কল্যাণী গাঁধী মেমোরিয়াল হাসপাতালের জরুরি বিভাগের আধুনিকীকরণের উদ্বোধন করলেন রাজ্যের কারিগরি শিক্ষা দফতরের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। মঙ্গলবারের ওই কর্মসূচীতে হাজির ছিলেন কল্যাণীর বিশ্বাস রমেন্দ্র নাথ বিশ্বাস, হাসপাতালের সুপার অনিলকৃষ্ণ মোহন্ত প্রমুখ। অনিলবাবু বলেন, “জরুরি বিভাগে দু’টি আধুনিক শয্যা সহ গুরুত্বপূর্ণ যন্ত্র কেনা হয়েছে।”
|
গত তিন সপ্তাহ ধরে অগ্নিনির্বাপক ব্যবস্থা ছাড়াই রায়গঞ্জ জেলা হাসপাতাল চলছে। হাসপাতালের ১১টি অগ্নিনির্বাপক যন্ত্রের রাসায়নিক গ্যাস-পাউডারের মেয়াদ গত ৯ মার্চ উত্তীর্ণ হয়ে যাওয়ায় সেগুলির কার্যক্ষমতা হারিয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে বড়সড় বিপদের আশঙ্কা করছেন হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা। বছর দশেক আগে বিভিন্ন ওয়ার্ড ও অপারেশন থিয়েটারে ওই যন্ত্রগুলি বসানো হয়েছিল। যে সংস্থাকে যন্ত্রগুলি ‘রিফিলিং’ করার বরাত দেওয়া হয়, তাঁরা তা কেন করেননি তা দেখা হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতালের সুপার অরবিন্দ তান্ত্রি।
|
সোমবার রাতে কান্দি হাসপাতালের ময়না-তদন্তের ঘরের বিভিন্ন যন্ত্রপাতি ও বৈদ্যুতিক সরঞ্জাম নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। সুপার মৃগাঙ্কমৌলী কর জানান, ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে। |