পুস্তক পরিচয় ৪...
চিত্ররূপে রবীন্দ্র সমকাল
দুই বাংলার... শিরোনামের একটি সিরিজ একদা বহুল প্রচলিত ছিল বঙ্গীয় বইপাড়ায়। সিরিজটির জনপ্রিয়তাই প্রমাণ করিত, বাংলাদেশের বাংলা সাহিত্য পড়িতে পশ্চিমবঙ্গের পাঠককুল কতটা উন্মুখ। কিন্তু দুই বাংলায় বাংলা গ্রন্থের আদান-প্রদান ব্যবস্থা এখনও এত দুর্বল যে সেই উন্মুখতা প্রায়শ হতাশায় পরিণত হয়। তবু, তাহারই মধ্যে যৎকিঞ্চিৎ ভরসা থাকে বইমেলায়, কলেজ স্ট্রিটে, বিধান সরণির এক পরিবেশকের নিকটও কিয়ৎ পরিমাণ বাংলাদেশের গ্রন্থ মিলিয়া যায়। তেমনই একটি গ্রন্থ এই বইমেলায় রীতিমতো চমক লাগাইয়া দিয়াছে।
কিশোরদের জন্য একটি রবীন্দ্রজীবনী প্রকাশিত হইয়াছে বাংলাদেশের প্রতীক প্রকাশনা-সংস্থা হইতে। নাম রবীন্দ্রনাথ: চিত্ররূপময় আলেখ্য। জীবনীটি লিখিয়াছেন হায়াৎ মামুদ। চিত্রিত সংস্করণটি পরিকল্পনা করিয়াছেন আলমগীর রহমান। সাধারণত, কিশোর জীবনীতে চিত্র বলিতে দুই-চারিটি ছেলেভুলানো ছবি ছড়াইয়া দেওয়ার যে ট্র্যাডিশন চলিয়া থাকে পশ্চিমবঙ্গীয় বইপাড়ায়, এই গ্রন্থ তাহার উজ্জ্বল ব্যতিক্রম।
ইহার প্রতিটি পৃষ্ঠায় একাধিক চিত্র। রবীন্দ্রনাথের নানা চিত্র ত বটেই, তদুপরি স্টেলা ক্রামরিশ, আবুল ফজল, লুনাচার্স্কি, অ্যালফ্রেড নোবেল প্রমুখের চিত্রও যথাস্থানে ব্যবহৃত। রবীন্দ্রসূত্রে এই গ্রন্থে এই প্রকারে আক্ষরিক চিত্ররূপময় হইয়াছে রবীন্দ্র-সমকালের ভুবনটি। কূপবদ্ধ কলেজ স্ট্রিট ইহার পরিকল্পনা ও বিন্যাস, গ্রন্থন ও নির্মাণ হইতে কিঞ্চিৎ শিখিবে, এই আশা।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.