উপন্যাসটি প্রথমে কেউ ছাপতে রাজি হয়নি। প্রকাশক খুঁজতে খুঁজতে নাকাল হচ্ছিল বছর সাতাশের ছেলেটি। অবশেষে এক সহৃদয় প্রকাশক মিলল। আর তার পরেই খুব দ্রুত পাল্টে গেল ছবিটা। ছাপা হওয়ার কয়েক বছরের মধ্যে ৮০ লক্ষ কপি বিক্রি হল বইটির। অনুবাদ করা হল ৫০টির-ও বেশি ভাষায়। উপন্যাসের নাম ‘থিংস ফল অ্যাপার্ট’। ১৯৫৮ সালে প্রকাশিত এই উপন্যাসই তৈরি করে দিয়েছিল আধুনিক আফ্রিকান সাহিত্যের সংজ্ঞা। সেই উপন্যাসের লেখক চিনুয়া আচেবে মারা গেলেন শুক্রবার। বয়স হয়েছিল ৮২। অসুস্থ আচেবেকে বস্টনের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শুক্রবার সেখানেই মারা যান তিনি।
|
বিটলসের স্মৃতি বিজড়িত গিটার উঠতে চলেছে নিলামে। নিলাম সংস্থার দাবি, গিটারটির দাম উঠতে পারে ১ লক্ষ ৮৮ হাজার পাউন্ড। নিউ ইয়র্কে আগামী ১৮ মে নিলাম হওয়ার কথা।
|