আজ থেকে শুরু ‘নবান্ন’ মেলা
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
একটি স্বেছাসেবী সংগঠনের উদ্যোগে আজ, শনিবার থেকে বোলপুরে শুরু হছে হস্তশিল্প প্রদর্শনীর মেলা ‘নবান্ন’। উদ্যোক্তাদের পক্ষে শান্তা ঘোষ জানিয়েছেন, হস্তশিল্পের প্রসার ও শিল্পীদের সরাসরি বাজার পাইয়ে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ। শুধু তাই নয়, অত্যাধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে বাজারের চাহিদা মোতাবেক এবং নতুন নতুন নকশা দিয়ে উৎকৃষ্ট মানের সামগ্রী কেমন করে তৈরি হয়, তা নিয়েও থাকছে বিশেষ আলোচনা। পশ্চিমবঙ্গ-সহ দেশের বিভিন্ন রাজ্যের হস্তশিল্পীরা এই ‘নবান্ন’ হস্তশিল্প মেলায় যোগ দেবেন। প্রায় ৮০ জন হস্তশিল্পী তাঁদের শিল্প সম্ভার নিয়ে এসেছেন। মেলায় টেরাকোটা, নানা বস্ত্রের সম্ভার, মাটির কাজ, বিভিন্ন গয়নার কাজ-সহ বিশেষ হস্তশিল্পের স্টল দেন শিল্পীরা। ওই সংস্থা সূত্রের খবর, এই হস্তশিল্প প্রদর্শনী ও মেলার উদ্বোধনে থাকছেন বিশ্বভারতীর উপাচার্য সুশান্ত দত্তগুপ্ত-সহ উদ্যোগী সংস্থার সহযোগীরা। ২০০৬ সাল থেকে বোলপুরের গীতাঞ্জলি সংস্কৃতি অঙ্গনের এলাকায় এই হস্তশিল্পের মেলা বসছে। প্রতি বছর স্থানীয় হস্তশিল্পীদের পাশাপাশি বিহার, ওড়িশা, মধ্যপ্রদেশ, তামিলনাড়ুর মতো রাজ্যগুলি যোগ দিচ্ছে।
|
হাট বসার জায়গা নেই
নিজস্ব সংবাদদাতা • ময়ূরেশ্বর |
ব্যবসায়িক লেনদেন বাড়ছে, বাড়ছে ক্রেতা-বিক্রেতার সংখ্যাও। কিন্তু ময়ূরেশ্বরের ষাটপলশা সব্জি হাটের নিজস্ব কোনও জায়গা নেই। সপ্তাহে দু’দিন হাট বসে কার্যত রাস্তার উপরেই। এর ফলে যানজটে নাকাল হতে হয় এলাকার বাসিন্দাদের। কারণ, ওই হাট পেরিয়েই তাঁদের স্কুল, কলেজ, পঞ্চায়েত-সহ বিভিন্ন প্রয়োজনে যাতায়াত করতে হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রশাসন এ ব্যাপারে উদাসীন। সমস্যাটির কথা স্বীকার করে সংশ্লিষ্ট ষাটপলশা পঞ্চায়েতের প্রধান সঞ্জয় ভল্লা বলেন, “উপযুক্ত জায়গার অভাবেই দীর্ঘ দিন ধরে চেষ্টা করেও হাট স্থানান্তরিত করা যায়নি। জায়গা পেলে ব্যবস্থা হবে।”
|
আঙুলের ছাপ
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
নিহত রেণু সরকারের ঘর থেকে সংগ্রহ করা আঙুলের ছাপ ও আলোকচিত্র (ফটো প্রিন্ট) আদালতে জমা করলেন বোলপুর থানার প্রাক্তন এসআই বিশ্বজিৎ চৌধুরী। শুক্রবার বোলপুর ফাস্ট ট্র্যাক আদালতে মামলার ষষ্ঠ দফা সাক্ষ্যগ্রহণের দ্বিতীয় দিন তিনি সাক্ষ্য দেন। বিশ্বজিৎবাবু বর্তমানে অন্য থানায় কর্মরত। সরকারি আইনজীবী তপনকুমার দে বলেন, “আদালতে আগেই জমা পড়া ওই খুনের ঘটনার পুনরাভিনয় সংবলিত ‘অডিও-ভিস্যুয়াল সিডি’টিকেও শনাক্ত করেছেন বিশ্বজিৎবাবু।” এ দিন ফরেন্সিক ও ভিসেরা রিপোর্টও বিশ্বজিৎবাবু এজলাসে জমা করেন। বিচারক ৯ এপ্রিল এই মামলার সপ্তম দফা সাক্ষ্য গ্রহণ শুরুর জন্য ধার্য করেছেন। গত বছর জানুয়ারিতে শান্তিনিকেতনে খুন হন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা রেণু সরকার (৭৮)।
|
নলকূপের দাবি
নিজস্ব সংবাদদাতা • নানুর |
চল্লিশটি পরিবারের বাস। কিন্তু নানুরের ব্রাহ্মণখণ্ড গ্রামের শাহপাড়ায় পানীয় জলের কোনও নলকূপ নেই। যার জেরে বাসিন্দাদের জল আনতে হয় প্রায় এক কিমি দূরে পাশের পাড়া কিংবা মাঠের সাব-মার্সিবল পাম্প থেকে। স্থানীয় বাসিন্দা লতিফা বিবি, নইমা বিবিদের অভিযোগ, “এর ফলে আমাদের গৃহস্থালীর কাজ ফেলে বারবার পানীয় জল আনতে যেতে হয়। পঞ্চায়েতে জানিয়েও কোনও সুরাহা হয়নি।” সংশ্লিষ্ট থুপসড়া পঞ্চায়েতের প্রধান নুরন্নেশা বেগম বলেন, “সমস্যাটির কথা জানা নেই। খোঁজ নিয়ে যত দূর সম্ভব উপযুক্ত ব্যবস্থা নিচ্ছি।”
|
বিস্ফোরক উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • মুরারই |
চার বস্তা বিস্ফোরক-সহ ২০টি ডিটোনেটর উদ্ধার করল মুরারই থানার পুলিশ। শুক্রবার সকালে রাজগ্রাম পশ্চিমবাজার লাগোয়া এলাকা থেকে ওই বিস্ফোরক উদ্ধার হয়। পুলিশ জানায়, গিরীশ কুমার নামে পাকুড়ের ওই বাসিন্দাকে ধরা হয়েছে। |