নানা রকম...
এক অপরূপ মায়াজাল
সুব্রত রায়চৌধুরীর সেতার বাদনে। ছবি: দেশকল্যাণ চৌধুরী
ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনসের আমন্ত্রণে সত্যজিৎ রায় অডিটোরিয়ামে সেতার পরিবেশন করলেন সুব্রত রায়চৌধুরী। সেদিনের সান্ধ্য আসরের সূচনা হয় রাগেশ্রীর বিস্তৃত বিন্যাসে। আলাপ, মসীদখানি গত এবং দ্রুত বন্দিশে এক অপরূপ মায়াজাল সৃষ্টি করেন। বিলম্বিত, দ্রুত ও গমক জোড় পরিবেশিত হয় বীন অঙ্গে। আদ্যন্ত সুরেলা পরিবেশনা আনন্দ দেয়। রাগেশ্রীর পর আভোগীতে আলাপ, জোড় ও ঝাঁপতাল বন্দিশ শোনান শিল্পী। সুবিন্যস্ত আলাপ, জোড়। এখানেও জোড় বাজে বীন অঙ্গে। গতে তান-তোড়া তেহাই-এর নির্মিতিতে কুশলতার প্রকাশ পায়। সুর লয় ছন্দের উত্তেজনা ঝাঁপতাল গতটিকে সমৃদ্ধ করে। লাবণ্য ও তৈয়ারিতে ভরপুর ছিল শেষের মাঝ খাম্বাজে সিতারখানি গত। অনিবার্য ভাবে গতটি শ্রুতিসুখকর হয়ে ওঠে। তবলায় যথাযোগ্য সঙ্গত করেন সঞ্জীব পাল।

অ্যান আরাবিয়ান লাভস্টোরি
ইন্দ্রাণী দত্তের অপূর্ব নৃত্যশৈলী। ছবি: নির্মল চক্রবর্তী
নাচের প্রতি গভীর টানেই ইন্দ্রাণী দত্ত তৈরি করেছিলেন ‘সৃষ্টি’। এর পরই ‘ইন্দ্রাণী দত্ত কলা নিকেতন’ নামে শুরু হয় নাচের স্কুলও। তারই দশ বছর পূর্তিতে বার্ষিক অনুষ্ঠান সম্প্রতি হয়ে গেল জি ডি বিড়লা সভাঘরে। শুরুতেই ইন্দ্রাণী দত্ত তাঁর ছাত্রছাত্রীদের নিয়ে একটি সুন্দর নৃত্যানুষ্ঠান পরিবেশন করেন। এর পর প্রদীপ জ্বালিয়ে মাঙ্গলিক পর্ব সারলেন অগ্নিমিত্রা পল, জয় সরকার ও লোপামুদ্রা। পরে ‘সৃষ্টি রত্ন’ দেওয়া হয় জয় ও লোপাকে। অনুষ্ঠানে নিবেদিতা চক্রবর্তী ছাত্রছাত্রীদের নিয়ে পরিবেশন করেন কত্থক নৃত্য। অনুষ্ঠানে পরিবেশিত হল ইন্দ্রাণীর কন্যা রাজনন্দিনী পাল-এর একক সঙ্গীত। পল্লিগীতি থেকে বাংলা ছায়াছবির গান সবেতেই রাজনন্দিনী সমান স্বচ্ছন্দ। ‘তোমায় হৃদ মাঝারে’ যখন রাজনন্দিনী গাইছে, দর্শকাসনে বসে লোপামুদ্রাও মুগ্ধ হয়ে শুনছেন। পরে ছিল বনানী মুখোপাধ্যায়ের ছাত্রছাত্রীদের ভরতনাট্যম, রুমা সমাজদার ও তাঁর ছাত্রছাত্রীদের বাংলার লোকনৃত্য পরিবেশন। ছিল পেড্রো ও মিস রনি ও তাদের ছাত্রছাত্রী দ্বারা পাশ্চাত্য নৃত্য, ইন্দ্রাণী দত্তের ছাত্রছাত্রীদের নৃত্যানুষ্ঠান। এর পর ছিল এ দিনের সেরা আকর্ষণ, ইন্দ্রাণী ও তাঁর ডান্স ট্রুপ-এর নিবেদন ‘অ্যান আরাবিয়ান লাভস্টোরি’ ডান্স অপেরা। জয় সরকার সৃষ্ট আবহসঙ্গীত এবং ইন্দ্রাণীর নৃত্যশৈলী ডান্স অপেরাটিকে আলাদা মাত্রা দিয়েছিল।

পঞ্চাশ পেরিয়ে
প্রদীপ ঘোষের আবৃত্তি-জীবন।
বেলঘরিয়া আবৃত্তায়নের পরিচালনায় বাংলা অ্যাকাডেমি সভাঘরে বিশিষ্ট আবৃত্তিকার প্রদীপ ঘোষকে সম্মাননা জানানো হয়। উপস্থিত ছিলেন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। বিশিষ্ট নাট্যকার-অভিনেতা মেঘনাদ ভট্টাচার্য ও আবৃত্তিকার উৎপল কুণ্ডু তাঁদের শুভেচ্ছা জ্ঞাপন করলেন। সংস্থার কর্ণধার সম্রাট দত্ত প্রাক্ কথনে জানালেন, আবৃত্তি জীবনের পঞ্চাশ বছর পূর্তিতেই এই উদ্যোগ। বাণীচক্রের বেশ কয়েক জন প্রাক্তন ছাত্রছাত্রী অনুষ্ঠানটিকে কথায় ও পাঠে সুন্দর ভাবে সাজিয়ে তোলেন। তাঁদের মধ্যে ছিলেন সুলগ্না বসু, প্রবীর খান, পিয়ালি মিত্র প্রমুখ। উদ্বোধনে সুছন্দা ঘোষ শোনালেন দু’টি রবীন্দ্রসঙ্গীত। প্রদীপ ঘোষ কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর দু’টি কবিতা পাঠ করলেন। যা শ্রোতাদের মনে গভীর দাগ কাটে। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন চন্দ্রমৌলি বন্দ্যোপাধ্যায়।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.