টুকরো খবর |
বন্দরে জয়ী জোট প্রার্থীরা নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
বন্দরের ডক ইনন্সিটিউটের পরিচালন সমিতির নির্বাচনে শনিবার সহ-সভাধিপতি-সহ ১৮টি আসনের ১৭টি পেয়ে জয়ী হল আইএনটিটিইউসি ও সিপিএসইউ (ক্যালকাটা পোর্ট শ্রমিক ইউনিয়ন) জোট। যদিও দু’বছর পর একটি আসন পেয়েছে বামপন্থী শিবির এবং প্রতিটি আসনেই ব্যবধান কমিয়েছে। এ বারের নির্বাচনে মোট ৩৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। আইএনটিটিইউসি ও সিপিএসইউ প্রভাবিত প্যানেল এবং সিটু প্রভাবিত বামপন্থী প্যানেলের ৩৬ জন ছাড়াও দু’জন নির্দল প্রার্থী ছিলেন। ২৬৬২ জন সদস্যের মধ্যে শুক্রবার ২৩৮৯ জন ভোট দেন। সহ-সভাপতির আসনে তৃণমূল প্রভাবিত আমিনুল ইসলাম খান ১১৭ ভোটে হারান বাম সমর্থিত যুধিষ্ঠির মান্নাকে। জোট শিবিরের নেতা হারাধন বোয়ালের দাবি, “ভোটার সংখ্যা কমে যাওয়ায় ব্যবধান কমেছে।” |
উদ্ধার ল্যান্ডমাইন নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
ল্যান্ডমাইন উদ্ধার হল লালগড়ের ছোট পেলিয়ার জঙ্গলে। পুলিশের দাবি, শনিবার তল্লাশির সময় মাইন দু’টির খোঁজ মেলে বলে। পরে সেগুলি নিষ্ক্রিয় করা হয়। |
অভিযুক্ত দীপক নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
পুকুর থেকে বস্তায় হাড়গোড় উদ্ধারের ঘটনায় নাম জড়াল সিপিএমের পশ্চিম মেদিনীপুরের জেলা সম্পাদক দীপক সরকারের। শনিবার অভিযোগ করে তৃণমূল। |
|