জয়ী জাতীয় সঙ্ঘ
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
দ্বিতীয় ডিভিশন ক্রিকেটে জাতীয় সঙ্ঘ ২০৮ রানে হারাল বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবকে। প্রথমে জাতীয় ৩৫ ওভারে ২৭৯-২ করে। রাকেশ কুণ্ডু (১১২) ও স্বপন দে (১০৩) দৌলতে রানের পাহাড় গড়ে জাতীয়। পরে বিবেকানন্দ ২৮.৩ ওভারে ৭১ রানে সকলে আউট হয়ে যায়। জাতীয় সঙ্ঘের মোল্লা সাবির ইকবাল ২১ রানে ৪ উইকেট পান। অন্য ম্যাচে ইছলাবাদ অ্যাথলেটিক ক্লাব ১৭ রানে হারায় ওয়েস্ট বর্ধমান অ্যাথলেটিক ক্লাবকে। বৃষ্টির জন্য ২০ ওভারের খেলা হয়। প্রথমে ইছলাবাদ ১৬.২ ওভারে করে ১১৫-৮। ঘনশ্যাম শর্মা ৪৩ করেন। অ্যাথলেটিক ক্লাবের অর্পণ দাস ৩৯ রানে ৪ উইকেট পান। পরে অর্পণের দল ২০ ওভারে করে ৯৮-৫।
|
রাজ কলেজের হার
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
আন্তঃকলেজ ক্রিকেটের ম্যাচ হল বর্ধমানের মোহনবাগান মাঠে।—নিজস্ব চিত্র। |
বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রিকেট থেকে বিদায় নিল বর্ধমান রাজ কলেজ। তারা মানকর কলেজের কাছে ১ উইকেটে পরাজিত হয়েছে। প্রথমে রাজ কলেজ ৩৫ ওভারে ১৮৫-৭ করে। সায়ন সেন ৫৭ ও অর্ণব ঘোষ ৫৫ করেন। মানকরের অপূর্ব সাহা ৪১ রানে ৫ উইকেট পান। পরে মানকর করে ৩৪.৩ ওভারে করে ১৭৯-৯। মিথেশকুমার সিংহ ৫৬ ও অপূর্ব সাহা ৪৯ করেন। অন্য ম্যাচে সিউড়ি বিদ্যাসাগর কলেজ ৩ উইকেটে হারায় আরামবাগের নেতাজি কলেজকে।
|
কাটোয়ায় ক্রিকেট
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত ক্রিকেট প্রতিযোগিতার সেমিফাইনালে উঠল ইউনিক, কলেজ মাঠ একাদশ, অগ্রণী, সুকান্ত-স্মৃতি সঙ্ঘ। আজ, বুধবার কাটোয়া কলেজ মাঠে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে কলেজ মাঠ একাদশ ও অগ্রণী সঙ্ঘ। মঙ্গলবারের খেলায় যুবশক্তিকে ৮ উইকেটে হারায় কলেজ মাঠ একাদশ।
|
|
দুর্গাপুরের এমএএমসি মাঠে চলছে হীরক রায় স্মৃতি ক্রিকেট। |
|