বিদ্যুতে বিঘ্ন
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটায় কার্যালয়ে ভাঙচুর চালালেন বাসিন্দারা। মঙ্গলবার রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানির সীতারমাপুর শাখা কার্যালয়ের ঘটনা। পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। লিখিত অভিযোগও দায়ের করেছেন বিদ্যুৎ বন্টন কোম্পানি কর্তৃপক্ষ। কুলটি পুরসভার নবীনগর এলাকায় কয়েকদিন ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ। বিদ্যুৎ বন্টন কোম্পানি কর্তৃপক্ষকে বিষয়টি জানানোর পরেও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি বলে দাবি বাসিন্দাদের। তাতেই এ দিন বিক্ষোভ ও ভাঙচুর করেন তারা। বিদ্যুৎ বন্টন কোম্পানির তরফে জানানো হয়েছে, কারিগরি সমস্যা থাকায় ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন হচ্ছে। দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, ভাঙচুরের অভিযোগের তদন্ত চলছে।
|
চাকরির দাবিতে বিক্ষোভ খনিতে
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
স্থানীয় বাসিন্দাদের চাকরি-সহ বেশ কিছু দাবি-দাওয়াতে মঙ্গলবার নর্থ সিহারশোল খোলা মুখ খনিতে উৎপাদন বন্ধ রেখে বিক্ষোভ দেখালেন গ্রাম রক্ষা কমিটি। সাতগ্রাম, বীজপুর, কাঁটাগড়িয়া, বালানপুর এবং সার্থকপুর - মোট এই পাঁচটি গ্রাম নিয়ে গঠিত হয়েছে গ্রাম রক্ষা কমিটি। তাঁদের দাবি, বেকার ও জমিহারাদের চাকরি দেওয়া ছাড়াও অতিরিক্ত ক্ষতিপূরণ দিতে হবে। এই খোলামুখ খনিতে কয়লা কাটার জন্য বিস্ফোরণ বেশি হয়। ফলে এলাকার বেশ কয়েকটি বাড়িতে ফাটল ধরছে। এই খনি থেকে রাতের অন্ধকারে কয়লা চোরেরা কয়লা লুঠ করে নিচ্ছে। কয়লা চুরিতে যুক্ত থাকার অভিযোগে মামলা চলছে এমন আট জন বেসরকারি নিরাপত্তা রক্ষী হিসেবে কাজ করছেন। এই অবৈধ পাচারের প্রতিবাদ করার জন্য খনি কর্মী তথা শ্রমিক নেতা সুকুমার বাউড়িকে অন্যত্র বদলি করা হয়েছে।
|
দোকানে চুরি
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
দোকানের অ্যাসবেস্টসের চাল ভেঙে নগদ টাকা-সহ বেশ কিছু সামগ্রী নিয়ে পালাল দুষ্কৃতীরা। অন্ডালের বাঁকোলা কোলিয়ারির ২ নম্বর সাইডিং এলাকার ঘটনা। দোকানের মালিক দেবরাজ মণ্ডল জানান, মঙ্গলবার ভোর সাড়ে তিনটে নাগাদ তাঁর এক প্রতিবেশী দোকানের দরজা খোলা দেখতে পান। তাঁর কাছেই দেবরাজবাবু দোকানে লুঠের খবর পান। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
|
|
২ নম্বর জাতীয় সড়কে রানিগঞ্জের মঙ্গলপুর থেকে অন্ডাল যাওয়ার
রাস্তায় গার্ডওয়ালের এমন হাল বেশ কয়েক মাস ধরে।—নিজস্ব চিত্র। |
|