• নানা ধরনের অ্যালার্জি।
• চোখের সংক্রমণ, চোখ লাল হয়ে জল পড়া।
• রঙের সঙ্গে মোবিল জাতীয় পদার্থ মেশালে তা থেকে চামড়ার ক্ষতি।
|
• প্রাকৃতিক রং ব্যবহার করুন।
• গায়ে তেল বা ক্রিম মাখুন। মাথাতেও তেল লাগান। চোখে সানগ্লাস থাকা ভাল।
• রং পেটে গেলে ক্ষতি। কোনও ভাবে পেটে রং গেলে প্রচুর জল খান।
• চোখে রং গেলে জলের ঝাপটা দিন। রগড়াবেন না।
• রং বেশিক্ষণ গায়ে রাখবেন না। সাবান, শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
• চুলকুনি, র্যাশ হলে হলে ক্যালামাইনযুক্ত লোশন লাগান। অ্যান্টি-অ্যালার্জি ট্যাবলেট খান।
|
• গোরিমাটি, ফটকিরি, লেবুর রস জলে গুলে লাল রং তৈরি করা যায়।
• কালো রং হিসেবে ভুষাকালি ব্যবহার করা যেতে পারে।
• আবির তৈরি করতে ট্যালকম পাউডার, স্টার্চ বা অ্যারারুটের সঙ্গে রং মিশিয়ে দিন।
• গোলাপের পাপড়ি ৪৮ ঘণ্টা ভিজিয়ে রাখার পরে তা থেতো করে ছেকে নেওয়া যায়। একই ভাবে গাঁদার পাপড়ি দিয়ে লাল-হলুদ আবির তৈরি করা যেতে পারে। |