টুকরো খবর
নিয়ম ভেঙে মাটি কাটায় জরিমানা
নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে যন্ত্র দিয়ে মাটি কাটার অভিযোগে দুটি জেসিপি আটক করেছিল জেলা ভূমি ও ভূমি সংস্কার দফতর। বেআইনি ভাবে মাটি কাটার অভিযোগে ৭ লক্ষ টাকা জরিমানাও করা হয়। ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহরের বার্জটাউন এলাকাতে। জেলা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক অরিন্দম দত্ত বলেন, “বৃহস্পতিবারই জরিমানার টাকা দিয়ে দিয়েছেন অভিযুক্ত। এভাবে কেউ বেআইনি ভাবে মাটি কাটলেই জরিমানা করা হবে।” প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বেআইনি বালি খাদান, পাথর খাদানের মতোই অনেকেই বাড়ির বেসমেন্ট তৈরি বা বাড়ির ভেতরে পুকুর কেটে নিচ্ছেন বেআইনি ভাবে। অথচ, মাটি কাটলেই ভূমি ও ভূমি সংস্কার দফতরের অনুমতি প্রয়োজন। মাটি কাটার প্রতি সিএফটিতে ৭৮ টাকা রাজস্ব দিতে হয় সরকারকে। সরকারকে রাজস্ব ফাঁকি দিয়েই বহু ক্ষেত্রেই এই ধরনের বেআইনি কাজ করা হয় বলে অভিযোগ। বর্তমানে জেলা শহরের পাশাপাশি জেলার বিভিন্ন এলাকাতেই বহুতল বাড়ি তৈরি হচ্ছে। আর সেই সব জায়গাতেই তৈরি করা হচ্ছে বেসমেন্ট। স্বাভাবিক কারনেই মাটিও কাটতে হচ্ছে। কিন্তু অলিগলির মধ্যে বা কোনও ফাঁকা জায়গায় এই সব কাজ করা হয়, আবার কখনও নির্মাণকাজ চলার সময় চারদিক ঘিরে ফেলা হয়, ফলে সহজে তা কারও নজরে পড়ে না। জেলা ভূমি ও ভূমি সংস্কার দফতর জানিয়েছে, এবার এক্ষেত্রেও নজরদারি চালানো হবে। কেউ বেআইনি ভাবে মাটি কাটলেই জরিমানা করা হবে। এতদিন অবশ্য প্রশাসন এ বিষয়ে উদাসীনই ছিল। সেভাবে নজর দিত না। মূলত, সরকারি রাজস্ব বৃদ্ধির লক্ষ্যেই এবার এ ব্যাপারেও নজরদারি চালাবে ভূমি ও ভূমি সংস্কার দফতর।

অটো স্ট্যান্ডের দাবি
নানা দাবিতে শুক্রবার অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) রজতকুমার সাইনির দ্বারস্থ হল সিটু অনুমোদিত অটো রিকশা অপারেটরস্ ইউনিয়নের প্রতিনিধি দল। নেতৃত্বে ছিলেন অনিল দাস, সারদা চক্রবর্তী। শহরে নির্দিষ্ট অটো স্ট্যান্ড, সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থা গড়ে তোলা-সহ বেশ কিছু দাবি জানানো হয়। মেদিনীপুর-খড়্গপুর, দুই শহরেই অটো নিয়ে অভিযোগের শেষ নেই। যত্রতত্র অটো দাঁড় করিয়ে যাত্রী তোলা হয়। পথচলতি মানুষ সমস্যায় পড়েন। যানজট তৈরি হয়। অনেক সময় রুট পারমিট মানা হয় না। নিয়ম ভেঙে অটো চালানো হয়। সিটু নেতা সারদা চক্রবর্তী বলেন, “যত্রতত্র অটো দাঁড়ালে পথচলতি মানুষের সমস্যা হয় এটা ঠিক। আমরা চাই, প্রশাসন সুষ্ঠু ব্যবস্থা গড়ে তুলুক। যাতে নির্দিষ্ট জায়গায় অটো দাঁড়াতে পারে। পথচলতি মানুষও সমস্যায় না পড়েন।”

তৃণমূলের অবস্থান
অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ, প্রভিডেন্ট ফান্ড চালু-সহ নানা দাবিতে শুক্রবার খড়্গপুর আইআইটি ক্যাম্পাসে অবস্থান-বিক্ষোভ করে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি অনুমোদিত তিনটি সংগঠন। সামিল হন তৃণমূল কাউন্সিলর জহরলাল পাল। যাঁদের উদ্যোগে এই কর্মসূচি, সেই কর্মচারীদের বক্তব্য, “আমরা ঠিকাদারের অধীনে কাজ করি। অস্থায়ী কর্মচারী। দীর্ঘদিন ধরে স্থায়ীকরণের দাবি জানাচ্ছি। তবে সুরাহা হয়নি। বাধ্য হয়েই এই বিক্ষোভ কর্মসূতির সিদ্ধান্ত।” আইআইটি ক্যাম্পাসের মধ্যে যে হাসপাতাল রয়েছে, সেই হাসপাতালে যাতে ঠিকা-কর্মচারীরা চিকিৎসা পরিষেবা পেতে পারেন, সেই দাবিও জানানো হয়েছে।

হাসপাতালে পরীক্ষা
পেটে ব্যাথা নিয়ে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিল। শুক্রবার হাসপাতালেই উচ্চমাধ্যমিক পরীক্ষা দিল এক পরীক্ষার্থী। নাম সুখেন্দু ঘোষ। বাড়ি মেদিনীপুর শহরের নবীনাবাগে। সুখেন্দু সদর ব্লকের পাকুড়িয়া হাইস্কুলের ছাত্র। সিট পড়েছিল আঙ্গুয়া হাইস্কুলে। বুধবার পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে পেট ব্যাথা করে সুখেন্দুর। অসুস্থ হয়ে পড়ে। ভর্তি করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। চিকিৎসকেরা তাকে হাসপাতালে ভর্তি থাকারই পরামর্শ দেন। এরপরই ওই পরীক্ষার্থী যাতে হাসপাতালে পরীক্ষা দিতে পারে, তার ব্যবস্থা করা হয়।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.