বসন্তোৎসবে রঙিন শিল্পশহর
সন্তের উৎসবে রঙিন হয়ে উঠল হলদিয়া।
মঙ্গলবার, দোলের আগের দিনই মঞ্জুশ্রীর হাজরা মোড়ের নটরাজ নৃত্য ও সাংস্কৃতিক অ্যাকাডেমি বসন্ত উৎসবের আয়োজন করেছিল। এ দিন বিকেলে পায়রা ও রঙিন বেলুন উড়িয়ে উৎসবের সূচনা হয়। এরপর অ্যাকাডেমি প্রাঙ্গণ থেকে ট্যাবলো নিয়ে দুর্গাচক সুপার মার্কেট পর্যন্ত পদযাত্রা হয়। অনুষ্ঠানের সূচনা করেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্যামাপ্রসাদ দাস ও রাজ্য যোগাসন শিল্পী শম্ভুনাথ সাঁতরা। আবির খেলার পাশাপাশি সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন ছিল। ভারতনাট্যমের ছন্দে পরিবেশিত হয় ‘মধুরাস্তাকম’ নৃত্যনাট্য। এ ছাড়াও বেহালা বাদক শ্যামলশোভন চক্রবর্তীর নেতৃত্বে ১৫ জনের দল বেহালা বাজিয়ে শোনান। অ্যাকাডেমির পরিচালক ছন্দা জানা বলেন, “শান্তিনিকেতনের আদলে তৈরি হয়েছে ট্যাবলোটি। বছরের এই একটা দিনে শহর মাতিয়ে দিই আমরা।”
হলদিয়ায় বসন্ত উৎসব। —নিজস্ব চিত্র।
এ দিনই টাউনশিপের জীবনানন্দ দাশ নগর ‘বসন্ত উৎসব উদ্যাপন কমিটি’ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল। এলাকার শিশু উদ্যানে সমবেত আবৃত্তি, রবীন্দ্রসঙ্গীত, লোকসঙ্গীত-সহ বিভিন্ন ঘরানার নাচ ও গান পরিবেশিত হয়। উপস্থিত ছিলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী রুমু জানা, দীপান্বিতা হাজরা, আবৃত্তি শিল্পী সুষমা দে, লোকগানের শিল্পী ভাগিরথী দাস মণ্ডল প্রমুখ। এ ছাড়াও স্থানীয় স্কুলের প্রায় ৭০ জন পড়ুয়া এই নৃত্যানুষ্ঠানে যোগ দেয়।
আজ, বুধবার হলদিয়া মহকুমার মহিষাদল রাজবাড়ির আমবাগানে মহিষাদল বসন্ত উৎসবের আয়োজন করেছে প্রেস কর্নার। চতুর্থ বর্ষের এই উৎসব শুরু প্রভাতফেরি দিয়ে। আবির খেলার পাশাপাশি নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বসন্তের গান শোনাতে স্থানীয় শিল্পীদের পাশাপাশি খড়্গপুর, বেহালা, খড়দা থেকে মোট ২৪টি সাংস্কৃতিক দল যোগ দেবে। বিশিষ্ট অতিথি হিসেবে থাকবেন সঙ্গীতশিল্পী ইন্দ্রানী সেন। এছাড়াও সন্ধ্যায় গুণীজন সংবর্ধনার আয়োজন রয়েছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.