টুকরো খবর
ভারতীয় বংশোদ্ভূত ছাত্র আমেরিকায় নিখোঁজ
এক সপ্তাহ হয়ে গেল খোঁজ মিলছে না এক ভারতীয় বংশোদ্ভূত ছাত্রের। বছর বাইশের সুনীল ত্রিপাঠী আমেরিকার ব্রাউন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। রোড আইল্যান্ডের প্রভিডেন্স শহরের এক বাড়িতে থাকতেন তিনি। ১৬ মার্চ, শনিবার সকাল থেকে নিখোঁজ সুনীল। প্রভিডেন্স পুলিশ এত দিন ঘটনাটির তদন্ত করছিল। এ বার তাঁদের সঙ্গে যোগ দিলেন এফবিআইয়ের গোয়েন্দারাও। গোয়েন্দা দলের প্রধান মার্ক সাক্কো যদিও জানিয়েছেন, এ নিয়ে নির্ভরযোগ্য কোনও তথ্য তাঁরা এখনও পাননি। পুলিশকে সাহায্যের পাশাপাশি সুনীলের খোঁজ পেতে ফেসবুকে তাঁর নামে একটি পেজও তৈরি করেছেন সুনীলের বাড়ির লোক। তাঁদের দাবি, বিশ্ববিদ্যালয় থেকে কিছু দিন ছুটি নেওয়ার পরই অবসাদে ভুগছিলেন সুনীল। আত্মহত্যা করতে পারেন, তাঁর ঘরে পাওয়া এক চিঠিতে এমন ইঙ্গিতও পাওয়া গিয়েছে। ফোন থেকে টাকার ব্যাগ, ক্রেডিট কার্ড, এমনকী পরিচয়পত্র সবই নিজের ঘরে রেখে গিয়েছে সুনীল। শান্ত, লাজুক প্রকৃতির ছাত্রটি যে এমন ভাবে নিখোঁজ হয়ে যেতে পারে, বিশ্বাস করতে পারছেন না বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। প্রভিডেন্স ছাড়িয়ে বস্টন, কানেক্টিকাট, নিউ ইয়র্ক, ফিলাডেলফিয়াতেও আপাতাত তল্লাশি শুরু করেছেন মার্কিন গোয়েন্দারা।

মুশারফের কড়া নিরাপত্তা দাবি
সরকারের কাছ থেকে প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফের নিশ্ছিদ্র নিরাপত্তা চাইল পাক সেনাবাহিনী। চার বছরের স্বেচ্ছা-নির্বাসন ভেঙে রবিবারই পাকিস্তানে ফিরেছেন মুশারফ। বেনজির ভুট্টো হত্যা-সহ বেশ কিছু মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে। তেহরিক-ই-তালিবানের তরফে আবার হুমকি দেওয়া হয়েছে, মুশারফ দেশে ফিরলেই তাকে খুন করা হবে। তালিবানের তরফে একটি হুমকি ভিডিও প্রকাশ করা হয়েছে। মুশারফের দল ‘অল পাকিস্তান মুসলিম লিগ পার্টি’-র মুখপাত্র আশিয়া ইশাক জানিয়েছেন, পাক সেনাবাহিনী এবং পুলিশ মুশারফের নিরাপত্তার ব্যবস্থা করেছে। তবে আরও নিরাপত্তার প্রয়োজন হতে পারে।

শ্রীলঙ্কা সেনায় তামিল মহিলারা
৯৫ জন প্রাক্তন তামিল মহিলা এলটিটিই সদস্য যোগ দিলেন শ্রীলঙ্কা সেনাবাহিনীতে। শ্রীলঙ্কা সেনা সূত্রে খবর, এক সঙ্গে এত তামিল মহিলার সেনাবাহিনীতে যোগদান এই প্রথম। শ্রীলঙ্কার উত্তর অংশের তামিল জনগণের সঙ্গে যোগাযোগ ও সুসম্পর্ক বাড়াতেই ওই মহিলা সেনাদের নিয়োগ বলে সেনা সূত্রের দাবি।

অস্বাভাবিক মৃত্যু
পাক জেলে এক ভারতীয় বন্দির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গুপ্তচরবৃত্তির অভিযোগে চম্বল সিংহ নামে ওই ব্যক্তির পাঁচ বছরের জেল হয়েছিল। চম্বলের সঙ্গে ওই একই জেলে ছিলেন তশিন খান। তাঁর অভিযোগ, চম্বলকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। ময়নাতদন্তে চম্বলের দেহে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে। যদিও জেল কর্তৃপক্ষের দাবি, হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন চম্বল।

সাহসীর পুরস্কার
হাঙর প্রায় মেরেই ফেলেছিল উনিশ বছরের মেয়েটিকে। অসহায় মেয়েটির চিৎকারে আর স্থির থাকতে পারেননি বছর পঞ্চাশের ট্রেভর বার্নস। বোট থেকে ঝাঁপ দিয়ে হাঙরের কাছে পৌঁছে তার লেজ ধরে টান মারেন। সঙ্গে সঙ্গে লেজের ধাক্কায় অনেক দূরে ছিটকে পড়েন। এর ফাঁকে মেয়েটি হাঙরের গ্রাস থেকে পালিয়ে যায়। মেয়েটি বেঁচে গিয়েছে। তবে মেয়েটির শরীরে ২০০টি সেলাই পড়েছে। হাঙরের গ্রাস থেকে মেয়েটিকে বাঁচানোর কৃতিত্বস্বরূপ তাঁকে দেশের দ্বিতীয় সর্বোত্তম সাহসিকতার পুরস্কার দিচ্ছে অস্ট্রেলিয়া সরকার।

গোপন চুল্লি-চুক্তি
পরমাণু চুল্লি তৈরির জন্য সম্প্রতি চিন আর পাকিস্তানের মধ্যে গোপন চুক্তি হয়েছে বলে জানাচ্ছে আমেরিকার সংবাদমাধ্যম। মার্কিন গোয়েন্দাদের সূত্রে পাওয়া খবর অনুযায়ী, পাকিস্তানের পঞ্জাব প্রদেশের চশমায় ওই পরমাণু চুল্লি হওয়ার কথা। গত ফেব্রুয়ারিতে বেজিংয়ে গিয়েছিল পাকিস্তানের পরমাণু শক্তি কমিশনের এক প্রতিনিধিদল। সেই সময়ই ওই চুক্তিটি সই হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.