোগ হয়নি।
|
হাঁড়ি ফাটানো নিয়ে অশান্তি |
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
হোলি উৎসবে হাঁড়ি ফাটানোকে কেন্দ্র করে এলাকার দু’দল যুবকের মধ্যে অশান্তি হল। বৃহস্পতিবার বারাবনি থানার দোমহানি হাটতলা এলাকার ঘটনা। পুলিশ এলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এই ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি। পুলিশ সূত্রের খবর, এ দিন সকালে এলাকার শর্মাপাড়ার কিছু যুবক দোমহানি হাটতলা এলাকায় হোলি উৎসবের অন্যতম অঙ্গ হিসেবে হাঁড়ি বেঁধে আসেন। কিন্তু তাঁরা এসে দেখেন কেউ আগে থেকেই হাঁড়ি ভেঙে রেখে গিয়েছেন। বিশৃঙ্খলার সৃষ্টি হয় এরপরেই। হাটতলার কয়েক জন বাসিন্দাকে শর্মাপাড়ার যুবকেরা মারধর করেন বলে অভিযোগ। ঘটনাস্থলে থাকা একটি মোটরবাইক ও কয়েকটি দোকানেও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। পুলিশ পৌঁছে দু’পক্ষকে হটিয়ে দেয়। এলাকায় পুলিশি টহল রয়েছে। কোনও তরফেই অভিযোগ দায়ের হয়নি।
|
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
বোমা ফেটে আহত হয়েছেন এক ব্যক্তি। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে হিরাপুর থানার কাঁকরডাঙ্গা এলাকায়। গুরুতর জখম অবস্থায় ওই ব্যক্তিকে আসানসোল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, এলাকার একটি মনসা মন্দিরের পাশে একটি তাজা হাত বোমা পড়েছিল। ওই ব্যক্তি রাস্তা দিয়ে যাওয়ার সময় বেসামাল হয়ে বোমাটির উপর পড়ে যান। সেটি সঙ্গে সঙ্গে ফেটে গেলে ওই ব্যক্তি গুরুতর জখম হন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় হিরাপুর থানার পুলিশ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
|
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
চিত্তরঞ্জন রেল কারখানার এক কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ বৃহস্পতিবার সকালে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মদুসূদন মন্ডল (৪২)। চিত্তরঞ্জন কলেজ সংলগ্ন একটি গাছে তাঁর দেহটি গলায় ফাঁস লাগা অবস্থায় ঝুলছিল। পুলিশ জানিয়েছে, বুধবার সকালে ওই ব্যক্তি বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেননি। অনেক চেষ্টা করেও বাড়ির লোকেরা তাঁর কোনও খোঁজ পায়নি। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে।
|
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
একটি পানশালায় ব্যাপক তাণ্ডব চালাল একদল দুষ্কৃতী। বুধবার আসানসোল উত্তর থানার ধাদকা এলাকার ২ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন একটি পানশালার ঘটনা। বুধবার দুপুরে পানশালায় মদ্যপান করে দাম মেটানোর সময় পানশালার ম্যানেজার ও কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে তারা। কর্মীদের মারধর করা হয়েছে বলে অভিযোগ। আসানসোল উত্তর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
|
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
এক অজ্ঞাতপরিচয় বৃদ্ধার দেহ উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার সিহারশোল কলকলিপাড়ার একটি নির্মীয়মাণ মন্দিরের কাছে দেহটি মেলে। পুলিশের অনুমান, মৃতার বয়স ৭০। দেহটি ময়না-তদন্তে পাঠানো হয়েছে।
|
দুর্গাপুর
হিরক রায় স্মৃতি ক্রিকেট প্রতিযোগিতা। এমএএমসি মাঠ। সকাল সাড়ে ৮টা। উদ্যোগ: দুর্গাপুর মহকুমা ক্রীড়া সংস্থা।
দাঁইহাট
আবৃত্তি কর্মশালা। অশ্বিনীকুমারী প্রাথমিক বিদ্যালয়। সকাল ১০টা। উদ্যোগ: বাচিক শিল্প উদ্যোগ। |