টুকরো খবর
ফের মরা মাছ ভাসল মূর্তিতে
ময়নাগুড়ির রামসাই এলাকায় মূর্তি নদীতে পরিদর্শনে মত্‌স্য
দফতরের প্রতিনিধিরা। সোমবার তোলা নিজস্ব চিত্র।
সোমবারও মূর্তি নদীতে ভেসে উঠল মৃত ও অর্ধমৃত মাছ। এ দিন মৎস্য দফতরের পাঁচ জনের একটি প্রতিনিধি দল ময়নাগুড়ির রামসাই সংলগ্ন এলাকায় ওই নদী ঘুরে দেখেন। তাঁরা মাছ ও মাটির নমুনা সংগ্রহ করেন। পরীক্ষার জন্য ওই সমস্ত মরা মাছ ও মাটির নমুনা আগামীকাল কলকাতায় পরীক্ষাগারে পাঠানো হবে। সেই সঙ্গে পুলিশের কাছেও অভিযোগ দায়ের করবে মৎস্য দফতর। দফতরের উত্তরবঙ্গের ডেপুটি ডিরেক্টর তিমিরবরণ মণ্ডল বলেন, “প্রাথমিকভাবে স্পষ্ট বিষ ছড়িয়ে দেওয়ায় মূর্তি নদীতে প্রচুর মরা মাছ ভেসেছে। ওই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা যায়নি। তবে মঙ্গলবার পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হবে।” রবিবার সকালে পাহাড়ি মূর্তি নদীতে মৃত, অর্ধমৃত অসংখ্য মাছ ভেসে ওঠে। ঘটনার পরে মৎস্য দফতরের কর্তারা জানান, কীটনাশক অথবা গেঁজে ওঠা হাড়িয়া ছড়িয়ে দেওয়ায় ওই ঘটনা ঘটেছে। সোমবার ঘটনাস্থল ঘুরে দেখার পরে তাঁরা ওই বিষয়ে নিশ্চিন্ত হয়ে যান। বিপদ এড়াতে দফতরের তরফে নদী সংলগ্ন এলাকায় সচেতনতা শিবির করার পরিকল্পনা নেন। মৎস্য দফতরের জলপাইগুড়ি জেলা আধিকারিক পার্থসারথী দাস বলেন, “স্থানীয় বাসিন্দা সচেতন না হলে বিরাট নদী এলাকার নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। তাই মৎস্যজীবী সহ সাধারণ মানুষয়ে সচেতন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।”

সৈকতে যান চলাচলে নিষেধাজ্ঞা
সৈকতে অবাধে যান চলাচলের ফলে হারিয়ে যাচ্ছে লাল কাঁকড়া। বিঘ্নিত হচ্ছে বাস্তুতন্ত্রের ভারসাম্য। বাড়ছে ভাঙন প্রবণতাও। সৈকত নিয়ে গবেষণারত বিজ্ঞানী ও পরিবেশপ্রেমীরা এই অভিযোগ করছিলেন দীর্ঘ দিন ধরে। তারই প্রেক্ষিতে সম্প্রতি দিঘা, মন্দারমণি ও তাজপুর সমুদ্র সৈকতে কেবলমাত্র নিরাপত্তার কারণ ছাড়া অন্য যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। পূর্ব মেদিনীপুরে জেলা পুলিশ সুপার সুকেশ জৈন এই মর্মে কাঁথির এসডিপিও-সহ দিঘা, দিঘা উপকূল ও রামনগর থানার ওসিদের কাছে এক নির্দেশনামা পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন। দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের নির্বাহী আধিকারিক সৌমেন পাল বলেন, ‘‘বিষয়টি শুনেছি। তবে, এখনও ওই নির্দেশের কপি হাতে পাইনি।” অবাধে যান চলাচল ছাড়াও বিভিন্ন পযর্টক বিনোদন সংস্থার বিচ বাইক, প্যারা সেলিংয়ের জিপ গাড়ি চলছে পূর্ব মেদিনীপুরের সৈকতে। এর ফলে জীব বৈচিত্র্যের যেমন বিলুপ্ত ঘটছে, তেমনই ভাঙনের প্রবণতা বাড়ছে বলে অভিযোগ বিজ্ঞানীদের। দিঘা মেরিন অ্যাকোয়ারিয়াম ও রিসার্চ সেন্টারের আধিকারিক অনিল মহাপাত্র, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক অমল মণ্ডল বিষয়টি প্রশাসনকে জানিয়েছিলেন। এরপরই প্রশাসন থেকে যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়। দিঘা ছাড়াও তাজপুর ও মন্দারমণি সৈকতেও গাড়ি চলাচল করে। মন্দারমণি থেকে জলধা পর্যন্ত প্রতিদিন কম করে ২০ থেকে ২৫ বার ট্রেকার যাতায়াত করে। এ বার থেকে তা বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন কাঁথির এসডিপিও ইন্দ্রজিৎ বসু। তিনি জানিয়েছেন, মন্দারমণিতে হোটেল-লজগুলির পেছন দিয়ে নতুন যে রাস্তা তৈরি হয়েছে, সেই রাস্তাতেই ট্রেকার-সহ অন্য গাড়িগুলিকে চলাচল করতে হবে। না হলে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে।

মৌমাছির কামড়ে মৃত্যু
মৌমাছির কামড়ে মৃত্যু হল এক পক্ষাঘাতগ্রস্থ বৃদ্ধের। তাঁর নাম নিমাই দে (৫৫)। বাড়ি বর্ধমানের তেজগঞ্জে। শনিবার দুপুরে একটি স্থানীয় পুকুরে গিয়েছিলেন তিনি। পুকুর পাড়ের একটি মৌচাক থেকে ঝাঁকে-ঝাঁকে মৌমাছি তাঁকে কামড়াতে শুরু করে। রবিবার সকালে হাসপাতালে মৃত্যু হয় তাঁর।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.