একই কাজে বারবার বরাদ্দ, অভিযোগ কাউন্সিলরের |
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
প্রতি বছর বাজেটে প্রায় একই কাজের পরিকল্পনা দেখানো হচ্ছে, এমন অভিযোগ তুলে রানিগঞ্জ পুরসভার বাজেট বৈঠক বয়কট করলেন একমাত্র বিরোধী কাউন্সিলর হেনা খাতুন।
মঙ্গলবার ওই পুরসভায় ২০১৩-১৪ আর্থিক বর্ষের বাজেট পেশ করা হয়। তাতে জানানো হয়, ১১ লক্ষ ৯১ হাজার ২১৬ টাকা ব্যয় বরাদ্দ অনুমোদন হয়েছে। তার মধ্যে নতুন নর্দামা তৈরিতে ৭৮ লক্ষ, গরিব পরিবারগুলির জন্য সাধারণ শৌচালয় গড়তে ৫০ লক্ষ টাকা ধার্য করা হয়েছে। দু’টি পৌর বাজারের পরিকাঠামো উন্নয়নে বরাদ্দ হয়েছে এক কোটি টাকা। প্রতিটি উন্নয়ন প্রকল্পের ক্ষেত্রে তফসিলি জাতি ও উপজাতি এবং অনগ্রসর এলাকায় ২৫ শতাংশ এবং সংখ্যালঘু এলাকায় ১৫ শতাংশ কাজের পরিকল্পনা নেওয়া হয়েছে।
বাজেট নিয়ে বৈঠক শুরু হতেই তৃণমূল কাউন্সিলর হেনা খাতুন বাইরে বেরিয়ে আসেন। বাজেটের কপি ছিঁড়ে ফেলে বাড়ি চলে যান। তিনি অভিযোগ করেন, পরপর তিনটি আর্থিক বর্ষে প্রায় একই কাজের পরিকল্পনা দেখানো হচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত এই তিনটি আর্থিক বর্ষে আশি শতাংশ কাজ হয়নি। রানিগঞ্জে জনসংখ্যার নিরিখে প্রয়োজনীয় হিন্দি বালিকা বিদ্যালয়ের জন্য ২০ লক্ষ টাকা, সংখ্যালঘুদের সাতটি আবাসের জন্য ২০ লক্ষ এবং জুনিয়র হাই মাদ্রাসার জন্য ১০ লক্ষ টাকা বরাদ্দ দেখানো হয়েছিল। কোনও কাজই হয়নি। আবার এই অর্থবর্ষেও ওই তিনটি ক্ষেত্রে একই টাকা বরাদ্দ করা হয়েছে বলে তাঁর দাবি।
পুরপ্রধান অনুপ মিত্রের পাল্টা দাবি, পরপর তিন বছর ধারাবাহিক ভাবে উন্নয়ন খাতে রাজ্য সরকারের ব্যয় বরাদ্দ কমছে। ২০১০-১১ অর্থিক বর্ষে ৪ কোটি ৫৩ লক্ষ, ২০১১-১২ ৩ কোটি ৮২ লক্ষ এবং ২০১২-১৩ অর্থিক বর্ষে ২ কোটি ৮৯ লক্ষ টাকা অনুমোদন হয়েছে। বিশেষ করে সংখ্যালঘু আবাস, হিন্দি বালিকা বিদ্যালয় এবং জুনিয়র হাই মাদ্রাসার জন্য তাঁরা ব্যয় বরাদ্দ করলেও সরকার কাজের অনুমোদন দেয়নি। এ বছর যাতে তা পাওয়া যায়, সেই আশা রেখে এই বাজেটে ব্যয় বরাদ্দ দেখানো হয়েছে বলে তাঁর দাবি। |