টুকরো খবর
প্ররোচনার নালিশ
এক মহিলার অস্বাভাবিক মৃত্যুতে তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠল। সোমবার রাতে সাগরদিঘির যুগোর গ্রামের বাসিন্দা সাইনারা বিবি (২৬) কীটনাশক খেয়ে আত্মঘাতী হন। পুলিশ জানায়, বছর আটেক আগে গ্রামেরই জাকের আলির সঙ্গে। বিয়ের পর থেকেই নির্যাতন চলতে থাকে সাইনারার উপর। কিছুদিন আগে জাকির দ্বিতীয় বিয়ে করলে অত্যাচার সীমা ছাড়ায়। শ্বশুরবাড়ির জ্বালাতন সহ্য করতে না পেরে এ দিন বিষ খেয়ে আত্মহত্যা করেন ওই মহিলা। মৃতার বাবা সাগরদিঘি থানায় মেয়ের শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার নালিশ জানান। পুলিশ জানায়, অভিযুক্তেরা পলাতক। তাঁদের খোঁজে তল্লাশি চলছে।

দুর্ঘটনায় মৃত্যু
লরি ধাক্কায় মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর। নাম সনামিকা বিশ্বাস (১৩)। বাড়ি হাঁসখালির চিত্রশালী-চন্দনপুকুর এলাকায়। জখম হয়েছেন ওই পড়ুয়ার মা। তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ জানায়, মঙ্গলবার সকালে মা’র সঙ্গে সাইকেলে চেপে ডাক্তারের কাছে যাচ্ছিল চিত্রশালী আশ্রম বালিকা বিদ্যালয়ের ওই ছাত্রী। হাজারিনগর এলাকায় কৃষ্ণনগর-বগুলা রাজ্য সড়কের উপর বগুলাগামী লরি পিছন দিক দিয়ে তাদের ধাক্কা মারতেই এই বিপত্তি।

দোল উপলক্ষে রথযাত্রা মায়াপুরে।—নিজস্ব চিত্র।

ছাত্রদের অবরোধ
মঙ্গলবার দুপুরে বহরমপুর শহর লাগোয়া বাজেটিয়ায় এম আই টি (মুর্শিদাবাদ ইন্সটিটিউট অব টেকনোলজি)-র ছাত্ররা ঘণ্টা তিনেক ধরে বহরমপুর-করিমপুর রাজ্যসড়ক অবরোধ করেন। ফলে জলঙ্গি ও লালগোলা রুটের সব যানবাহন চলাচন বন্ধ থাকে দীর্ঘক্ষণ। কলেজের সামনে ঘন ঘন দুর্ঘটনা ঘটছে বলে অবরোধকারীদের অভিযোগ।

বিএসএফের সাহায্য
রানিনগর সীমান্তের মোহনগঞ্জে বিএসএফ পড়ুয়া ও ক্লাব কর্তাদের হাতে মঙ্গলবার লেখাপড়া ও খেলার সরঞ্জাম তুলে দিল। চাষিদের স্প্রে মেশিনও বিলি করে তাঁরা। ১৩০ নম্বর ব্যাটেলিয়নের কম্যান্ড্যান্ট রাজকুমার বলেন, “গ্রামবাসীদের সঙ্গে বাহিনীর মধ্যে সহযোগিতার সম্পর্ক নিরাপত্তার ক্ষেত্রে জরুরি।”

যুবকের দেহ উদ্ধার
এক যুবকের দেহ উদ্ধার করল পুলিশ। নাম গণেশ বাড়ুই (৩৬)। বাড়ি কল্যাণীর রথতলা এলাকায়। মঙ্গলবার সকালে কল্যাণীর সগুনা বিলের ধারে মৃতদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে। পুলিশের অনুমান, শ্বাসরোধ করে খুন করা হয়েছে ওই যুবককে।

বহরমপুরের নবপল্লিতে উৎসবে মেতেছে কচিকাচারা।—নিজস্ব চিত্র।

দেহ উদ্ধার
নিজের বাড়ি থেকেই এক ব্যাক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। নাম কিশোর চক্রবর্তী (৪২)। সোমবার সন্ধ্যায় ভরতপুরের যাদবপুর গ্রামের ঘটনা। পুলিশ জানায়, ওই ব্যাক্তি গলায় ফাঁস দিয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.