আজ প্রাক-বিশ্বকাপে পর্তুগালের টিকে থাকার লড়াই, মুখোমুখি যুদ্ধে স্পেন-ফ্রান্স
পাহাড়-চূড়ার আতঙ্কে কপালে ভাঁজ মেসির
ব্রাজিল বিশ্বকাপের যোগ্যতা অর্জনের আর এক রোমাঞ্চকর পর্ব উদ্ঘাটিত হতে চলেছে মঙ্গলবার রাতে। এক দিকে নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো-বিহীন পর্তুগাল মুখোমুখি হবে আজারবাইজানের। অন্য দিকে ২০১৪ বিশ্বকাপে সরাসরি খেলার ছাড়পত্র পেতে বিশ্ব তথা ইউরোপ চ্যাম্পিয়ন স্পেনকে জিততেই হবে ফ্রান্সের বিরুদ্ধে। আবার লাতিন আমেরিকা গ্রুপ থেকে আর্জেন্তিনা পরের বছরের বিশ্বকাপ-টিকিট কার্যত পকেটে পুরে ফেললেও স্বয়ং মেসি আতঙ্কিত আগামিকাল সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে বলিভিয়ার বিরুদ্ধে ম্যাচ নিয়ে।
তিন দিন আগেই ইজরায়েলের বিরুদ্ধে ৩-৩ ড্র করে মূলপর্বে পৌঁছনোর রাস্তা কঠিন হয়ে দাঁড়িয়েছে পর্তুগালের। রোনাল্ডো-ম্যাজিক ব্রাজিলের মাঠে দেখাতে হলে তাঁকে ছাড়াই মঙ্গলবারের ম্যাচে তিন পয়েন্ট তুলবে হবে পাওলো বেন্টোর দলকে। রিয়াল মাদ্রিদের হয়ে দুরন্ত ফর্মে থাকলেও দেশের জার্সিতে চেনা ছন্দে পাওয়া যায়নি রোনাল্ডোকে। উল্টে ইজরায়েল ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখে আজারবাইজানের সঙ্গে গুরুত্বপূর্ণ ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন। রোনাল্ডোর অনুপস্থিতি ঢাকার মহাদায়িত্ব চাপতে চলেছে ভেইরিনহা অথবা ড্যানির ঘাড়ে। ইজরায়েলের বিরুদ্ধে গোল করলেও হাঁটুর চোটে মঙ্গলবার অনিশ্চিত কোয়েন্ত্রা-ও। তবে ইউসেবিওর দেশের পক্ষে তথ্য, এই ম্যাচের ইতিহাসে আজ পর্যন্ত পর্তুগালকে হারায়নি আজারবাইজান। এই মুহূর্তে গ্রুপ এফ-এ ইজরায়েলের সঙ্গে সমান পয়েন্টে থাকলেও গোল পার্থক্যে তৃতীয় স্থানে রোনাল্ডোর পর্তুগাল।
গ্রুপ আই-এর হেভিওয়েট ম্যাচে দিদিয়ের দেশঁ-র দলের বিরুদ্ধে নামার প্রাক্কালে দেল বস্কির বিশ্বচ্যাম্পিয়ন টিমের চিন্তা আগের ম্যাচে দুর্বল ফিনল্যান্ডের বিরুদ্ধেও তাদের বিখ্যাত তিকিতাকা-র আটকে পড়া। ইনিয়েস্তা-ভিয়াদের ড্রয়ের দিনে রিবেরি-ভালবুয়েনারা জর্জিয়াকে হারিয়ে গ্রুপ শীর্ষে উঠে এসেছেন গত শুক্রবার। “আমরা ফ্রান্সে যাচ্ছি কিন্তু জেতার লক্ষ্য নিয়েই,” দেশ ছাড়ার সময় বলেছেন দেল বস্কি। কিন্তু ম্যাচের আগে চোট সমস্যায় ভুগছে স্পেন শিবির। কাসিয়াস (হাত), পুয়োল (হাঁটু), জাভি (হ্যামস্ট্রিং) আগেই দল থেকে বাদ পড়েছেন। ফিনল্যান্ড ম্যাচের পর চোটের তালিকায় নতুন নাম ইওর্দি আলবা। পরিবর্তে প্রথম দলে সম্ভবত আর্সেনালের মনরিয়াল।
আবার লিও মেসির আর্জেন্তিনার চ্যালেঞ্জ অ্যাওয়ে ম্যাচের ভেনু। বলিভিয়া ম্যাচ সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উচ্চতায় খেলতে হবে বলে অক্সিজেনের অভাব-আশঙ্কায় মাঠে নামার আগেই সতর্ক মেসি-বাহিনী। “উচ্চতার কারণে বলিভিয়ায় গিয়ে খেলা খুব কঠিন। গতবার এই ম্যাচটা আমাদের খুব খারাপ গিয়েছিল,” বলেছেন অধিনায়ক মেসি। অন্যান্য উল্লেখযোগ্য ম্যাচের মধ্যে রুনির ইংল্যান্ড মুখোমুখি হচ্ছে মন্টেনেগ্রো-র। এ ছাড়া নেদারল্যান্ডস বনাম রোমানিয়া এবং তিন দিনের মধ্যেই জার্মানি-কাজাখস্থান ফিরতি ম্যাচ।

ফ্রান্স : স্পেন
আজারবাইজান : পর্তুগাল
বলিভিয়া : আর্জেন্তিনা
মন্টেনেগ্রো : ইংল্যান্ড
নেদারল্যান্ডস : রোমানিয়া
জার্মানি : কাজাখস্থান




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.