বিনোদনের টুকরো খবর |
|
হয়নি সংস্কার, স্টার থিয়েটারে ফাটল
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
সংস্কার: স্টার থিয়েটারে দেওয়ালে ফাটল, শুরু হচ্ছে সারাইয়ের কাজ। |
ফাটল ধরেছে স্টার থিয়েটারের কিছু অংশে। তবে আশঙ্কার কারণ নেই বলে জানিয়েছে পুর-প্রশাসন। দিন কয়েকের মধ্যে সংস্কার শুরু হবে। পুরসভা সূত্রের খবর, দিন কয়েক আগে লিফটের পাশের দেওয়ালে ফাটল দেখে জানানো হয় পুর-কর্তৃপক্ষকে। সোমবার মেয়র পারিষদ দেবাশিস কুমার ও পুর-কমিশনার খলিল আহমেদ স্টার থিয়েটারের হাল দেখে আসেন। দেবাশিসবাবু বলেন, “দেওয়ালে একটা ফাটল হয়েছে। আরও কয়েকটি জায়গায় ছোটখাটো ভাঙা রয়েছে। গত ৮ বছর স্টার কমপ্লেক্সে সংস্কার হয়নি।” তিনি জানান, শীঘ্রই সেখানে সংস্কার শুরু হবে। পুরসভার চিফ ইঞ্জিনিয়ারকে কাজ তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে। তবে সংস্কার চলাকালীন হলের কোনও অনুষ্ঠান বন্ধ থাকবে না বলে জানিয়েছেন দেবাশিসবাবু।
|
গরহাজির সলমন
সংবাদসংস্থা • মুম্বই |
গাড়ি চাপা দিয়ে মারার মামলার শুনানিতে হাজির হলেন না সলমন খান। ২০০২ সালে সলমনের গাড়ি চাপা পড়ে এক ব্যক্তি মারা যান। ওই ঘটনায় আহত হন আরও চার জন। সেই মামলায় সলমনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের অভিযোগ আনা হয়েছে। ওই অভিযোগ খারিজ করার আবেদন জানিয়েছেন সলমন। সোমবার এই দু’টি বিষয়েরই শুনানি ছিল। সলমনের আইনজীবী আদালতের কাছে তথ্য পেশ করার জন্য সময় চাইলে, ৮ এপ্রিল পরবর্তী শুনানির দিন ধার্য করে আদালত।
|
দোল উপলক্ষে একটি অনুষ্ঠানের মহড়া।
(বাঁ দিক থেকে) চৈতালী দাশগুপ্ত, ইন্দ্রাণী সেন,
লোপামুদ্রা মিত্র, সন্দীপ মল্লিক, শৌনক চট্টোপাধ্যায়
ও শমীক পাল। সোমবার। ছবি: স্বাতী চক্রবর্তী |
আমরি হাসপাতালের অগ্নিকাণ্ড অবলম্বনে তৈরি হচ্ছে
দ্বিভাষিক ছবি ‘বার্নিং ক্যালকাটা’। তাতেই অভিনয়
করবেন ফরাসী অভিনেত্রী ও মডেল মারিয়ঁ ওসঁ।
সোমবার শান্তিনিকেতনে তোলা পিটিআইয়ের ছবি। |
|
|