আইপিএল শুরুর আগেই যে এমন মারাত্মক ঝটকা পুণে ওয়ারিয়র্সের জন্য অপেক্ষা করে আছে, কে জানত!
মাইকেল ক্লার্ক চোটের কারণে ছিটকে গেলেন আইপিএল থেকে। মঙ্গলবার ক্রিকেট অস্ট্রেলিয়া-র পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়, অস্ট্রেলীয় অধিনায়ককে আইপিএল সিক্সে পাওয়া যাবে না। পিঠের চোট পুরোপুরি সারাতে তাঁর সাত থেকে দশ সপ্তাহ লেগে যাবে।
এই খবরের পিছু-পিছু উঠে আসছে অমোঘ প্রশ্ন ক্লার্ক নেই, আইপিএল সিক্সে পুণে ওয়ারিয়র্সের অধিনায়ক তা হলে কে হবেন? |
দু’টো নাম জোরালো ভাবে উঠে আসছে। যুবরাজ সিংহ এবং অ্যাঞ্জেলো ম্যাথেউস। যুবরাজ প্রথমে জানিয়েছিলেন, এ বার আইপিএলে তিনি সাধারণ ক্রিকেটার হিসেবেই খেলতে চান। ক্যাপ্টেন্সি নয়, মন দিতে চান শুধু ব্যাটিংয়ে। পরিবর্তিত পরিস্থিতিতে যুবরাজকে বলা হবে ঠিকই, কিন্তু কতটা তিনি রাজি হবেন তা নিয়ে ধন্ধে পুণে কর্তারা। রাতের খবর, ক্যাপ্টেন্সির দৌড়ে বেশ কিছুটা এগিয়ে ম্যাথেউজই। বর্তমানে শ্রীলঙ্কার টেস্ট ও ওয়ান ডে টিমের ক্যাপ্টেনও ম্যাথেউজ। তৃতীয় একটা নামও শোনা যাচ্ছে। তিনি নিউজিল্যান্ডের রস টেলর।
চলতি বছরে নিলামে ক্লার্ককে চার লক্ষ মার্কিন ডলার দিয়ে কিনেছিল পুণে। ঠিক ছিল, এ বার সৌরভ গঙ্গোপাধ্যায়ের জায়গায় তিনিই নেতৃত্ব দেবেন টিমকে। অস্ট্রেলীয় অধিনায়ককে নিয়ে তিনটে ভাবনা ছিল পুণে কর্তাদের।
এক) টিমের হয়ে ওপেন করবেন।
দুই) চার ওভার স্পিন বোলিং করে দেবেন। যেটা এপ্রিল-মে মাসে উপমহাদেশের শুকনো উইকেটে কাজে আসবে।
তিন) নেতৃত্ব সামলাবেন। ভারত সফরে ‘ব্রাউনওয়াশ’ হলেও তাঁর মতো অধিনায়ক কমই আছে ক্রিকেট বিশ্বে।
পুণে কর্তাদের কারও কারও মতে, এ বার সৌরভ না থাকায় টিমের ব্র্যান্ড-মিটারও অনেকটা নির্ভর করে ছিল ক্লার্কের উপর। ভারত সফর শেষ হওয়ার আগেই ক্লার্ক ফিরে গেলেও তাঁরা আশায় ছিলেন যে, প্রথম দিকে না পারলেও পরের দিকে আসবেন ক্লার্ক। কিন্তু পুণে-র শিবির শুরু হওয়ার দিনই সে সম্ভাবনা শেষ হয়ে গেল। ক্লার্ক না থাকায় ওপেনিং ঝামেলা আরও বাড়ল পুণে-র। জিম্বাবোয়ে সফর থাকায় বাংলাদেশের বিস্ফোরক ওপেনার তামিম ইকবালকে পাওয়া যাবে না। আপাতত যা পরিস্থিতি, রবিন উথাপ্পা এবং মণীশ পাণ্ডের মতো ভারতীয় জুটিকেই পুণে-র ওপেনিংয়ে দেখা যেতে পারে। |