টুকরো খবর
বিক্ষোভের জের, বন্ধ চিড়িয়াখানা
আইএনটিইউসি-র বিক্ষোভ। শুক্রবার, আলিপুর চিড়িয়াখানায়। —নিজস্ব চিত্র
কারচুপি করে ‘কিপার’ পদে লোক নিয়োগ হওয়ার আশঙ্কায় শুক্রবার দুপুরে দেড় ঘণ্টা বিক্ষোভ দেখিয়ে আলিপুর চিড়িয়াখানা বন্ধ রাখল আইএনটিইউসি। যার জেরে তীব্র গরমে রাস্তায় দাঁড়িয়ে ভুগলেন বহু দর্শনার্থী। কর্তৃপক্ষের দাবি, নিয়োগে কারচুপির কোনও সম্ভাবনাই নেই। আলিপুর চিড়িয়াখানায় কিপার পদে ২৬ জন নিযুক্ত হবেন। চিড়িয়াখানার মেম্বার সেক্রেটারি টিভিএন রাও এবং ডিরেক্টর কানাইলাল ঘোষ এ দিন জানান, সাড়ে ৬ হাজারেরও বেশি দরখাস্ত জমা পড়েছে। তার মধ্যে ১৬৮ জনকে চিঠি দিয়ে লিখিত পরীক্ষায় ডাকা হবে। চিড়িয়াখানা সূত্রের খবর, বৃহস্পতিবার দুপুরে নীতেশ সিংহ নামে এক যুবক চিড়িয়াখানার মেম্বার সেক্রেটারির সঙ্গে দেখা করে চার জনের একটি তালিকা দেন। তাঁর বক্তব্য, কিপার পদে ওই চার জন দরখাস্ত করেছেন। কর্তৃপক্ষ যেন তাঁদের নিয়োগের বিষয়টি বিবেচনা করেন। আইএনটিইউসি-র নেতা রাকেশ সিংহের অভিযোগ, নীতেশ নিজেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোর ঘনিষ্ঠ বলে দাবি করে চাপ সৃষ্টি করছেন। নিয়োগে কারচুপির ভয়ে এ দিন তাঁদের সংগঠন চিড়িয়াখানা বন্ধ রাখে বলে তাঁর দাবি। টিভিএন রাও এ দিন বলেন, “চিড়িয়াখানা বন্ধ থাকলেও, আমার কার্যালয় বৃহস্পতিবার বন্ধ থাকে না। আমার সঙ্গে কারও দেখা হওয়ার অর্থ এই নয় যে, সরকারি নিয়ম না মেনে কর্মী নিযুক্ত হবে। কিপার পদে নিয়োগের জন্য তিন সদস্যের কমিটি রয়েছে।”

তলব সলমনকে
চোদ্দো বছরের পুরনো কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় সলমন খান-সহ পাঁচ বলিউড তারকার বিরুদ্ধে নতুন চার্জ গঠন করা হচ্ছে। শনিবার এখানকার এক আদালতে সলমনদের বিরুদ্ধে গঠিত নতুন চার্জ ঘোষণা করা হবে। স্থানীয় সূত্রে খবর, আদালতে হাজিরা দিতে শুক্রবারই জোধপুরে পৌঁছে গিয়েছেন এন্য চার অভিযুক্ত সইফ আলু খান, সোনালি বেন্দ্রে, নীলম ও তব্বু। শনিবার আসবেন অন্যতম অভিযুক্ত সলমন খান। ওই তারকাদের বিরুদ্ধে অভিযোগ, ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শু্যটিংয়ের সময়ে বন্যপ্রাণী আইন ভেঙে একটি কৃষ্ণসার হরিণ হত্যা করেছিলেন তাঁরা। এই মামলায় গত বছর ডিসেম্বরেই তাঁদের বিরুদ্ধে নতুন করে চার্জ গঠন করে রাজস্থান হাইকোর্ট।

গঙ্গা নিয়ে দরবার সাংসদের
গঙ্গার দূষণ রোধ ও তার স্রোত অব্যাহত করার জন্য যাত্রায় বেরিয়েছিলেন উমা ভারতী। আরও এক ধাপ এগিয়ে বিজেপি, বাম, সমাজবাদী সাংসদরা শুক্রবার প্রধানমন্ত্রীর কাছে একযোগে দরবার করলেন। বিজেপির সুষমা স্বরাজ, শাহনওয়াজ হুসেন, সিপিআই সাংসদ প্রবোধ পাণ্ডা, সমাজবাদী পার্টির রেবতী রমণ সিংহ প্রধানমন্ত্রীকে জানান, গঙ্গাকে রক্ষা করার জন্য গঠিত কমিটির সুপারিশ কার্যকর করলে গঙ্গা শুকিয়ে যাবে। নদীপথে বড় বড় জলবিদ্যুৎ প্রকল্প গড়ার অনুমতি দিলে স্রোতে বাধা আসবে। প্রধানমন্ত্রী জানিয়েছেন, কমিটির রিপোর্ট তিনি হাতে পাননি। বিষয়টি নিয়ে তিনি উদ্যোগী হবেন।

মিলল গন্ডারের দেহ
গন্ডার শাবকের দেহ মিলল কাজিরাঙায়। বন দফতর সূত্রে খবর, জাতীয় উদ্যানের বুড়াপাহাড় রেঞ্জ সংলগ্ন সালোনি সংরক্ষিত অরণ্যে আজ একটি গন্ডার শাবকের গলিত শব মেলে। বন দফতরের ধারণা, অসুস্থতা বা অন্য কোনও কারণে শাবকটির মৃত্যু হয়েছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.