চুরি করতে এসে বৃদ্ধাকে কুয়োয়, ধৃত তিন দুষ্কৃতী
চুরি করতে এসে বাড়ির বৃদ্ধাকে কুয়োয় ফেলে পালিয়েছিল দুষ্কৃতী। তার ভাগ্যে জুটেছিল দু’টি মোবাইল ও নগদ শ’খানেক টাকা। কিন্তু জলে ডুবে প্রাণ গিয়েছিল বৃদ্ধার। এই ঘটনার প্রায় দেড় মাস পরে দুর্গাপুরের সগরভাঙা থেকে ধরা হল সেই দুষ্কৃতী, শেখ লালবাবুকে। সগরভাঙারই বাসিন্দা সে। এর সঙ্গেই জানার পরেও সমস্ত ঘটনা গোপন করার অভিযোগে ধরা হয়েছে সিকান্দার শাহ নামে আরেকজনকে। চোরাই মোবাইল রাখার অভিযোগে গ্রেফতার হয়েছে রাজু সিংহ নামে আরও একজন। পুলিশ জানায়, ন’দিনের পুলিশি হেফাজতের পরে আজ বুধবার ধৃত তিনজনকে আদালতে তোলা হবে।
৩০ জানুয়ারি গভীর রাতে অন্ডাল থানার অন্ডাল গ্রামে ঘটনাটি ঘটেছিল। ঘুম না আসায় ৭৫ বছরের বৃদ্ধা কল্যাণী মুখোপাধ্যায় দরজা খুলে পায়চারি করতে নামছিলেন উঠোনে। তখনই সামনে পড়ে যায় চোর। নিমেষেই বাধা সরাতে কল্যাণীদেবীকে কুয়োয় ফেলে দেয় সে। তারপরে বাড়িতে ঢুকে দু’টি মোবাইল ও আড়াইশো টাকা হাতিয়ে নেয়। ইতিমধ্যে কুয়োর ভেতরেই মারা যান কল্যাণীদেবী। ধৃত শেখ লালবাবুকে জেরা করে এমন তথ্যই মিলেছে বলে জানিয়েছেন আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের এসিপি (পূর্ব) এস সিলভামুরুগান।
দুর্গাপুর থানায় ধৃতেরা।—নিজস্ব চিত্র।
পরের দিন মৃতার ছেলে স্বপন মুখোপাধ্যায় থানায় লিখিত অভিযোগে জানান, সেই রাতে তিনি কাজে গিয়েছিলেন। ভোরে বাড়ি ফিরে দেখেন মায়ের শোওয়ার ঘরের দরজা খোলা। খোঁজাখুঁজি করতে গিয়ে দেখেন কুয়োয় পড়ে রয়েছে মায়ের দেহ। অভিযোগ পেয়ে পুলিশ তদন্ত শুরু করে। কোনও ভাবে বেসামাল হয়ে রাতের অন্ধকারে ওই বৃদ্ধা কুয়োয় পড়ে গিয়েছেন কিনা তা নিয়ে সন্দেহ দেখা দেয়। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেয়ে পুলিশ নিশ্চিত হয়, জোর করেই ওই বৃদ্ধাকে কুয়োয় ফেলে দেওয়া হয়েছে। এরপরে পুলিশ খোঁজ শুরু করে দুষ্কৃতীর। চোরাই মোবাইলের টাওয়ার লোকেশন ধরে তল্লাশি শুরু হয়। শেষ পর্যন্ত মার্চের মাঝামাঝি একটি মোবাইলের হদিস পায় পুলিশ। দুর্গাপুরের ভগৎ সিংহ মোড়ের রাজু সিংহকে গ্রেফতার করা হয়। তাকে জেরা করে পুলিশ জানতে পারে, সে মোবাইলটি পেয়েছে সিকান্দার শাহ নামে একজনের কাছ থেকে। এসিপি (পূর্ব) এস সিলভামুরুগানের দাবি, জেরায় সিকান্দার জানায় শেখ লালবাবুই সেই রাতের ঘটনা ঘটিয়েছিল। এরপরে পুলিশ সগরভাঙ্গা থেকে শেখ লালবাবুকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, ঘটনায় প্রধান অভিযুক্ত লালবাবুর নামে একাধিক চুরির অভিযোগ রয়েছে। জেরায় লালবাবু জানিয়েছে সে আগে থেকেই জানত, রাতে মাঝে মাঝেই কল্যাণীদেবী বাড়িতে একা থাকেন। ওই দিন রাতে এ ব্যাপারে নিশ্চিত হয়েই সে হানা দেয়। কিন্তু আচমকাই সামনে পড়ে যান কল্যাণীদেবী।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.