খেলার টুকরো খবর |
|
জিতল অগ্রণী সঙ্ঘ
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
মহকুমা ক্রিকেট লিগে সোমবার সুকান্ত স্মৃতি সঙ্ঘকে ৬০ রানে হারিয়ে দিল অগ্রণী সঙ্ঘ। কাটোয়া কলেজ মাঠে অগ্রণী প্রথম ব্যাট করে ২৫২ রান করে। অগ্রণীর হয়ে ৭৩ রান করেন মিলন মহম্মদ রিয়াজ। গৌতম ঘোষ ৫৭ রান করেন। সুকান্ত স্মৃতি সঙ্ঘের হয়ে ৭৮ রান করেন রতন দাস। রবিবারের খেলায় ইউনিক যুবশক্তিকে হারায়। প্রথমে যুবশক্তি ১৪০ রান করে। ১০ ওভারে রান তুলে দেয় ইউনিক। সজীব সরকার ৭০ করেন।
|
কাটোয়ায় ভলিবল
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
কাটোয়া মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত ভলিবল প্রতিযোগিতায় রবিবার পর পর তিনটি সেটেই যুবশক্তিকে হারিয়ে দেয় ভারতী সঙ্ঘ। অন্য আর একটি বিতেন্দ্র স্মৃতি সঙ্ঘ দাঁইহাট অ্যাকাডেমিকে হারায়।
|
জয়ী অশোক সঙ্ঘ
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
আসানসোল মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সিনিয়র ডিভিশন ক্রিকেট প্রতিযোগিতায় সোমবারের খেলায় বিজয়ী হল অশোক সঙ্ঘ। আসানসোল স্টেডিয়ামে তারা আসানসোল সিএকে ৩ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে আসানসোল ৬ উইকেট হারিয়ে ১৮৮ রান করে। জবাবে ৭ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় অশোক সঙ্ঘ। সর্বোচ্চ ৭০ রান করেন বিজয়ী দলের রাহুল গোপ।
|
চ্যাম্পিয়ন বিদ্যাসাগর
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর
|
দুর্গাপুর মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রথম ডিভিশন ক্রিকেটে সোমবারের খেলায় জিতল বিদ্যাসাগর এসসিএ। এমএএমসি মাঠে তারা ফুলবাগান স্পোর্টিংকে ১৫৬ রানে হারায়। প্রথম ব্যাট করে বিদ্যাসাগর ৭ উইকেটে ২৬১ রান করে। শুভজিৎ দত্ত অপরাজিত ৬৯ এবং কৌশিক মুখোপাধ্যায় ৫৯ রান করেন। জবাবে ১০৫ রানেই শেষ হয়ে যায় ফুলবাগান। প্রথম ডিভিশনে চ্যাম্পিয়ন হল বিদ্যাসাগর এসসিএ।
|
হারল আরএন
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
আরএন কলোনি স্পোর্টিং ক্লাব আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হল বনবহাল সবুজসঙ্ঘ। আরএন কলোনি মাঠে তারা আয়োজক সংস্থাকে ৭৯ রানে হারায়। প্রথমে ব্যাট করে বনবহাল সব উইকেট হারিয়ে ১৬৪ রান করে। জবাবে ৮৫ রানেই গুটিয়ে যায় আয়োজক সংস্থা।
|
জয়ী এনএসসি
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
রানিগঞ্জ থানা ও রনাই স্পোর্টিং ক্লাব আয়োজিত ক্রিকেটে সোমবারের দ্বিতীয় সেমিফাইনালে জিতল এনএসসি। রনাই মাঠে তারা জিবিএসসিকে ১৮ রানে হারায়। প্রথমে ব্যাট করে এনএনসি সব উইকেট হারিয়ে ১২৯ রান করে। জবাবে ১১১ রানের বেশি করতে পারেনি জিবিএসসি। রসিক কুরেশি খেলার সেরা।
|
রেফারিকে সংবর্ধনা
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
রানিগঞ্জ রেফারি অ্যাসোসিয়েশনের অষ্টম বার্ষিক উৎসবে দুই প্রবীনণ রেফারি লক্ষ্মীনারায়ণ রায় এবং বংশীধর চট্টোপাধ্যায়কে সংবর্ধনা জানানো হল। প্রশিক্ষণ শিবির। ঐক্যতান সবপেয়েছি-র আসরের উদ্যোগে এবং এনইউসিএসির সহযোগিতায় শরীর শিক্ষণ শিবির আয়োজিত হল নিউআপার চেলীডাঙা শিবমন্দির মাঠে। তিনটি বিদ্যালয়ের ১৭৬ জন এই শিবিরে প্রশিক্ষণ নিয়েছে। |
|