খাতায় কলমে রাস্তা রয়েছে তিন কিলোমিটার। কিন্তু বাস্তবে তার অনেকটাই ধসে গিয়েছে পাশের পুকুরে। যেটুকু রয়েছে সেখান দিয়েও হাঁটা দায়।
এমনই অবস্থা হাওড়ার জগত্বল্লভপুর-২ পঞ্চায়েতের গোদাড়িয়া গ্রামের সার্কুলার রোডের। রাস্তাটি লম্বায় প্রায় ৩ কিলোমিটার। এর ভিতর গোদাড়িয়া থেকে বড়গাছিয়া রেলক্রসিং পর্যন্ত ১ কিলোমিটার অবস্থা অত্যন্ত খারাপ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রায় দশ বছর ধরে এই দশা। রাস্তাটি ইটপাতা। সেই ইটও অনেক জায়গায় অদৃশ্য। স্থানীয় সাদিপাড়া, সাউপাড়া, নমঃশূদ্র পাড়ার বাসিন্দারা যাতায়াতের জন্য এই রাস্তাটির উপরই নির্ভরশীল।
গোদাড়িয়া গ্রামের শেখ রহমত আলি, শেখ আসগার আলিরা জানালেন, রাস্তা সারানোর ব্যাপারে প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি। |
গোদালিয়া পঞ্চায়েতের প্রধান সুলেখা রায়ের সাফাই, “ওই রাস্তাটি খারাপ ঠিকই। কিন্তু ওই এলাকার পঞ্চায়েত সদস্য আমাকে এই কিছু বিষয়ে জানাননি।” সংশ্লিষ্ট পঞ্চায়েত সদস্য পঞ্চানন্দ সীটের দাবি, “রাস্তা মেরামতির ব্যাপারে প্রধানকে জানিয়েছি।” জগত্বল্লভপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ রূপম মুখোপাধ্যায় বলেন, “প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার মধ্যে ওই রাস্তাটি নতুন করে তৈরি করার জন্য টেন্ডার ডাকা হয়েছে।” জগত্বল্লভপুর ব্লকের বিডিও সুব্রত বর্মণ ও হাওড়া জেলা পরিষদের সভাধিপতি মীনা ঘোষ মুখোপাধ্যায় বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন বলে জানিয়েছেন। সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে রাস্তার সমস্যা উঠে আসবে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের মুখে। উত্তর-প্রতুত্তরে সমাধান হবে কি সমস্যার উত্তর দেবে ভবিষ্যত্। |