রঞ্জনা বন্দ্যোপাধ্যায় পরিচালিত ‘সঞ্চলিতা’র উদ্যোগে বসন্ত উৎসবের উদ্বোধন করলেন সারগাছি রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী বিস্ময়ানন্দ। বহরমপুরের ‘ধ্রুবক’, ‘কলাক্ষেত্র’, ‘সরধুনী ও ‘সঞ্চলিতা’র শিল্পীরা মঙ্গলবারের অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত ও রবীন্দ্রনৃত্য পরিবেশন করেন। ছিলেন কবি উৎপল গুপ্ত ও অবসরপ্রাপ্ত অধাপক আবুল হাসনাৎ।
|
‘আনন্দবসন্ত’ উপলক্ষে মঙ্গলবার বহরমপুর শহর লাগোয়া পঞ্চাননতলা শিবমন্দির থেকে প্রভাতফেরির আয়োজন করে স্থানীয় পাঠবিতান-এর খুদে পুড়ুয়ারা। শোভাযাত্রা কারবালা রোড পরিক্রমা করে। সন্ধ্যায় পাঠবিতানের মঞ্চে ‘সুরধুনী’র শিল্পীরা বসন্ত উৎসব পালন করেন।
|
২১ মার্চ বিশ্ব কবিতা দিবস উপলক্ষে ধুবুলিয়ার ‘তিতলি’ ও ‘কথাশিল্প’-এর যৌথ আয়োজনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে পরিবেশন করা হয় বাংলা কবিতা থেকে গান, আবৃত্তি ও স্বরচিত কবিতা পাঠ করা হয়। কবি দেবদাস আচার্যকে সম্বধর্না জানানো হয়।
|
পুরসভার উদ্যোগে জিয়াগঞ্জ থানা লাগেোয়া তেমাথার মোড়ে বসল ভগৎ সিং-এর আবক্ষমূর্তির আবরণ উন্মোচন করা হয়। জিয়াগঞ্জের পুরপ্রধান শঙ্কর মণ্ডল জানান, মূর্তি গড়ছেন কৃষ্ণনগরের মৃৎশিল্পী তড়িৎ পাল।
|
শাহবাগের পাশে দাঁড়ালেন নবদ্বীপের কবি, শিল্পী, সংস্কৃতিকর্মীরা। গত রবিবার সন্ধ্যায় নবদ্বীপ টাউন ক্লাব প্রাঙ্গণে শাহবাগের আন্দোলনের সমর্থনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে অনেকেই স্বরচিত কবিতা পাঠ করেন। এ ছাড়াও সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবিশন করা হয়। |