তৃণমূল কর্মীর হাতের শিরা কেটে দেওয়ার অভিযোগ উঠল দলেরই এক শ্রমিক নেতার বিরুদ্ধে। শনিবার সকালে দুর্গাপুরে ঘটনাটি ঘটে। দলের একাংশের চাপ সত্ত্বেও যিনি বিভিন্ন জমি দখলমুক্ত করছিলেন, আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের (এডিডিএ) সেই চেয়ারম্যান তথা তৃণমূল বিধায়ক নিখিল বন্দ্যোপাধ্যায়কেও খুনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ।
শিরা কেটে দেওয়ার ঘটনায় আহত তৃণমূল কর্মী বাসুদেব মাহাতো আপাতত দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি। অশোক জানা নামে যে আইএনটিটিইউসি নেতা তাঁর উপরে হামলা চালান বলে অভিযোগ, তাঁকে এক সঙ্গী-সহ আটক করেছে পুলিশ। কিন্তু বিধায়কের মোবাইলে ফোন করে যে পুরুষকণ্ঠ হুমকি দিয়েছিল বলে অভিযোগ, পুলিশ তার নাগাল পায়নি। |
দুর্গাপুরের সুভাষপল্লির বাসিন্দা বাসুদেবের বাবা একটি বেসরকারি বয়লার নির্মাণ সংস্থায় ঠিকাশ্রমিকের কাজ করতেন। গত বছর ২৩ মার্চ তিনি মারা যান। তিনিই ছিলেন বাড়ির একমাত্র রোজগেরে। তাই বাবার চাকরি পাওয়ার জন্য কারখানার নেতা অশোকবাবুর দ্বারস্থ হন বাসুদেব। তাঁর অভিযোগ, অশোকবাবু তাঁর থেকে ৪০ হাজার টাকা নেন। কিন্তু কয়েক মাস কেটে গেলেও চাকরি হয়নি। এ দিন, বাবার মৃত্যুবার্ষিকীর সকালে তিনি গিয়ে অশোকবাবুর থেকে টাকা ফেরত চান। তাতে ওই নেতা আর তাঁর সঙ্গীরা তাঁকে আইএনটিটিইউসি কার্যালয়ে নিয়ে যান। বেরোনোর চেষ্টা করলে মারধর করে তাঁর হাতের শিরা কেটে দেওয়া হয়।
খবর ছড়িয়ে পড়তেই সুভাষপল্লি থেকে তৃণমূল কর্মী-সমর্থকেরা গিয়ে অশোকবাবু ও তাঁর এক সঙ্গীকে ধরে সুভাষপল্লিতে নিয়ে গিয়ে পেটান। পরে পুলিশ তাঁদের থানায় নিয়ে যায়। আইএনটিটিইউসি-র বর্ধমান জেলা সভাপতি প্রভাত চট্টোপাধ্যায় বলেন, “বিষয়টি সাংগঠনিক স্তরে খতিয়ে দেখা হচ্ছে। আইন আইনের পথে চলবে।” দুর্গাপুরের মেয়র তথা জেলা তৃণমূল সভাপতি (শিল্পাঞ্চল) অপূর্ব মুখোপাধ্যায় বলেন, “খবরটা শুনেছি। দলীয় স্তরে খোঁজখবর নেওয়া হচ্ছে।”
নিখিলবাবু হুমকি ফোন পাওয়ার অভিযোগ দায়ের করেছিলেন গত ২০ মার্চ ওয়ারিয়া ফাঁড়িতে। শনিবার আসানসোলে গিয়ে তিনি জানান, ওই দিন বিকেল পৌনে ৫টা নাগাদ তাঁর মোবাইলে ফোন করে ভারী পুরুষকন্ঠ বলে, তিনি যা করছেন তা ভাল হচ্ছে না। গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হবে। বিধায়ক বলেন, “মনে হয়, কোনও রাজনৈতিক দলের কাজ নয় এটা। তবে বিচ্ছিন্ন ঘটনা বলেও দেখছি না।” তাঁর অনুমান, সম্প্রতি এডিডিএ এমন কিছু কাজ করেছে যাতে কিছু লোকের স্বার্থে আঘাত লেগেছে। তারাই এর পিছনে থাকতে পারে।
গত ডিসেম্বরে আসানসোলের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে নিখিলবাবুকে এডিডিএ-র চেয়ারম্যান করা হয়েছিল। তাঁর সঙ্গে তৃণমূলের সম্পর্ক খুব পুরনো নয়। পেশায় চিকিৎসক, বিধানসভা ভোটে প্রার্থী হয়েই দলে ঢোকেন। দায়িত্ব নিয়েই দুর্গাপুরে এডিডিএ-র জমি দখল করে গজিয়ে ওঠা ক্লাবঘর যেমন ভেঙেছেন, তৃণমূল কার্যালয়ও রেহাই পায়নি। আসানসোলেও জবরদখল চিহ্নিত করা হয়েছে। এডিডিএ-র জমি পাওয়ার জন্য বেশ কিছু আবেদনপত্র জমা পড়েছিল। নিখিলবাবু বলেন, “জমি নিয়ে সদ্ব্যবহার করা হয়নি, এমন উদাহরণ বহু আছে। তাই সব খতিয়ে দেখেই জমি দেওয়া হবে।”
পুলিশ জানায়, যে মোবাইল নম্বর থেকে নিখিলবাবুকে ফোন করা হয়, বেসরকারি সার্ভিস প্রভাইডারের কাছ থেকে সেটি সম্পর্কে বিস্তারিত তথ্য ও কল-তালিকা চেয়ে পাঠানো হয়েছে। এডিসিপি (পূর্ব) সুনীল যাদবের আশা, ফোনের তথ্য হাতে পেলেই অভিযুক্তকে ধরা যাবে।
|
চার বছর আগে পাচার হয়ে যাওয়া তরুণীকে আদালতের নির্দেশে রাজস্থান থেকে উদ্ধার করল সিআইডি। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এক মহিলাকেও গ্রেফতার করা হয়েছে। তরুণীর বাড়ি বর্ধমানের মেমারিতে। |