আজকের শিরোনাম
৪-০-এ সিরিজ জয়ের লক্ষ্যভেদ ভারতের
অস্ট্রেলিয়া সফরে ৪-০-এ হারের বদলা নিল ধোনি বাহিনী। কোটলাতেও অস্ট্রেলীয় বাহিনীকে ৬ উইকেটে দুরমুশ করল টিম ইন্ডিয়া। ভারতীয় স্পিনারদের ঘুর্ণির মুখে কার্যত মুখ থুবড়ে পড়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডার। ভারতের দশ রানের লিড পেরিয়ে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ১৬৪ রানেই শেষ হয়ে যায়। একমাত্র সিডল (৫০) ছাড়া কেউই বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি। ভারতীয় বোলারদের মধ্যে জাডেজা নেন পাঁচ উইকেট। অশ্বিন ও ওঝা দু’টি করে এবং ইশান্ত শর্মা একটি উইকেট নেন। ম্যাচ জেতার জন্য ১৫৫ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ভারত। ম্যাক্সওয়েলের বলে রিভার্স সুইপ করতে গিয়ে ১১ রানে বোল্ড হন মুরলী বিজয়। এর পর লিয়রঁ বলে এলবিডব্লিউ হয়ে ব্যক্তিগত ৪১ রানে কোহলি ও ১ রানে সচিন প্যাভিলিয়নে ফিরে যান। লিয়রঁ বলেই ১ আউট হন রাহানে। তবে চার উইকেট হারিয়ে ৩১.২ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় টিম ইন্ডিয়া। পূজারা ৮২ এবং ধোনি ১২ রানে অপরাজিত থাকেন। দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই জয় এক কথায় ঐতিহাসিক। অপর দিকে ৮৭ বছর পর এই ভাবে ৪-০-এ হোয়াইটওয়াশ হল অস্ট্রেলিয়া। ম্যাচের সেরা হলেন রবীন্দ্র জাডেজা। সিরিজে শুরু থেকেই ভারতীয় স্পিনারদের দাপটে অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডার বার বার বিপর্যস্ত হয়েছে। সিরিজের সর্বাধিক উইকেট (২৯) অশ্বিনের দখলে। সিরিজের সেরার শিরোপা তাঁরই ঝুলিতে।

খাদ্যে বিষক্রিয়া, কাঁকসায় অসুস্থ ৫০, মৃত ১
গতকাল দুপুরের খাবার খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে কাঁকসার বনকাটি আবাসিক বিদ্যালয়ের ৫০ জন আবাসিক ছাত্রী। প্রথমে তাদের নিয়ে যাওয়া হয় পানাগড়ের প্রথমিক স্বাস্থ্য কেন্দ্রে। অবস্থার অবনতি হওয়ায় ছাত্রীদের ভর্তি করানো হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। সেখানে আজ সকালে মৃত্যু হয় অর্চনা হেমব্রম নামে ন’বছরের এক ছাত্রীর। তবে বাকি ছাত্রীদের অবস্থা এখন অনেকটা স্থিতিশীল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এক সঙ্গে এতজন ছাত্রীর অসুস্থ হয়ে পড়া এবং এক ছাত্রীর মৃত্যুতে বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন অভিভাবকদের একাংশ। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

ভবানীপুরের সোনার দোকানে হামলা, ধৃত দুষ্কৃতী
ভরদুপুরে ভবানীপুরের এক সোনার দোকানে ঢুকে আচমকাই বৃদ্ধ ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এক যুবক। আক্রান্ত চেতলার বাসিন্দা গৌরচাঁদ দে’র (৮২) চিত্কারে দোকানের উপরতলা থেকে তাঁর ছেলে নেমে আসতেই দৌড়ে পালায় ওই দুষ্কৃতী। শনিবার দুপুর পৌনে একটা নাগাদ এই ঘটনা ঘটে।
ঘটনার তদন্তে নামে ভবানীপুর থানার পুলিশ। দোকানে লাগানো সিসিটিভি-র ফুটেজ দেখে লালবাজারের গোয়েন্দারা বছর কুড়ি বয়সী ওই যুবকের খোঁজে তল্লাশি শুরু করে। আজ সকালে বর্ধমানের আউশগ্রাম থেকে গ্রেফতার করা হয় ঘটনার মূল পাণ্ডা পারিজাত হুসেন মন্ডলকে। পুলিশ সূত্রের খবর, এই যুবক ‘কুখ্যাত’ দুষ্কৃতী। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, গৌরচাঁদবাবু যে দোকানের একতলায় দুপুরে একা থাকেন, দুষ্কৃতীর কাছে সেই খবর ছিল। তাই ডাকাতির পরিকল্পনাতেই এই হামলা করে সে।

ডুয়ার্সে হরিণ পিটিয়ে মারল গ্রামবাসী
ডুয়ার্সে শিমুলঝোরা গ্রামে একটি হরিণকে পিটিয়ে মারার অভিযোগ উঠল গ্রামবাসীরা। মরাঘাট জঙ্গল থেকে গতকাল লোকালয়ে ঢুকে পড়ে হরিণটি। অভিযোগ, মাংসের লোভে হরিণটিকে পিটিয়ে মারে একদল গ্রামবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে নিয়ে যান বনবিভাগের কর্মীরা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.