টুকরো খবর
আরামবাগে ধৃত সিপিআই নেতা পুলিশি হেফাজতে
ধৃত সিপিআই নেতা জগন্নাথ শাসমলকে ৩ দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিল আরামবাগ আদালত। মঙ্গলবার জগন্নাথবাবুকে আরামবাগ মহকুমা আদালতে তোলার সময়ে তাঁর উপযুক্ত শাস্তির দাবিতে বিক্ষোভ দেখায় তৃণমূল।
ধৃত নেতা। (ডান দিকে) আদালতে তৃণমূলের বিক্ষোভ। ছবি: মোহন দাস।
সিপিআই নেতা তথা আরামবাগ বয়েজ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগন্নাথবাবুকে সোমবার বিকেল সাড়ে ৪টে নাগাদ স্কুল থেকে ফেরার পথে বসন্তবাটি মোড়ে আটকায় কিছু যুবক। তাঁর বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র সরবরাহের অভিযোগ তুলে মারধর করা হয় বলে অভিযোগ। পরে পুলিশ গেলে তাদের হাতে ২১টি বোমা এবং একটি পাইপগান তুলে দেয় ওই যুবকেরা। যে আগ্নেয়াস্ত্র জগন্নাথবাবুর কাছ থেকেই পাওয়া গিয়েছে বলে তাদের দাবি। জগন্নাথবাবু অবশ্য বলেন, “পঞ্চায়েত ভোটে প্রার্থী দেওয়ায় উদ্যোগী হতেই তৃণমূল ষড়যন্ত্র করে ফাঁসিয়ে দিয়েছে।” তৃণমূল নেতৃত্ব অভিযোগ অস্বীকার করেছেন। তাঁদের পাল্টা দাবি, জগন্নাথবাবু এলাকায় আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছেন।
পুরনো খবর:

ভাইকে নিয়ে গঙ্গায় নেমে মৃত বালক
ভাইয়ের হাত ধরে গঙ্গায় স্নান করতে নেমে ডুবে মৃত্যু হল ছ’বছরের এক বালকের। সাড়ে ৩ বছর বয়সের ভাইকে উদ্ধার করেন স্নানরত মানুষ। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে ভদ্রেশ্বরের শীতলাতলা ঘাটে। মৃত বালকের নাম সন্দীপ মাহাতো। ভাই শুভমকে চন্দননগর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাদের বাড়ি স্থানীয় রেললাইন গেট এলাকায়। সন্দীপ স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়ত। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকাল সওয়া ১০টা নাগাদ দুই ভাই গঙ্গার পাড়ে দাঁড়িয়েছিল। বেশ কয়েক জন তখন ঘাটে স্নান করছেন। তাঁদের নজর এড়িয়ে হঠাত্‌ই ভাইয়ের হাত ধরে জলে নেমে পড়ে সন্দীপ। দু’জনেই তলিয়ে যেতে থাকে। বিষয়টি বুঝেই শুভমকে দ্রুত পাড়ে তুলে ফেলেন ঘাটের লোকজন। একটু পরেই উদ্ধার হয় সন্দীপ। কিন্তু তত ক্ষণে মারা গিয়েছে সে।

যুবতী খুনের ঘটনায় ধৃত হোটেল-মালিক
তারকেশ্বরের হোটেলে যুবতী খুনের ঘটনায় হোটেল-মালিককে ধরল পুলিশ। সোমবার ওই হোটেলে গলার নলি কাটা অবস্থায় এক যুবতীর দেহ মেলে। তাঁর পরিচয় মেলেনি। ধৃতের নাম সোমনাথ কোলে। মঙ্গলবার চন্দননগর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাঁকে ৪ দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন। পুলিশ জানায়, সোমবার সকালে এক যুবকের সঙ্গে হোটেলে ওঠেন ওই যুবতী। পেরে হোটেলকর্মীরা যুবতীকে নিহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পুলিশ জানায়, হোটেলের খাতা আদৌ সঠিক ভাবে মেলানো হত না। নিহত যুবতী বা তাঁর পুরুষসঙ্গীর পরিচয় খাতায় লেখা ছিল না।

উদয়নারায়ণপুরে অনুষ্ঠান
ভগত্‌ সিংহের স্মণে অনুষ্ঠান করল হাওড়ার উদয়নারায়ণপুর। ২৩ মার্চ স্থানীয় ভবানীপুর বিবেকানন্দ শিক্ষা নিকেতনের উদ্যোগে এই অনুষ্ঠান হয় ভবানীপুর ঊষানিকেতনে। আলোচনা হয় স্বাধীনতা আন্দোলনে ভগত্‌ সিংহের ভূমিকা নিয়ে। ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। ভগত্‌ সিংহের প্রতিকৃতিতে মালা দিয়ে শুরু হয় অনুষ্ঠান। ছিল গীতিআলেখ্য, স্বরচিত কবিতা পাঠ। সাধারণ মানুষ ছাড়াও উপস্থিত ছিলেন এলাকার শিল্পী ও সাহিত্যিকেরা। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টুম্পা ধাড়া।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.