খেলার টুকরো খবর

জয়ী জাতীয় সঙ্ঘ
দ্বিতীয় ডিভিশন ক্রিকেটে জাতীয় সঙ্ঘ ২০৮ রানে হারাল বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবকে। প্রথমে জাতীয় ৩৫ ওভারে ২৭৯-২ করে। রাকেশ কুণ্ডু (১১২) ও স্বপন দে (১০৩) দৌলতে রানের পাহাড় গড়ে জাতীয়। পরে বিবেকানন্দ ২৮.৩ ওভারে ৭১ রানে সকলে আউট হয়ে যায়। জাতীয় সঙ্ঘের মোল্লা সাবির ইকবাল ২১ রানে ৪ উইকেট পান। অন্য ম্যাচে ইছলাবাদ অ্যাথলেটিক ক্লাব ১৭ রানে হারায় ওয়েস্ট বর্ধমান অ্যাথলেটিক ক্লাবকে। বৃষ্টির জন্য ২০ ওভারের খেলা হয়। প্রথমে ইছলাবাদ ১৬.২ ওভারে করে ১১৫-৮। ঘনশ্যাম শর্মা ৪৩ করেন। অ্যাথলেটিক ক্লাবের অর্পণ দাস ৩৯ রানে ৪ উইকেট পান। পরে অর্পণের দল ২০ ওভারে করে ৯৮-৫।

রাজ কলেজের হার
আন্তঃকলেজ ক্রিকেটের ম্যাচ হল বর্ধমানের মোহনবাগান মাঠে।—নিজস্ব চিত্র।
বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রিকেট থেকে বিদায় নিল বর্ধমান রাজ কলেজ। তারা মানকর কলেজের কাছে ১ উইকেটে পরাজিত হয়েছে। প্রথমে রাজ কলেজ ৩৫ ওভারে ১৮৫-৭ করে। সায়ন সেন ৫৭ ও অর্ণব ঘোষ ৫৫ করেন। মানকরের অপূর্ব সাহা ৪১ রানে ৫ উইকেট পান। পরে মানকর করে ৩৪.৩ ওভারে করে ১৭৯-৯। মিথেশকুমার সিংহ ৫৬ ও অপূর্ব সাহা ৪৯ করেন। অন্য ম্যাচে সিউড়ি বিদ্যাসাগর কলেজ ৩ উইকেটে হারায় আরামবাগের নেতাজি কলেজকে।

কাটোয়ায় ক্রিকেট
মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত ক্রিকেট প্রতিযোগিতার সেমিফাইনালে উঠল ইউনিক, কলেজ মাঠ একাদশ, অগ্রণী, সুকান্ত-স্মৃতি সঙ্ঘ। আজ, বুধবার কাটোয়া কলেজ মাঠে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে কলেজ মাঠ একাদশ ও অগ্রণী সঙ্ঘ। মঙ্গলবারের খেলায় যুবশক্তিকে ৮ উইকেটে হারায় কলেজ মাঠ একাদশ।

দুর্গাপুরের এমএএমসি মাঠে চলছে হীরক রায় স্মৃতি ক্রিকেট।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.